গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘আমরা বারবার বলছি, সংস্কারের অনেকগুলো জায়গা আছে। কিছু নির্বাচনের আগেই নির্বাহী আদেশে সংস্কার করা সম্ভব। আবার অনেকগুলো সংস্কারের প্রশ্নে যেগুলো মৌলিক কাঠামোগত, এগুলো আসলে নির্বাচিত জনপ্রতিনিধিদের করতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংবিধান পরিবর্তন করা আসলে কঠিন।’

আজ বুধবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘আমরা বারবার বলছি, সংস্কারের ক্ষেত্রে যেভাবে ইতিমধ্যে ঐকমত্য কমিশন উদ্যোগ নিয়েছে, এ কাজ তাদেরই ছিল। তাদের উদ্যোগে সব রাজনৈতিক দলগুলো একমত হবে। সর্বসম্মত জায়গায় দাঁড়াবে। সেটি আমাদের জাতীয় সনদ আকারে সামনে আসবে। সেই পরিবর্তনগুলো আসবে। আর যেসব জায়গায় অনৈক্য আছে, দ্বিমত আছে, সেই সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো অধিকতর জনমত গঠন করবে। জনগণের সমর্থনের ওপর বিষয়টি নির্ভরশীল।’

সংস্কারের জন্য যথেষ্ট সময় আছে বলে মনে করেন জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘সংস্কার যেহেতু আমাদের লক্ষ্য হিসেবে স্থির হয়েছে। আগামী সংসদটা হবে সংস্কার পরিষদ, যেখানে সংস্কারটা হবে জনগণের ম্যান্ডেট নিয়ে। ফলে আদালত এটাকে সংশোধনী আকারে সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটির দিকে তাকাবে না। আদালত এই সংস্কারকৃত সংবিধানকে সুরক্ষা দেবে। সেটা খুব গুরুত্বপূর্ণ, ফলে জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কারকাজটির সম্পন্ন করতে হবে। যে সময় আছে, এ সময়ের মধ্যে ঐকমত্য তৈরি হওয়া সম্ভব।’

জোনায়েদ সাকি আরও বলেন, ‘স্বাধীনতা দিবস এবার আরও অনেক গভীর তাৎপর্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। বিশেষভাবে চব্বিশের জুলাই আগস্টের যে গণ–অভ্যুত্থান, সেটা বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের স্বপ্ন তৈরি হয়েছিল। বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন তৈরি হয়েছিল, সেটিকে আবার নতুন করে সামনে নিয়ে এসেছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জনগণ র

এছাড়াও পড়ুন:

চীনকে ভালো বন্ধু হিসেবে পেতে চাই: প্রেস সচিব

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার বিকেলে চার দিনের সফরে চীনে পৌঁছেছেন। হাইনান প্রদেশের ছিয়োংহাই বোআও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে তাকে স্বাগত জানান হাইনানের ভাইস গভর্নর এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। 

এদিকে দেশটির গণমাধ্যম সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। 

দক্ষিণ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিতব্য বোআও ফোরাম ফর এশিয়া-২০২৫ বার্ষিক সম্মেলনের আগে এই মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উচ্চপর্যায়ের এই সম্মেলন চলবে।

সাক্ষাৎকারে ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, নিঃসন্দেহে আমাদের অবস্থান হলো চীনের সঙ্গে সম্পর্ক আরো গভীর করা। আমরা চীনকে ভালো বন্ধু হিসেবে দেখতে চাই, যাতে বিদ্যমান সব ক্ষেত্রে আমাদের সম্পর্ক আরো বিস্তৃত হয়।’

তিনি বলেন, চীনা বিনিয়োগ আকর্ষণ, জনগণের মধ্যে বিনিময় বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ।

‘‘আমরা চাই বাংলাদেশে আরো বেশি চীনা বিনিয়োগ আসুক, আরো বেশি সহযোগিতা হোক এবং জনগণের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হোক। চীন একটি সুপারপাওয়ারের মতো জেগে উঠেছে। এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি-সমৃদ্ধ দেশ। আমরা অবশ্যই এসব ক্ষেত্রে সম্পর্ক আরো শক্তিশালী করতে চাই’’- যোগ করেন শফিকুল আলম।

ঢাকা/হাসান/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • পুলিশ সংস্কার কি আদৌ হবে, কতটুকু হবে
  • নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার, বললেন রিজভী
  • ইউক্রেনে জাতিসংঘের নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব পুতিনের
  • নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আন্দোলন হয়েছে: রিজভী
  • বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার মালদ্বীপের
  • রাজনীতির ‘নতুন বন্দোবস্ত’ দেখতে কেমন?
  • সিদ্ধিরগঞ্জে মুক্তিযুদ্ধ প্রজন্মদলের দোয়া ও ইফতার মাহফিল
  • সংস্কার ও নির্বাচন দুটিই যখন প্রয়োজন
  • চীনকে ভালো বন্ধু হিসেবে পেতে চাই: প্রেস সচিব