ভালো সংস্কার করে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

তিনি বলেন, ‍“ভালো সংস্কার করে নির্বাচন ডিসেম্বরে কেনো তার আগেই বাংলাদেশে সম্ভব বলে আমরা মনে করি।”

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

স্মৃতিসৌধে লাল পতাকা হাতে আ.

লীগের পক্ষে মিছিল, আটক ৩

মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্বের লড়াই চলমান: বজলুর রশীদ

রুহিন হোসেন প্রিন্স বলেন, “আমরা বলেছি, নির্বাচন ব্যবস্থা ভালো করার জন্য অবশ্যই সংস্কার করতে হবে। আমরা মনে করি, এতদিন সময় গেলো, এটা কালক্ষেপণ হলো। যাদের দায়িত্ব (নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন) দেওয়া হয়েছে, তাদের যদি বলা হতো, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভালো নির্বাচন কীভাবে করা যাবে আলোচনা করতে, তাহলে তারা বিষয়টি উত্থাপন করতো।” 

তিনি বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলছি, আগামীকাল থেকে ওই টিম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করুক, যে নির্বাচন ব্যবস্থা কি করে সংস্কার করে ভালো নির্বাচন করা যায়, দুই মাসও সময় লাগবে না। অতএব ভালো সংস্কার করে নির্বাচন ডিসেম্বরে কেনো তার আগেই বাংলাদেশে সম্ভব বলে আমরা মনে করি।”

এ সময় তার সঙ্গে সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সিপিবি নেতা সাজ্জাদ জহির চন্দনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/সাব্বির/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স স ক র কর ড স ম বর

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে মহিলাসহ গ্রেপ্তার ২

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত মহিলা পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

ধৃতরা হলো বন্দর থানার চৌরাপাড়া এলাকার নূর হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাওন (৩০) ও বন্দর উপজেলার কুশিয়ারা টিনের মসজিদ এলাকার গোলজার হোসেন মিয়ার স্ত্রী জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নাজমা বেগম (৪৫)। 
 

সম্পর্কিত নিবন্ধ