নওয়াজের ডাকের হ্যাটট্রিক, শেষ ম্যাচেও হারল পাকিস্তান
Published: 26th, March 2025 GMT
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ১০৬ রান করেছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ নওয়াজ। এর মধ্যে এক ম্যাচেই ১০৫ রানের ইনিংস খেলেন তিনি। ওই ম্যাচে জয় পায় সফরকারীররা। বাকি চার ম্যাচের তিনটিতে শূন্য করেছেন তিনি।
ওয়েলিংটনে সিরিজের শেষ টি-২০ ম্যাচে ৮ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। এই ম্যাচে শুরুতে ব্যাট করে পাকিস্তান ৯ উইকেটে ১২৮ রান তোলে।
ওপেনার নওয়াজ ৩ বলের মুখোমুখি হয়ে শূন্য করে ফিরে যান। চারে নেমে অধিনায়ক সালমান আঘা ৩৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন। তিনি ছয়টি চার ও একটি ছক্কা মারেন। শাদাব খান ২৮ রানের ইনিংস খেলেন।
জবাবে নিউজিল্যান্ড ১০ ওভারে জয় তুলে নেয়। ওপেনার টিম শেইফার্ট ৩৮ বলে ৯৭ রানের হার না মানা ইনিংস খেলেন। ১০টি চারের সঙ্গে ছয়টি চার মারেন তিনি। ফিন অ্যালেন ২৭ রান যোগ করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প ক স ত ন ক র ক ট দল
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও কার্তুজ উদ্ধার
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে- কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধার নেতৃত্বে সঙ্গীয় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে স্থানীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি এলজি (বন্দুক) ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে এবং পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।