পবিত্র রমজান বিদায় নিচ্ছে। চারদিকে ঈদের আমেজ। জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদ আমেজে অনেকটাই আড়াল হয়ে যাচ্ছে রমজানের মাহাত্ম্য ও পবিত্রতা। পবিত্র রমজান মাস সংযম ও সাম্যের যে বার্তা নিয়ে আগমন করেছিল তার অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে ঈদের কেনাকাটায়। যা কোনোভাবেই কাম্য নয়।
সন্দেহ নেই, ঈদের আনন্দ ইসলামে অনুমোদিত। ইসলাম সাধ্যানুসারে ঈদের দিন ভালো পোশাক ও খাবার গ্রহণের নির্দেশও দিয়েছে। তবে সেই আনন্দেরও একটি সীমারেখা টেনে দিয়েছে ইসলাম। ইসলাম ঈদ উপলক্ষ্যে অসংযত আনন্দ ও উৎসবের অনুমতি দেয় না; এমনকি ঈদ উৎসবে ভিনদেশী ও ভিন্ন ধর্মের রীতি-নীতিও গ্রহণযোগ্য নয়। আনাস ইবনে মালিক (রা.
বুজুর্গ আলেমরা বলেন, ‘ঈদের আনন্দ সেই মুমিনের জন্য যে মাহে রমজানের রহমত ও বরকত লাভে সক্ষম হয়েছে এবং যে পবিত্র রমজানে তার গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পেরেছে। আর রমজানের সময়টুকু যার অনাদরে ও অবহেলায় কেটেছে এবং যে তার গুনাহগুলো ক্ষমা করাতে পারেনি, বরং রমজানেও গুনাহে লপ্তি ছিল তার জন্য ঈদ হলো মহা দুঃসংবাদ। কেননা রাসুলুল্লাহ (সা.) সেই ব্যক্তির জন্য অভিশাপ করেছেন যে রমজান মাস পেয়েও তার গুনাহ ক্ষমা করাতে পারেনি। তাই আসুন! রমজানের বিদায়লগ্নে আমরা নিজেদের আমলের হিসাবটুকু মিলিয়ে নেই।
আরো পড়ুন:
মাহে রমজানে আল্লাহ প্রেমের সাধনা
যেসব সম্পদের জাকাত দিতে হয় এবং যারা প্রাপ্য
সামর্থ অনুসারে ঈদ-উৎসবের জন্য কেনাকাটা করা, বিশেষত নতুন পোশাক ও ভালো খাবারের ব্যবস্থা করার অবকাশ ইসলামে আছে। তবে লক্ষ্য রাখতে হবে সেটা যেন অপচয়ের অন্তর্ভুক্ত না হয়। কেননা মহান আল্লাহর নির্দেশ হলো, ‘তোমরা খাও ও পান করো; অপচয় করো না।’ (সুরা আরাফ, আয়াত : ৩১)
মূলত ইসলামের শিক্ষা হলো মানুষ তার যাপিত জীবনে মধ্যপন্থা অবলম্বন করে চলবে এবং নিজের আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করবে। মহান আল্লাহ বলেন, ‘তুমি তোমার হাত তোমার গ্রীবায় আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিতও কোরো না, তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে পড়বে।’ (সুরা বনি ইসরাইল, আয়াত : ২৯)
ঈদের কেনাকাটায় একটি মন্দ দিক হলো লৌকিকতা। মানুষ সামাজিক মর্যাদা ও আত্মীয়-স্বজনের ভেতর অবস্থান তৈরির জন্য কখনো কখনো ঈদের কেনাকাটায় লৌকিকতার আশ্রয় নেয়। ফলে তারা সাধ্যের বাইরে গিয়েও কেনাকাটা করে, এমনকি অনেকে ঋণ করতেও দ্বিধা করে না। ইসলামে এমন মানসিকতা গ্রহণযোগ্য নয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ কারো ওপর এমন কোনো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না, যা তার সাধ্যাতীত। সে ভালো যা উপার্জন করে তার প্রতিফল তারই এবং সে মন্দ যা উপার্জন করে তার প্রতিফল তারই।’ (সুরা বাকারা, আয়াত : ২৮৬)
প্রাজ্ঞ আলেমরা বলেন, আল্লাহ রমজান মাসে পানাহার করতে নিষেধ করেছেন যেন মানুষ অভাবী ও দুঃখী মানুষের কষ্ট বোঝে। তাই ঈদের কেনাকাটায় আমরা যেন সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কথা ভুলে না যাই। বিশেষত আপনজন ও আত্মীয়স্বজনের মধ্যে কেউ আর্থিকভাবে অস্বচ্ছল হলে তার পরিবারেও যেন ঈদের আনন্দ আসে সে দিকে লক্ষ্য রাখা জরুরি। এ ক্ষেত্রে উদারতাই কাম্য। মহান আল্লাহ বলেন, ‘আত্মীয়-স্বজনকে দেবে তার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও এবং কিছুতেই অপব্যয় কোরো না।’ (সুরা বনি ইসরাইল, আয়াত : ২৬)
অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘(সফল তারা) যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৩৪)। তবে যেসব আত্মীয় ঈদ উপহারের নামে যৌতুক পেতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া আবশ্যক। দুঃখজনক ব্যাপার হলো, ঈদের আনন্দ আতঙ্কে পরিণত হয় এ দেশের বহু মেয়ের বাবার জন্য। ঈদ এলে মেয়ের বাড়ি থেকে কথিত ঈদ উপহারের তালিকা আসে। যে উপহারের ওপর নির্ভর করে মেয়ের সংসার জীবনের সুখ ও স্বস্তি। তাই মেয়ের বাবা বুকে পাথর বেধে, ঋণ করে, সুদে টাকা নিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে উপহার পাঠায়। ইসলামের দৃষ্টিতে এমন উপহার নিষিদ্ধ ও হারাম। মহানবী (সা.) বলেছেন, ‘যে উপহার খুশি মনে দেওয়া হয় সেটাই শুধু বৈধ।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২০৭১৪)
