তাদের বলো, আমাদের যেন সম্মান করে: ডি পল
Published: 26th, March 2025 GMT
ম্যাচের আগে আর্জেন্টিনাকে খুব বাজে ভাষায় গালি দিয়েছিলেন রাফিনিয়া। তবে ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মাফ করে দিয়েছেন রাফিনিয়াকে। তার মতে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিশ্চয় ওমন কিছুর বলতে চাননি।
তবে আর্জেন্টিনার ফুটবলাররা বার্সেলোনা তারকা রাফিনিয়াকে ক্ষমা করেছে বলে মনে হয় না। রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারদেসরা তো বরং ৪-১ গোলের বড় জয় পাওয়ায় রাফিনিয়ার এক হাত নিয়েছেন। তাদের মতে, ম্যাচের আগে এভাবে অপমানজনক মন্তব্য করা মোটেও সমীচীন নয়।
রদ্রিগো ডি পল ম্যাচ শেষে বলেন, ‘আমরা এভাবে কখনো কোন প্রতিপক্ষকে অসম্মান করিনি। অথচ গত কয়েক বছরে আমরা বারবার প্রতিপক্ষের দ্বারা অসম্মানিত হয়েছি। কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। আমরা সবকিছু জিতেছি এবং এখনো সেই ধারা বজায় রেখে ভালো খেলে যাচ্ছি। ছয় বছর ধরে আমরাই বিশ্বের সেরা জাতীয় দল। তাদের বলো, আমাদের যেন সম্মান করে।’
পারদেস জানিয়েছেন, তারা ম্যাচের আগে আজেবাজে কথা বলেন না। যা বলার মাঠেই বলেন, ‘ম্যাচের আগে অবশ্যই আপনার অসম্মান করার অধিকার নেই। বিশেষ করে, যদি মাঠে খেলা দেখাতে না পারেন। রাফিনিয়া ওই বাজে মন্তব্য করার পর আমরা তা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছিলাম। আমরা সব সময় আমাদের কথা মাঠেই বলি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র জ ল আর জ ন ট ন ব শ বক প ব ছ ই ম ন কর আম দ র
এছাড়াও পড়ুন:
আজ রাতে শিল্পকলায় গান
আসন্ন ঈদ উদ্যাপন উপলক্ষে গান শোনানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রোববার সন্ধ্যা সাতটায় নন্দন মঞ্চে গাইবেন ইমন চৌধুরী, ন্যান্সি, কাওয়াল আহমেদ নূর আমেরি। আহমেদ নূর আমেরি কাওয়ালি ও মাইজভান্ডারির জন্য পরিচিত।
আয়োজনটি নিয়ে এক ফেসবুক পোস্টে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘প্রথমবারের মতো শিল্পকলা একাডেমিতে ঈদের অনুষ্ঠান। বাংলাদেশ বহু ভাষার, বহু মতের, বহু ধর্মের দেশ। বহুজনের এই সমাজে আমরা যে জীবন যাপন করি, তার সবকিছুই আমাদের সংস্কৃতির অংশ। বাংলাদেশ এর সবকিছুই উদ্যাপন করবে। কোনো বিভাজনের রাজনীতি আর এখানে স্বাগত নয়।’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন গত শুক্রবার প্রথম আলোকে বলেন, মানুষের মধ্যে চাঁদরাতের আনন্দ ছড়িয়ে দিতে এ আয়োজন করছেন তাঁরা। তিনি বলেন, ‘চাঁদরাতটা আমাদের মধ্যে আনন্দের বার্তা দিয়ে আসে। সেই আনন্দের মাত্রাটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। সেই ভাবনা থেকেই এই আয়োজন।’
শিল্পকলা একাডেমি জানিয়েছে, পরিবেশনার শুরুতেই কাওয়ালি ও মাইজভান্ডারি পরিবেশন করবেন আহমেদ নূর আমেরি ও সহশিল্পীরা।
এরপর কণ্ঠশিল্পী ন্যান্সি একক পরিবেশনা উপস্থাপন করবেন। সর্বশেষ গান শোনাবে ‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’ গানের ব্যান্ড বেঙ্গল সিম্ফনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। গানের পাশাপাশি মেহেদী কর্নারও থাকছে।