পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে এ আর মুরুগোদাস পরিচালিত ও সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগে ছবিটি ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন থেকে পেয়েছে ১৩‍+ সনদ। এ ছাড়া সিনেমা থেকে কিছু বিষয় কাটছাঁট করার পরামর্শও দিয়েছে বোর্ড।

‘সিকান্দার’ ছবিটি মুক্তি পাবে ৩০ মার্চ। ইতিমধ্যেই ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে দর্শকের মধ্যে। সার্টিফিকেশন বোর্ড ছবিতে কোনো কাট দেওয়া হয়নি, কিন্তু এর অর্থ এই নয় যে ছবিটি কোনো পরিবর্তন ছাড়াই মঞ্জুর হয়েছে। বোর্ড ছবির কিছু দৃশ্যে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে।

বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার যেখানে যেখানে ‘হোম মিনিস্টার’ শব্দটি ব্যবহার করা হয়েছে, সেখানে সার্টিফিকেশন বোর্ড ‘হোম’ শব্দটি মিউট করার নির্দেশ দিয়েছে।

‘সিকান্দার’ সিনেমায় রাশমিকা ও সালমান। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মাসদাইরে আনোয়ার প্রধানের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের উদ্যোগে জনতার মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বিকেলে শহরের মাসদাইরে নারায়ণগঞ্জ সদর থানা কৃষক দলের সদস্য সচিব মো. রানা মুন্সীর সার্বিক সহযোগিতায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।

সার্বিক তত্ত্বাবধানে সোহেল বেপারী, মিঠু আহমেদ, বাদশা, আল আমিন, মাসুদ, পারভেজ, বাবু, আলিফ, শহিদ প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