আরেকবার ব্যাটিং ব্যর্থতা, আরেকবার বড় ব্যবধানে হার—তৃতীয় ম্যাচটি বাদ দিলে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজের গল্প তো এটাই। আজ ওয়েলিংটনে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও লেখা হলো সেই গল্পই।

ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের ৯১ রান নিউজিল্যান্ড পেরিয়েছিল ৫৯ বল হাতে রেখে। সেটি ছিল এই সংস্করণে অব্যবহৃত বলের হিসেবে পাকিস্তানের সবচেয়ে বড় হার। আজ শেষ ম্যাচে ভেঙে গেল সেই রেকর্ড। এবার নিউজিল্যান্ড জিতেছে ৬০ বল হাতে রেখে!

ব্যাট হাতে আরেকবার ব্যর্থ পাকিস্তান এবার করে ৯ উইকেটে ১২৮ রান। টিম সাইফার্টের তাণ্ডবে স্কোরটা ঠিক ১০ ওভারেই ৮ উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে নিউজিল্যান্ড। তাতে পাঁচ ম্যাচের সিরিজটা ৪-১ ব্যবধানে জিতে নিল কিউইরা।

রান তাড়ায় নিউজিল্যান্ডের আক্ষেপ হতে পারে একটাই, সাইফার্টের সেঞ্চুরি না পাওয়া। ৬ চার ও ১০ ছক্কায় ৩৮ বলে ৯৭ রান করে অপরাজিত ছিলেন কিউই ওপেনার। ১০ ছক্কার শেষ তিনটি সাইফার্ট মেরেছেন শাদাব খানের করা দশম ওভারের শেষ তিন বলে। ওই ওভারের প্রথম বলেও একটি ছক্কা মেরেছিলেন সাইফার্ট। সাইফার্ট এর আগে জাহানদাদ খানের করা ষষ্ঠ ওভারেই মারেন ৩টি ছক্কা। ২৩ বল ফিফটি ছোঁয়া সাইফার্টের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ ইনিংস।

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথমবার ৫ উইকেট পেয়েছেন জিম নিশাম.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে মহিলাসহ গ্রেপ্তার ২

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত মহিলা পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

ধৃতরা হলো বন্দর থানার চৌরাপাড়া এলাকার নূর হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাওন (৩০) ও বন্দর উপজেলার কুশিয়ারা টিনের মসজিদ এলাকার গোলজার হোসেন মিয়ার স্ত্রী জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নাজমা বেগম (৪৫)। 
 

সম্পর্কিত নিবন্ধ