টমটমে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল তাবলিগ জামাতের দুই সদস্যের
Published: 26th, March 2025 GMT
হবিগঞ্জের বাহুবলে ট্রাকের ধাক্কায় তাবলিগ জামাতের দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে আদিত্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো.
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম। তিনি বলেন, আজ সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী একটি ট্রাক টমটমে পেছন থেকে ধাক্কা দেয়। এতে টমটম দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল আধাঘণ্টা বন্ধ হয়ে যায়। আর আহত টাঙ্গাইল জেলার আল-মামুন (৬৫) ও টমটমচালক উপজেলার মানিকা বাজার এলাকার বাচ্চু মিয়াকে (৩০) উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা।
উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত দ ই ত বল গ জ ম ত উপজ ল র
এছাড়াও পড়ুন:
মাসদাইরে মহানগর বিএনপির ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনতার মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শনিবার (২৯ মার্চ) বিকেলে শহরের মাসদাইরে নারায়ণগঞ্জ সদর থানা কৃষক দলের সদস্য সচিব মো. রানা মুন্সীর সার্বিক সহযোগিতায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।
সার্বিক তত্ত্বাবধানে সোহেল বেপারী, মিঠু আহমেদ, বাদশা, আল আমিন, মাসুদ, পারভেজ, বাবু, আলিফ, শহিদ প্রমুখ।