বিএনপির দু’পক্ষের সংঘাতের আশঙ্কা, শহীদ মিনার এলাকায় ১৪৪ ধারা জারি
Published: 26th, March 2025 GMT
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা শহীদ মিনার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শহীদ মিনার এলাকার ৫০০ গজের মধ্যে জরুরি অবস্থা জারি থাকবে।
আইনশৃঙ্খলা বাহিনীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে বুধবার ভোর ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিটের নবগঠিত কমিটির পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গত ২৪ মার্চ থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে যেকোনো সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত অভিযোগ করেছেন। সেই প্রেক্ষিতে জানমালের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা প্রশাসন চত্বর ও আশপাশের মধ্যে ৫০০ গজ এলাকায় ২৬ মার্চ সকাল ৮টা থেকে ২৭ মার্চ সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এ সময় সব ধরনের সভা, সমাবেশ, গণ-জমায়েত, বিক্ষোভ, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহনসহ পাঁচজনের অধিক ব্যক্তি একত্রে চলাচলে বা অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে মিরসরাই উপজেলা বিএনপির নেতাকর্মীরা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও আরেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপে বিভক্ত। দলীয় গ্রুপিং নিরসনে ২০২২ সালের ৩১ মার্চ নুরুল আমিনের পক্ষ থেকে শাহেদুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক ও নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপ থেকে গাজী নিজাম উদ্দিনকে সদস্যসচিব করে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। একইসঙ্গে দুই গ্রুপের সমন্বয়ে মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা কমিটিও ঘোষণা করা হয়।
গত গত ১২ মার্চ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খানের উপস্থিতিতে বিভাগীয় পুনর্গঠন কমিটির এক সভায় মিরসরাই উপজেলার তিনটি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। গত সোমবার (২৪ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আব্দুল আউয়াল চৌধুরীকে আহ্বায়ক ও আজিজুল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব করে ৮৩ সদস্যের উপজেলা কমিটি, মাঈনুদ্দীন চৌধুরী লিটনকে আহ্বায়ক ও জসীম উদ্দিনকে সদস্যসচিব করে বারইয়ারহাট পৌরসভা ও জামশেদ আলম কমিশনারকে আহ্বায়ক ও কামরুল হাছান লিটনকে সদস্যসচিব করে মিরসরাই পৌরসভা বিএনপির কমিটির ঘোষণা দেয়া হয়।
কমিটিতে স্থান পাওয়া নেতাদের দুয়েকজন ছাড়া সবাই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহেদুল ইসলাম চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিত। ওই কমিটির ঘোষণা পরপরই উপজেলার বিভিন্ন ইউনিয়নে নুরুল আমিন চেয়ারম্যান সমর্থিত নেতাকর্মীরা ঘোষিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। এ সময় কয়েক জায়গায় ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। নতুন কমিটি বাতিল করা না হলে তাদের মিরসরাইয়ে প্রতিহতের ঘোষণা দেয় নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থিত নেতাকর্মীরা। ফলে মিরসরাইয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষসহ বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, ঘোষিত কমিটি জাতীয়তাবাদী দলের কমিটি। একপেশে কোনো কমিটি হয় না। যারা আজ ক্ষুব্ধ তারা দলীয় পদ-পদবী ব্যবহার করে সন্ত্রাস-চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছে। যা দলীয় উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ অবগত।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার বলেন, আমাদের দলের নতুন কমিটি ঘোষণা করলে কেউ কেউ অসন্তুষ্ট হতে পারে, এটা স্বাভাবিক। আগের কমিটি দায়িত্ব পালনে কিছুটা ব্যর্থ হওয়ায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় পুনর্গঠন কমিটির পরামর্শে সে কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছি। নতুন কমিটিতে অতীতের অভিজ্ঞতা ও ত্যাগের বিষয়টি বিবেচনা করে পদ দেওয়া হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ১৪৪ ধ র জ র ১৪৪ ধ র ম রসর ই ব এনপ দ ই গ র প র স ঘর ষ ন ত কর ম ই উপজ ল ম রসর ই ব এনপ র ন কম ট র কম ট কম ট র সদস য
