হারের দায় নিয়ে দরিভাল বললেন, ‘হাল ছাড়ব না’
Published: 26th, March 2025 GMT
আর্জেন্টিনার বিপক্ষে ‘অসহায় আত্মসমর্পন’ করেছে ব্রাজিল। আর্জেন্টিনার মাঠে ৪-১ গোলে হেরেছে সেলেসাওরা। ৪১ বছর পর আর্জেন্টিনার বিপক্ষে এমন হারের স্বাদ পেল দরিভাল জুনিয়রের দল। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের সবচেয়ে বড় হারও এটি।
ম্যাচের পরে সংবাদ সম্মেলনে এসে অসহায় আত্মসমর্পন করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রও। জানিয়েছেন, ম্যাচের আগে যে পরিকল্পনা তিনি নিয়েছিলেন তা কাজে লাগেনি। প্রথম মিনিট থেকেই আর্জেন্টিনা তাদের চাপে রাখে। এই হারের দায় নিজের কাঁধে নিয়েছেন দরিভাল। তবে হাল ছাড়বেন না এই বার্তাও দিয়েছেন।
দরিভাল বলেন, ‘বড় হার। এটা স্বীকার করতেই হবে। কত বড় হার তাও আমি জানি। তবে আমার সন্দেহ নেই যে, আমরা একটা উপায় বের করতে পারবো। ফুটবলে আমার এতো বছরে, এতো অভিজ্ঞতার মধ্যে এটা সবচেয়ে কঠিন মুহূর্ত। তবে আমি হাল ছাড়ছি না। কারণ ক্লাব পর্যায়ে দারুণ অর্জন আছে আমার।’
হারের পূর্ণ দায় মাথায় নিয়ে দরিভাল জানিয়েছেন, এমন হারের পর ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে সমর্থন আশা করা বোকামি, ‘সব দায় আমার। ম্যাচ নিয়ে আমরা পরিকল্পনা করেছিলাম। কিন্তু প্রথম মিনিট থেকেই তা কাজে দেয়নি। প্রতি পর্যায়ে আর্জেন্টিনা এগিয়ে ছিল। আমি ব্রাজিলের ভক্তদের কাছে ক্ষমা প্রার্থী।’
দরিভাল জানিয়েছেন, ম্যাচের শুরুতে গোল খেয়ে যাওয়ায় তারা চাপে পড়ে যায়। নয়তো আর্জেন্টিনার চার মিডফিল্ডার সামলানোর সব পরিকল্পনা হাতে ছিল তার, ‘আমরা সবসময় প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ করি এবং সম্ভাব্য ম্যাচ পরিস্থিতি নিয়ে পরিকল্পনা করি। আর্জেন্টিনার চার মিডফিল্ডারকে মার্ক করার পরিকল্পনাও নেওয়া হয়েছিল। শুরুতে গোল খেয়ে আমরা চাপে পড়ে যাই। এমনকি ২-১ ব্যবধানের সময়ও আমরা ঠিক মতো প্রতিক্রিয়া দেখাতে পারিনি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র জ ল আর জ ন ট ন আর জ ন ট ন র দর ভ ল জ ন য়
এছাড়াও পড়ুন:
ধোনিদের অসহায় আত্মসমর্পণে ফ্লপ ‘শুক্রবার রাতের ব্লকবাস্টার’
‘শুক্রবার রাতের ব্লকবাস্টার’-ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের সরাসরি ধারাবিবরণীর শিরোনাম দিয়েছিল এটাই। কিন্তু চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সেই ব্লকবাস্টার ‘বক্স অফিস’ কাঁপাতে পারেনি। ব্যাট-বলে বেঙ্গালুরুর কাছে চেন্নাইয়ের অসহায় আত্মসমর্পণে পুরোপুরি ফ্লপ গেছে শুক্রবার রাতের ব্লকবাস্টার!
টসে হেরে ব্যাটিংয়ে নেমে বেঙ্গালুরু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েও শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১৯৬ রান। এই রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া চেন্নাই শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে তুলতে পেরেছে ১৪৬ রান। রুতুরাজ গায়কোয়াড়-মহেন্দ্র সিং ধোনির দল হেরেছে ৫০ রানের ব্যবধানে। বেঙ্গালুরুর এটা টানা দুই ম্যাচে দ্বিতীয় জয়।
দশে মিলে করি রান-চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ইনিংসটা এগিয়েছে এই রীতি মেনে! সব মিলিয়ে ৯ জন ব্যাটসম্যান ব্যাটিং করেছেন। এর মধ্যে দুজন কোনো রান করেননি। ক্রুনাল পান্ডিয়া ৩ বল খেলে আউট হয়েছেন শূন্য রানে। আর ভুবনেশ্বর কুমার ২ বল খেলে কোনো রান না করে ছিলেন অপরাজিত।
ফিফটির পর বেঙ্গালুরুর রজত পাতিদার