সিডনির বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নেওয়া হলো বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি
Published: 26th, March 2025 GMT
অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি সরিয়ে নেওয়া হয়েছে। ২০ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত বাস্তবায়ন করে।
২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের আন্তর্জাতিক সমুদ্রশাসন কেন্দ্রের সামনে এ মূর্তিটি স্থাপন করা হয়েছিল। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে অস্ট্রেলিয়ার একটি প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মূর্তি স্থাপনকে তখন ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হয়েছিল।
প্রথম থেকেই আবক্ষ মূর্তি স্থাপনে বিরোধিতা করে আসছিলেন সিডনি থেকে প্রকাশিত সংবাদপত্র ‘সুপ্রভাত সিডনি’র সম্পাদক আবদুল্লাহ ইউসুফ। তিনি বলেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক গণ–অভ্যুত্থানের পর আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আবার যোগাযোগ করি। তারা মূর্তিটি স্থায়ীভাবে সরিয়ে নিয়েছে বলে আমাদের নিশ্চিত করেছে।’
অন্যদিকে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ও ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পিএইচডির শিক্ষার্থী সিরাজুল হক বলেন, ‘এটি শুধু স্থানান্তরের জন্য সরানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ই–মেইলে আমাকে এ তথ্য জানিয়েছে।’
আবক্ষ মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিজের জন্য কিছুই কেনেননি সুনেরা
বড় হয়ে যাওয়ায় ঈদটা এখন আর আগের মতো নেই। তবে এখনো আগের মতোই শৈশবের ঈদকে ফিরে পেতে চান অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। কিন্তু বাস্তবতা সেই অবসর দেয় না। ২৬ মার্চ পর্যন্ত টানা ব্যস্ততা ছিল ঈদুল আজহার একটি সিনেমার শুটিং ঘিরে। শুটিং শেষে এখন সুনেরা ব্যস্ত ঈদুল ফিতরের সিনেমা ‘দাগি’ নিয়ে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। এর মধ্যেই ঈদের কেনাকাটা, ঈদ সালামিসহ নানা প্রসঙ্গে কথা বললেন এই অভিনেত্রী।
সুনেরা বিনতে কামাল জানালেন, কাজের ভারে ক্লান্ত। ঠিকমতো নাকি ঘুমও হচ্ছে না। অথচ কয়েক বছর আগেও এই সময়ে ব্যস্ত থাকতেন ঈদের কেনাকাটা নিয়ে, বাড়তি কোনো চিন্তা ছিল না।। ঈদ ঘিরেই থাকত পুরো পরিকল্পনা।
সুনেরা বিনতে কামাল। ছবি: শিল্পীর সৌজন্যে