নাটোরের বাগাতিপাড়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সিংড়া উপজেলার খেজুরতলা গ্রামের এক দোকান থেকে তিনজন এবং বাগাতিপাড়া উপজেলার হাটদল গ্রামের নিজ বাড়ি থেকে আরেক তরুণকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তরুণেরা হচ্ছেন বাগাতিপাড়া উপজেলার কাকফো পুরাতন পাড়ার মেহেদী হাসান (২০), উপর হাটদল গ্রামের মেহেদি হাসান রনি (২২) ও রাজীব হোসেন (২৩) এবং সিংড়ার আকপাড়া-শেরকোল গ্রামের গোলাম মোস্তফা (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মেহেদী হাসান। এর সূত্র ধরে প্রায় এক মাস আগে রাতে তিনি ওই তরুণীর বাড়িতে দেখা করতে যান। একপর্যায়ে ওই ঘরে প্রবেশ করেন মেহেদীর তিন বন্ধু রনি, রাজীব ও গোলাম মোস্তফা। তাঁরা মেহেদী ও ওই তরুণীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং তরুণীকে ধর্ষণ করেন। তবে মেহেদী ওই তরুণীকে বিয়ে করবেন বলে আশ্বাস দেওয়ায় তিনি ঘটনাটি গোপন রাখেন। ভুক্তভোগী তরুণী গতকাল বাগাতিপাড়া থানায় গিয়ে মেহেদীসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ওই তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নথিভুক্ত হয়েছে। মামলার চার আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অভিযোগকারী তরুণীর স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম চলছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কারাগারে স্বামীকে দেখে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কারাগারে স্বামীকে দেখে ফেরার পথে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, এক তরুণী ঢাকা থেকে কেরানীগঞ্জস্থ কেন্দ্রীয় কারাগারে তার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। সাক্ষাৎ শেষে বুধবার রাত ৮টার দিকে কারাগারের সামনে থেকে একটি সিএনজিতে উঠেন। সিএনজিতে আগে থেকে থাকা দুজন নারী যাত্রী কিছু দূর যাওয়ার পর নেমে যান। এরপর সিএনজিতে উঠানো হয় ২-৩ জন পুরুষ যাত্রীকে। চালক ও যাত্রীরা কৌশলে ভুক্তভোগীকে ঘুরিয়ে তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান এবং সেখানে তাকে রাতভর ধর্ষণ করেন। এরপর ধর্ষণকারীরা বৃহস্পতিবার ভোররাতে তাকে রেখে পালিয়ে যান।

তরুণীটি আশপাশের লোজনের সহযোগিতায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে জানান।
 
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘তরুণীর কাছ থেকে আমরা অভিযোগ নিয়েছি। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন ও আসামি শনাক্ত করার চেষ্টা চলছে। পরে তরুণীর মেডিকেল চেকআপ করে তদন্তপূর্বক মামলা গ্রহণ করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • দশমিনায় গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
  • কারাগারে স্বামীকে দেখে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
  • কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি
  • বাসে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, চালক ও সহকারী গ্রেপ্তার