সেইফার্ট ঝড়ে মাত্র ৬০ বলে পাকিস্তানকে হারাল নিউ জিল্যান্ড
Published: 26th, March 2025 GMT
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটায়ও বড় ব্যবধানে হার মানল পাকিস্তান। আজ বুধবার (২৬ মার্চ) দুপুরে ওয়েলিংটনে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ১২৮ রান তোলে। জবাব দিতে নেমে টিম সেইফার্ট ঝড়ে মাত্র ৬০ বলে ২ উইকেট হারিয়ে ১৩১ রান করে জয় নিশ্চিত করে নিউ জিল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিলো কিউইরা।
মামুলি টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেন সেইফার্ট ও ফিন অ্যালেন। পাওয়ার প্লে’তেই তারা দুজন তুলে ফেলেন বিনা উইকেটে ৯২ রান। এ সময় মাত্র ২৩ বলে ৫টি চার ও ৫ ছক্কায় ফিফটি পূর্ণ করেন সেইফার্ট।
দলীয় ৯৩ রানের মাথায় অ্যালেন ফিরেন সুফিয়ান মুকিমের বলে বোল্ড হয়ে। মাত্র ১২ বলে ৫টি চার ও ১ ছক্কায় ২৭ রান করে যান তিনি। অ্যালেন বিদায় নিলেও থামেনি সেইফার্ট ঝড়। তার ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৮ ওভারেই ১০০ রান পেরিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। ১০৩ রানের মাথায় ওয়ান ডাউনে নামা মার্ক চ্যাপম্যানকেও ফেরান মুকিম। ৭ বল খেলে ৩ রান করে যান তিনি।
আরো পড়ুন:
‘বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিতে’ ২০২৭ পর্যন্ত দায়িত্বে সিমন্স
পরিবারের ইচ্ছায় ঢাকায় তামিমকে স্থানান্তর
এরপর দশম ওভারে গিয়ে আর কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। সেইফার্ট মাত্র ৩৮ বল খেলে ৬টি চার ও ১০ ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন। মাত্র ৩ রানের জন্য তিনি মিস করেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
তার আগে বল হাতে পাকিস্তানকে দিশেহারা করেন জিমি নিশাম। তিনি ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৫টি উইকেট নেন। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফাইফার। জ্যাকব ডাফি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন বেন সিয়ার্স ও ইশ সোধি।
নিউ জিল্যান্ডের বোলিং তোপে পাকিস্তানের ব্যাটসম্যানদের মাত্র দুইজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে অধিনায়ক সালমান আলী আগা ৩৯ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৫১ রান করেন। আর শাদাব খান ২০ বলে ৫ চারে করেন ২৮ রান। অতিরিক্ত খাত থেকে আসে ১৩টি রান।
এছাড়া হাসান নাওয়াজ ০, ওমাইর ইউসুফ ৭, উসমান খান ৭, আব্দুল সামাদ ৪, জাহানদাদ খান ১, হারিস রউফ ৬*, সুফিয়ান মুকিম ০ ও মোহাম্মদ আলী করেন ০ রান।
মাত্র ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নিশাম। আর মোট ২৪৯ রান করে সিরিজ সেরা হন সেইফার্ট।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উইক ট ন র ন কর
এছাড়াও পড়ুন:
১০ টাকার ঈদবাজারে ৪০০ পরিবারের মুখে হাসি
কিশোরগঞ্জে মাত্র ১০ টাকায় বাজারে মিলছে এক লিটার সোয়াবিন তেল, এক কেজি পোলাও চাল, এক কেজি চিনি, এক কেজি পিঁয়াজ, এক কেজি আলু, এক হালি ডিম কিংবা ভালো মানের সেমাই।
ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ব্যতিক্রমী এমন দৃশ্য চোখে পড়ে।
উপজেলা সদরের আনন্দ বাজারে টেবিলের ওপর থরে থরে সাজানো নানা সামগ্রী। এসব কেনার জন্য বিকেল থেকে ক্রেতাদের লম্বা লাইন। হাতের টোকেন দেখিয়ে আনন্দ বাজার থেকে ১০ টাকায় প্রতিটি পণ্য কিনে নিচ্ছে ক্রেতারা। ৭০ টাকায় ব্যাগভর্তি বাজার নিয়ে বাড়িতে ফিরছেন।
আরো পড়ুন:
খোলা ট্রাক-পিকআপে ছুটছে ঘরমুখো মানুষ
রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দরিদ্র মানুষের জন্য নামমাত্র দামে এমন বাজারের আয়োজন করে ‘করিমগঞ্জ মানবিক সংগঠন’। তারা প্রতিটি আইটেম ১০ টাকা করে ৭০ টাকায় কিনতে পারছেন পোলাও চাল, চিনি, সেমাই, তেল, পেঁয়াজ, আলুসহ ৭টি পণ্য। যা বাজার থেকে কিনতে গুনতে হতো অন্তত ৬০০ টাকা। আর হাতের কাছে এমন সুযোগ পেয়ে খুশি সাধারণ মানুষ।
ঈদ বাজারে আসা ষাটোর্ধ্ব রমজান মিয়া জানান, এমন ব্যতিক্রম উদ্যোগে ঈদবাজার তারা আর কখনো দেখেননি। ঈদের আগে ৬০০ টাকার পণ্য নামমাত্র মূল্যে কিনতে পেরে তারা অনেক খুশি।
১০ টাকার ঈদবাজারের আয়োজক ইয়াসিন আরাফাত জানান, পকেটের খরচ বাঁচিয়ে এবং বন্ধু-বান্ধবসহ স্বচ্ছল ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা নিয়ে গত ৭ বছর ধরে ঈদের সময় এমন মানবিক বাজার বসাচ্ছেন তারা। এলাকার দরিদ্র মানুষ চিহ্নিত করে আগে বাড়িতে গিয়ে তাদের হাতে টোকেন তুলে দেন সংগঠনের কর্মীরা। ওই টোকেন নিয়ে মানবিক বাজার থেকে নামমাত্র দামে ঈদসামগ্রী কেনার সুযোগ পান দরিদ্র মানুষ।
এবার ১০ টাকায় ঈদবাজার কেনার সুযোগ পান ৪০০ মানুষ। আগামী ঈদে এক হাজার মানুষ এমন সুযোগ পাবেন বলে জানান আয়োজকরা।
ঢাকা/রুমন/বকুল