চট্টগ্রামের সাতকানিয়ায় যুবকের পেট থেকে লুকিয়ে রাখা এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেরানিহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে ওই যুবককে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার পেটে ইয়াবা আছে বলে স্বীকার করেন।
এ ঘটনায় মো. জসিম উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাঞ্চরপাড়ার বাসিন্দা হোসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেরানিহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে এক যুবককে আটক করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তার পেটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো এক হাজার পিস ইয়াবা। এর পর থানা পুলিশ তাকে থানায় নিয়ে বিশেষ কৌশলে তার পেটের ভেতরে থাকে ইয়াবা বের করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
বের হয়ে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও
অবশেষে তাহলে রহস্য কাটল!
অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!
আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।
২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।
মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন