জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
Published: 26th, March 2025 GMT
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি।
বুধবার (২৬ মার্চ) রূপালী ব্যাংকের পক্ষে ঢাকা উত্তর-পশ্চিম জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মুক্তার হোসেন ও মো. ফজলুর রহমান চৌধুরী স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের মার্কেটিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো.
জানা গেছে, বুধবার ভোরে প্রধান কার্যালয়সহ দেশের সকল শাখা, জোনাল অফিস ও বিভাগীয় কার্যালয় সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রধান কার্যালয়সহ সকল শাখা/কার্যালয়ের দর্শনীয় স্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ব্যানার স্থাপন করা হয়। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ সন্ধ্যা থেকে প্রধান কার্যালয় ভবনে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মঙ্গলবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহিদদের স্মরণে প্রধান কার্যালয়ে দোয়ার আয়োজন করা হয়।
ঢাকা/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে না'গঞ্জে ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ
পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষ ও প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ।
শুক্রবার (২৮ মার্চ ) বিকাল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ মহানগরের শীতলক্ষ্যা শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গনে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমনের সভাপতিত্বে ও জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা রোভারের কমিশনার ও প্রভাত সমাজ কল্যাণের সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম আরিফ মিহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থগারের সাবেক লাইব্রেরিয়ান এম এম মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, অস্টিলিয়ান প্রবাসী মোঃ কবীর হোসেন, শীতলক্ষ্যা মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র সাহা।
আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, যুগ্ম সাধারন সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী, কোষাধ্যক্ষ পিন্টু রায়, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি হরি সাহা, সাধারণ সম্পাদক সুজন দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি বিকাশ সাহা, সাংগঠনিক সম্পাদক অরুন দেবনাথ, বিপ্লব কুন্ডু, মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার,সহ সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা, অজয় সূত্রধর, তপন ধর, যুব বিষয়ক সম্পাদক সুব্রত সাহা, প্রকাশনা সম্পাদক সত্যরঞ্জন দেবনাথ, ১৩ নং ওয়ার্ড সভাপতি কৃষ্ণপদ মজুমদার, প্রচার সম্পাদক জয়ন্ত কুমার সাহা পিংকু, সম্পাদকমন্ডলীর সদস্য গৌতম দত্ত,প্রবাস বিশ্বাস, বন্দর যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ,রাজীব দাস,বলাই ঘোষ,শান্তমনি দাসসহ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ মহানগরের ৩০০ জন অসহায় মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
উল্লেখ্য যে, গত ১৮ মার্চ হতে ২১ মার্চ পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্রমান মানুষদের মাঝে ইফতার বিতরণ করেন ঐক্য পরিষদের সদস্যবৃন্দ।