কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
Published: 26th, March 2025 GMT
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ইট-বালু ব্যবসায়ী মীর জুবায়ের হোসেন হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা-বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন- মুকবুল হোসেনের ছেলে রায়হান হোসেন (৩০), শফিকুর রহমানের ছেলে ইফতেখার রহমান সেজান (৩০), হাসেম তপদাদের ছেলে সোহাগ তপদার (৩০) ও হারুন শেখের ছেলে মাসুদ শেখ (৩৫)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভ্যাড্ডা পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
গত ২২ মার্চ প্রকাশ্য দিবালোকে গোলামবাজার আবু বক্কর সিদ্দীক এন্টারপ্রাইজের সামনে ব্যবসায়ী মীর জুবায়ের হোসেনকে বিএনপিতে যোগদানকারী মোল্লা ফারুকের নেতৃত্বে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের বড়ভাই মীর হামিদুর রহমান বাদী হয়ে সন্ত্রাসী মোল্লা ফারুকসহ ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। বিএনপি নেতা সন্ত্রাসী মোল্লা ফারুকের ডানহাত আওয়ামী লীগ নেতা সোবহান মিয়া, আমির হোসেন, সবুজ আলী, সাকিব হোসেন, জাবেদ আলী ও আব্দুর রহিম পলাতক রয়েছে।
বাদী মীর হামিদুর রহমান বলেন, মামলা হওয়ার পর থেকে আমার পরিবারকে হুমকি দিচ্ছে বিএনপি নেতা মোল্লা ফারুক লোকজন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার বলেন, ইট-বালু, সিমেন্ট ও জমির ব্যবসার পূর্ব শত্রুতার জের ধরে মোল্লা ফারুকের নেতৃত্বে যুবায়ের হোসেনকে গুলি ও কুপিয়ে হত্যা করে। মঙ্গলবার গভীর রাতে র্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বেসরকারি ব্যাংক নেবে অফিসার, স্নাতক পাসে আবেদন
বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকটি অফিসারের শূন্য পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে এ পদে ব্যাংকটি কতজনকে নিয়োগ দেবে, তা নির্ধারিত নয়। নবীন প্রার্থীদের আবেদনে উৎসাহ দিয়েছে দেশের অন্যতম ব্যাংকটি। প্রয়োজনে ঢাকার বাইরে কাজ করার মানসিকতা থাকতে হবে।
পদের নাম: অফিসার (অলটারনেট ডেলিভারি চ্যানেল)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুনপিএসসির নন-ক্যাডারে সংশোধিত বিজ্ঞপ্তি, পদ কমে ১,৭০৭০৬ মার্চ ২০২৫অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
চাকরির ধরন: পূর্ণকালীন।
প্রার্থীর ধরন: নারী–পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: নির্ধারিত নয়।
আরও পড়ুনখাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ, ১৩ থেকে ১৯তম গ্রেডে পদ ১৭৯১১১ মার্চ ২০২৫আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের জন্য এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৫ এপ্রিল ২০২৫।