কানাডার ২০২২ সালের নির্বাচনে কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোইলিভরেয় পক্ষে ভারতের হস্তক্ষেপের অভিযোগ করা হয়েছে।

গ্লোব অ্যান্ড মেইল সংবাদপত্রের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় এজেন্টরা পোইলিভরের পক্ষে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মধ্যে তহবিল সংগ্রহ এবং সংগঠনে জড়িত ছিল।

তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে, পোইলিভরে বা তার দল এ বিষয়ে অবগত ছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। খবর: বিবিসি

২৮শে এপ্রিল অনুষ্ঠেয় কানাডার সাধারণ নির্বাচনের প্রচারের মধ্যে এই অভিযোগ উঠেছে, যা দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

কানাডিয়ান গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, তারা ভারতের কথিত হস্তক্ষেপের বিষয়ে পোইলিভরের সঙ্গে আলোচনা করতে পারেননি, কারণ তিনি প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র পাননি। পোইলিভরে কানাডার একমাত্র ফেডারেল পার্টির নেতা, যিনি প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নিরাপত্তা ছাড়পত্র নিতে অস্বীকৃতি জানিয়েছেন। খবর: বিবিসির

মঙ্গলবার তিনি তার এই সিদ্ধান্তের ব্যাখ্যায় বলেন, এই প্রক্রিয়াটি রাজনীতিকীকরণ করা হয়েছে এবং এটি তার স্বাধীন মত প্রকাশের উপর সীমাবদ্ধতা আরোপ করবে।

তিনি বলেন, আমি এমন কোনো গোপনীয়তার শপথ গ্রহণ করব না, যা লিবারেল সরকার আমার ওপর চাপিয়ে দিতে চায়। তারা চায় না আমি এই বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে কথা বলি।

কানাডার রাজনীতিতে বিদেশী হস্তক্ষেপের অভিযোগ নতুন নয়। অতীতেও চীন এবং ভারতের বিরুদ্ধে দেশটির নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে, যা ভারত সরকার বরাবরই অস্বীকার করে আসছে।

গ্লোব অ্যান্ড মেইল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হস্তক্ষেপের প্রচেষ্টা শুধুমাত্র কনজারভেটিভ পার্টির মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি ছিল কানাডার সকল রাজনৈতিক দলের নেতাদের প্রভাবিত করার একটি বৃহত্তর কৌশলের অংশ।

লিবারেল নেতা মার্ক কার্নি অভিযোগের প্রেক্ষিতে কনজারভেটিভ নেতা পোইলিভরের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, একজন বিরোধীদলীয় নেতা দিনের পর দিন নিরাপত্তা ছাড়পত্র নিতে অস্বীকৃতি জানানো সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন।

অন্যদিকে, পোইলিভরে তার অবস্থানে অনড় রয়েছেন এবং বলেছেন যে তিনি জনগণের স্বার্থে স্বাধীনভাবে কথা বলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

কানাডায় বিদেশী হস্তক্ষেপের অভিযোগ তদন্তে গত বছর একটি পাবলিক ইনকোয়ারি পরিচালিত হয়েছিল। চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, চীন এবং ভারত উভয়ই কানাডার পূর্ববর্তী দুটি নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল। যদিও এই প্রচেষ্টাগুলি "বিপদজনক" ছিল, তবে সেগুলোর প্রভাব "ন্যূনতম" ছিল বলে উল্লেখ করা হয়।

তবে প্রতিবেদনটি সতর্ক করে জানিয়েছে, ভুল তথ্য এবং বৈদেশিক প্রভাব দেশের গণতন্ত্রের জন্য অস্তিত্বগত হুমকি তৈরি করতে পারে।

কানাডার নির্বাচনী অখণ্ডতা টাস্ক ফোর্স জানিয়েছে, চলমান নির্বাচনী প্রচারণায় চীন, রাশিয়া এবং ভারতের পক্ষ থেকে হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে। ফোর্সের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশী এজেন্টরা কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রক্সি এবং অনলাইন বিভ্রান্তিমূলক তথ্যের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে।

সরকারের পক্ষ থেকে নাগরিকদের বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে এবং এমন পরিস্থিতিতে সক্রিয় প্রতিক্রিয়া দেখানো হবে বলে জানানো হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন ত

এছাড়াও পড়ুন:

তিন শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রস্তাব খারিজ করে দিয়েছে হামাস। তারা বরং পাল্টা একটি চুক্তির প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী, ইসরায়েল যদি গাজায় না যুদ্ধ করে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দেয়, তাহলে গাজায় বন্দী জিম্মিদের ফেরত দেবে তারা। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তার নাম খলিল আল–হায়া। তিনি গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। টেলিভিশনের সম্প্রচার করা বক্তব্যে আল–হায়া বলেন, ইসরায়েল যে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব দিয়েছে, তার সঙ্গে একমত নয় হামাস। কারণ, গত মাসে গাজায় নতুন করে যে ভয়াবহ হামলা শুরু হয়েছে, এই চুক্তির মাধ্যমে তা থামানোর প্রক্রিয়া আরও বিলম্বিত করবে ইসরায়েল।

নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সরকার আংশিক চুক্তিকে ব্যবহার করতে চাচ্ছেন বলে উল্লেখ করেন হামাসের এই নেতা। তিনি বলেন, ‘ওই চুক্তির ভিত্তিই হলো (ফিলিস্তিনিদের) ধ্বংস ও অনাহারে রাখার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া। এমনকি সব জিম্মির জীবনের বিনিময়ে হলেও তারা তা করতে চায়।’

ইসরায়েল সরকারের হিসাবে, গাজায় এখনো ৫৯ জন জিম্মি হামাসের হাতে বন্দী রয়েছেন। তাঁদের মধ্যে মাত্র ২৪ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। খলিল আল-হায়া বলেন, যুদ্ধ বন্ধ, ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি এবং গাজা পুনর্গঠন—এই তিন শর্ত বাস্তবায়নের বিনিময়ে হামাসের হাতে বন্দী থাকা বাকি সব জিম্মিকে মুক্তি দিতে ‘বড় পরিসরে আলোচনার’ জন্য প্রস্তুত রয়েছেন তাঁরা।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। পরে ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা শুরু করে ইসরায়েল। এই সময়ে মধ্যে ৩৮ জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। উপত্যকাটিতে আবার যুদ্ধবিরতির জন্য মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে। তবে সেই আলোচনায় এখন পর্যন্ত সামান্যই অগ্রগতি দেখা গেছে।

এমন পরিস্থিতিতে জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের প্রতি হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জেমস হেউইট। তিনি বলেছেন, ‘হামাসের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, তারা শান্তির প্রতি আগ্রহী নয়, বরং চিরস্থায়ী সহিংসতা চাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে শর্তগুলো দিয়েছে, তাতে কোনো বদল আসেনি—জিম্মিদের মুক্তি দিন, না হয় নরকের মুখে পড়ুন।’

এদিকে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার মধ্যেও গাজায় চরম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল বৃহস্পতিবার গাজায় প্রায় ৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। এদিন উপত্যকাটিতে নিহত হয়েছেন অন্তত ৩২ জন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ১৮ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৫১ হাজার ৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৫০৫ জন। হতাহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

সম্পর্কিত নিবন্ধ