রাঙ্গুনিয়ায় আহত আ.লীগ নেতার মৃত্যু
Published: 26th, March 2025 GMT
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে সন্ত্রাসীদের হামলায় আহত আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম তালুকদার (৭০) মারা গেছেন।
বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে, গতকাল মঙ্গলবার তার ওপর হামলা হয়।
নিহত নুরুল ইসলাম তালুকদার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি মিরের খিল বাজারের ব্যবসায়ী ছিলেন।
আরো পড়ুন:
হান্নান মাসউদের ওপর হামলা, রাত সাড়ে ৩টা পর্যন্ত এনসিপির বিক্ষোভ
ওসমানী মেডিকেল
সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ হামলা, আহত ৩
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সরফভাটা মীরেরখীল বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন নুরুল ইসলাম তালুকদার। এসময় কিছু সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তারা তাকে দোকান থেকে রাস্তায় এনে মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নুরুল ইসলাম তালুকদারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ মর্গে পাঠানা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন হত আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতা নিহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় নুরুল ইসলাম তালুকদার (৭০) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটার মীরের খিল বাজারে নিজের তেলের দোকানে কুপিয়ে ও হামলায় আহত করা হয় নুরুল ইসলামকে। তিনি সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মীরের খিল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের বড় ছেলে। পেশায় ব্যবসায়ী নুরুল ইসলাম তালুকদার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে নুরুল ইসলামের দোকানে হামলা চালান সাত থেকে আটজনের একটি সন্ত্রাসী দল। সন্ত্রাসীরা তাঁকে দোকান থেকে বের করে প্রকাশ্যে বেধড়ক মারধর করেন এবং কুপিয়ে জখম করে চলে যান। সন্ত্রাসীরা চলে যাওয়ার পরও ভয়ে কেউ দীর্ঘক্ষণ কাছে যাননি। প্রায় আধা ঘণ্টা সড়কে পড়ে থাকার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা নুরুল ইসলাম তালুকদারের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে শুনেছি। তবে পারিবারিক বিরোধের বিষয়টিও শোনা যাচ্ছে।’
এদিকে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম শিফাতুল মাজদার আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ঘটনার বিষয়ে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ কিংবা মামলা পাওয়া যায়নি। পরিবার মামলা দিলে পুলিশ নেবে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।