এছাড়াও পড়ুন:
ইমোতে প্রেম: চট্টগ্রামে তরুণী খুন, প্রেমিক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া এক সন্তানের জননী টুম্পা আক্তারের সাথে ইমো অ্যাপে প্রেম গড়ে ওঠে চট্টগ্রামে বসবাসকারী বেকার ইব্রাহিম হাওলাদারের। এই প্রেমের সূত্র ধরেই ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে চলে যান টুম্পা। বিয়ে না করে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন নগরীর বন্দর থানার কলসিদীঘি এলাকায়।
তবে সুখের হয়নি সে জীবন। অন্য পুরুষের সাথে টুম্পার সম্পর্ক থাকতে পারে। সবসময় এমন সন্দেহ করতেন ইব্রাহিম। সেই সন্দেহ থেকেই একদিন টুম্পার গলায় রশি পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে ইব্রাহিম।
সম্পুর্ণ ক্লু লেস এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে ঘাতক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।
শনিবার (২৯ মার্চ) দুপুরে নগর পুলিশের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন উপ-কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান।
মাহবুব আলম খান জানান, গত ২৬ মার্চ সন্ধ্যায় বন্দর থানার ওয়াসিম চৌধুরী পাড়া পেলাগাজীর বাড়ি আলী সওদাগরের বিল্ডিংয়ের নিচ তলার একটি বাসা থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। এরপরই ঘটনার ছায়াতদন্ত শুরু করে পুলিশের গোয়েন্দা বিভাগ। বাড়ির মালিকের কাছে ভাড়াটিয়ার তথ্য না থাকায় তাৎক্ষণিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে একই এলাকার একটি দোকানের ক্যাশমেমো থেকে পাওয়া নম্বর ধরেই এগোয় তদন্ত। এরপরই শনাক্ত হয় ইব্রাহিম; যিনি চট্টগ্রাম থেকে বাগেরহাট যাচ্ছিলেন।
পুলিশ জানায়, ইব্রাহিমকে রাজধানীর পোস্তগোলা ব্রিজ এলাকায় বাসের ভেতর থেকে গোয়েন্দা পুলিশ আটক করতে সক্ষম হয়। তারপর তাকে জিজ্ঞাসাবাদে উদঘাটিত হয় খুনের রহস্য।
পুলিশ জানায়, ইমোতে প্রেমে সম্পর্কের সূত্র ধরে টুম্পা ও ইব্রাহীম বিয়ে ছাড়াই স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে সংসার করছিলেন। ভিকটিম টুম্পা আক্তার একজন গার্মেন্টসকর্মী। তার পরিচয় মূলত ইব্রাহিমকে গ্রেপ্তারের পরই জানতে পারি। তারা বন্দর এলাকার ওই বাসায় লিভ টুগেদার করত। কাগজে-কলমে তাদের বিয়ে হয়নি। দুজন ব্যক্তিকে স্বাক্ষী রেখে তাদের মুখে মুখে বিয়ে হয়।
টুম্পা আক্তার যখন কর্মস্থলে যেতেন ইব্রাহিম মোবাইল নিয়ে যেতে দিতেন না। মোবাইল বাসায় রেখে যেতেন। বাসায় রাখার পর অনেকসময় তার ফোনে পুরুষ কণ্ঠে কল আসত। ইব্রাহিমের সন্দেহ হয় তার কথিত স্ত্রীর আরও কয়েকজনের সাথে সম্পর্ক থাকতে পারে। এই সন্দেহের জেরে তাদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়।
ঘটনার দিন এই বিষয় নিয়েই তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে ইব্রাহিমের মাথার কাছে একটি শেলফে থাকা রশি দিয়ে টুম্পার গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ওই সময় টুম্পার বাচ্চাটি পাশের রুমে ঘুমাচ্ছিল। কিছুক্ষণ পর বাচ্চাটি ঘুম থেকে উঠলে তাকে একজন মহিলার কাছে দিয়ে ইব্রাহিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ হতাকাণ্ডের ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা/রেজাউল/এস