চট্টগ্রামের সাতকানিয়ায় যুবকের পেট থেকে লুকিয়ে রাখা এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেরানিহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে ওই যুবককে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার পেটে ইয়াবা আছে বলে স্বীকার করেন।

এ ঘটনায় মো. জসিম উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাঞ্চরপাড়ার বাসিন্দা হোসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেরানিহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে এক যুবককে আটক করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তার পেটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো এক হাজার পিস ইয়াবা। এর পর থানা পুলিশ তাকে থানায় নিয়ে বিশেষ কৌশলে তার পেটের ভেতরে থাকে ইয়াবা বের করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

জাহেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার মো. জসিম উদ্দিন পেশাদার ইয়াবা কারবারী। কয়েকদিন আগে কারাগার থেকে মুক্তি পান তিনি। 
বের হয়ে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১

গাইবান্ধার সাদুল্যাপুরে ট্রাক্টর ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। শনিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মুসা মিয়া (২০)। তার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি পিকআপের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই পিকআপের যাত্রী মুসা মিয়া নিহত হন। আহত হন আরো চারজন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’

আরো পড়ুন:

খোলা ট্রাক-পিকআপে ছুটছে ঘরমুখো মানুষ

হাসপাতালে পৌঁছানো হলো না মা-ছেলের

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/মাসুম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