যারা সামাজিক ও পারিবারিকভাবে চাপ সৃষ্টি করে এমন উপহার ‘আত্মসাৎ করে’ তাদের ব্যাপারে মহান আল্লাহর হুঁশিয়ারি হলো, ‘তোমরা অন্যায়ভাবে পরস্পরের সম্পদ গ্রাস করো না।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৮)
আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির (রহ.) লিখেছেন, এমন সব অপকৌশল আয়াতের অন্তর্ভুক্ত হবে, যার মাধ্যমে মানুষের অসন্তোষ সত্ত্বেও তার থেকে অর্থ বা সম্পদ আদায় করা হয় বা সে দিতে বাধ্য হয়। (তাফসিরে ইবনে কাসির)
ঈদের কেনাকাটা করার সময় বহু মানুষের নামাজ কাজা হয়। যা কোনোভাবেই কাম্য নয়। এই ব্যাপারে পবিত্র কোরআনের হুঁশিয়ারি হলো, ‘তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা, তারা নামাজ নষ্ট করল ও লালসার বশবর্তী হলো। সুতরাং তারা অচিরেই কুকর্মের শাসিত প্রত্যক্ষ করবে।’ (সুরা মারিয়াম, আয়াত : ৫৯)
ঈদ মৌসুমে ব্যবসায়ীদের জন্য ব্যবসার একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময় অবশ্যই ব্যবসা করতে হবে। তবে তা যেন আল্লাহর বিধান লঙ্ঘনের মাধ্যমে না হয়। প্রথম কথা হলো ব্যবসার অজুহাতে যেন নামাজ-রোজা ছুটে না যায়। কেননা মহান আল্লাহ বলেছেন, ‘সেসব লোক, যাদেরকে ব্যবসা-বাণিজ্য এবং ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে এবং নামাজ আদায়, জাকাত প্রদান থেকে বিরত রাখে না, তারা ভয় করে সেদিনকে যেদিন অনেক অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে। যাতে তারা যে কাজ করে তজ্জন্য আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দেন এবং নিজ অনুগ্রহে তাদের প্রাপ্যের অধিক দেন। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন।’ (সুরা নুর, আয়াত : ৩৭-৩৮)
দ্বিতীয়ত ধোঁকা ও প্রতারণা পরিহার করা। কেননা ব্যবসায় প্রতারণা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির নামান্তর। আল্লাহ বলেন, ‘তোমরা ন্যায়সঙ্গতভাবে পরিমাপ ও ওজন করো, মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেরিও না।’ (সুরা হুদ, আয়াত : ৮৫)
আল্লাহ সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আমিন।
লেখক : মুহাদ্দিস, সাঈদিয়া উম্মেহানী মহিলা মাদরাসা, ভাটারা, ঢাকা।
শাহেদ//
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স য় ম স ধন রমজ ন ঈদ র ক ন ক ট য় ঈদ র আনন দ রমজ ন র র রমজ ন র জন য উপহ র ইসল ম ব যবস
এছাড়াও পড়ুন:
পার্বত্য উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি
পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধিদল শুক্রবার (১৮ এপ্রিল) বান্দরবান জেলা পরিদর্শনে আসেন।
প্রতিনিধিদল বান্দরবানের নীলাচলে এসে পৌঁছালে সেখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমার সঙ্গে তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
পার্বত্য চট্টগ্রামের অপার সৌন্দর্যের বিষয়ে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা প্রতিনিধিদলকে ধারণা দেন এবং বান্দরবান জেলার পর্যটন স্পট নীলাচল, মেঘলা ও পর্যটনের রূপবৈচিত্র্যময় অপার সৌন্দর্যের ভিউগুলো তাদের ঘুরিয়ে দেখান।
আরো পড়ুন:
‘নয় মাসে অর্জন করেছি এক চিমটি ঘৃণা, একমুঠো অবিশ্বাস ও এক আকাশ ভালোবাসা’
পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
আমাদের সম্পর্ক হিমায়িত ছিল, বাধা অতিক্রম করতে হবে: প্রধান উপদেষ্টা
ইউরোপিয়ান ইউনিয়ন, ইতালিয়ান, নেদারল্যান্ডস দূতাবাসের প্রতিনিধিদের মধ্যে ইইউই অ্যাম্বাসেডর মাইকেল মিলার ও মিজ ক্যাটেরিনা মিলার, ইতালিয়ান নাগরিক আন্তেনিও আলেসান্দ্রো ও পাওলা বেনিফিওর এবং ডাচ আইনজীবী এন্ড্রে কার্স্টেন্স উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামে পাঁচ দিনের সরকারি সফরে বৃহস্পতিবার বান্দরবান এসে পৌঁছান।
এ সময় অন্যান্যের মধ্যে পার্বত্য উপদেষ্টার সহধর্মিণী নন্দিতা চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানসামা লুসাই, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্ম সচিব কঙ্কন চাকমা, বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) শুভাশিস চাকমা, বান্দরবান জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/সাইফ