হারের দায় নিয়ে দরিভাল বললেন, ‘হাল ছাড়ব না’
Published: 26th, March 2025 GMT
আর্জেন্টিনার বিপক্ষে ‘অসহায় আত্মসমর্পন’ করেছে ব্রাজিল। আর্জেন্টিনার মাঠে ৪-১ গোলে হেরেছে সেলেসাওরা। ৪১ বছর পর আর্জেন্টিনার বিপক্ষে এমন হারের স্বাদ পেল দরিভাল জুনিয়রের দল। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের সবচেয়ে বড় হারও এটি।
ম্যাচের পরে সংবাদ সম্মেলনে এসে অসহায় আত্মসমর্পন করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রও। জানিয়েছেন, ম্যাচের আগে যে পরিকল্পনা তিনি নিয়েছিলেন তা কাজে লাগেনি। প্রথম মিনিট থেকেই আর্জেন্টিনা তাদের চাপে রাখে। এই হারের দায় নিজের কাঁধে নিয়েছেন দরিভাল। তবে হাল ছাড়বেন না এই বার্তাও দিয়েছেন।
দরিভাল বলেন, ‘বড় হার। এটা স্বীকার করতেই হবে। কত বড় হার তাও আমি জানি। তবে আমার সন্দেহ নেই যে, আমরা একটা উপায় বের করতে পারবো। ফুটবলে আমার এতো বছরে, এতো অভিজ্ঞতার মধ্যে এটা সবচেয়ে কঠিন মুহূর্ত। তবে আমি হাল ছাড়ছি না। কারণ ক্লাব পর্যায়ে দারুণ অর্জন আছে আমার।’
হারের পূর্ণ দায় মাথায় নিয়ে দরিভাল জানিয়েছেন, এমন হারের পর ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে সমর্থন আশা করা বোকামি, ‘সব দায় আমার। ম্যাচ নিয়ে আমরা পরিকল্পনা করেছিলাম। কিন্তু প্রথম মিনিট থেকেই তা কাজে দেয়নি। প্রতি পর্যায়ে আর্জেন্টিনা এগিয়ে ছিল। আমি ব্রাজিলের ভক্তদের কাছে ক্ষমা প্রার্থী।’
দরিভাল জানিয়েছেন, ম্যাচের শুরুতে গোল খেয়ে যাওয়ায় তারা চাপে পড়ে যায়। নয়তো আর্জেন্টিনার চার মিডফিল্ডার সামলানোর সব পরিকল্পনা হাতে ছিল তার, ‘আমরা সবসময় প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ করি এবং সম্ভাব্য ম্যাচ পরিস্থিতি নিয়ে পরিকল্পনা করি। আর্জেন্টিনার চার মিডফিল্ডারকে মার্ক করার পরিকল্পনাও নেওয়া হয়েছিল। শুরুতে গোল খেয়ে আমরা চাপে পড়ে যাই। এমনকি ২-১ ব্যবধানের সময়ও আমরা ঠিক মতো প্রতিক্রিয়া দেখাতে পারিনি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র জ ল আর জ ন ট ন আর জ ন ট ন র দর ভ ল জ ন য়
এছাড়াও পড়ুন:
বিস্ফোরক ও হত্যা মামলায় আ.লীগের ৮ নেতা কারাগারে
দুটি বিস্ফোরক ও একটি হত্যা মামলায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের আট নেতা আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত মামলা পর্যালোচনা করে তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা আত্মসমর্পণ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর এই আদেশ দেন।
মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে আত্মসমর্পণকারীরা হলেন- সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ (৫০), ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফয়েজুল ইসলাম ফয়েজ (৪৫), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (৩৬), সিংগাইর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (২৩), বলধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েদুল মেম্বার (৪৫), প্রচার সম্পাদক মোসলেম উদ্দিন (৩৫), উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন (৪৯) ও আনোয়ার হোসেন (৪৪)।
কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের বলেন, “দুটি বিস্ফোরক ও একটি হত্যা মামলায় আসামিরা আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাদের কারা কারা পাঠানো হয়েছে।”
ঢাকা/চন্দন/এস