দীর্ঘদিন নাটক, টেলিফিল্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাণ করে হাত পাকিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন আর এইচ সোহেল। তার প্রথম সিনেমার নাম ‘আউয়াল’। সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপও রচনা করেছেন এই পরিচালক।
স্বপ্নপূরণের যাত্রার কথা জানিয়ে আর এইচ সোহেল বলেন, “আমার বহুদিনের স্বপ্ন চলচ্চিত্র নির্মাণ করার। এজন্য ছোটপর্দার নির্মাণে যুক্ত থেকে ধীরে ধীরে নিজেকে তৈরি করেছি। এবার আমার স্বপ্নপূরণের পালা। দর্শকদের একটি পরিচ্ছন্ন চলচ্চিত্র উপহার দিতে চাই।”
তবে এখনো চুড়ান্ত হয়নি সিনেমাটির নায়ক-নায়িকা। চলচ্চিত্রের গানের প্রস্তুতি চলছে। এ সিনেমার গানগুলোতে কণ্ঠ দেবেন দুই বাংলার জনপ্রিয় শিল্পীরা। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু করবেন বলেও জানান এই নির্মাতা।
আরো পড়ুন:
আটচল্লিশে থেমে গেল নায়কের জীবন
ঈদে উত্তরায় স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১
গাইবান্ধার সাদুল্যাপুরে ট্রাক্টর ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। শনিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুসা মিয়া (২০)। তার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি পিকআপের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই পিকআপের যাত্রী মুসা মিয়া নিহত হন। আহত হন আরো চারজন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’
আরো পড়ুন:
খোলা ট্রাক-পিকআপে ছুটছে ঘরমুখো মানুষ
হাসপাতালে পৌঁছানো হলো না মা-ছেলের
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/মাসুম/রাজীব