বিটিভিতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান নিয়ে ডকুড্রামা
Published: 26th, March 2025 GMT
আজ ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) দিনব্যাপী প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠান, আলেখ্যানুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান। এছাড়াও ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম ডকুড্রামা ‘ফিরে আসে বারবার’ দেখা যাবে বিটিভির পর্দায়। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের রচনা ও নাসির উদ্দিনের প্রযোজনায় ‘ফিরে আসে বারবার’ প্রচারিত হবে আজ রাত ৯টায়।
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত থেকে শুরু হয়ে এ নাটকের গল্প শেষ হয় ২০২৪ সালে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নেয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে।এই ডকুড্রামাটিতে অভিনয় করেছেন সুমনা সোমা, গোলাম কিবরিয়া, দিলরুবা দোয়েল, রকি খান, জাফরিন ফেরদৌসী, গোলাম রাব্বানী মিন্টু, হায়াতুজ্জামান খান, ম আ সালাম ও মোয়াজ্জেম হোসেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বুয়েটে ক্লাস শুরু ১২ এপ্রিল, প্রথম বর্ষে হলে উঠতে সর্বোচ্চ ফি ২৭৮৫০ টাকা
২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সব স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আগামী ১২ এপ্রিল শুরু হবে। এ তথ্য ২৫ মার্চের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুয়েট ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির লেভেল-১, টার্ম-১–এর নবাগত শিক্ষার্থীদের হল সংযুক্তি–সংক্রান্ত অপর এক বিজ্ঞপ্তি ২৪ মার্চ প্রকাশ করা হয়েছে। এতে ফি জমা দেওয়ার স্থান, তারিখ ও সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট হল অফিস ও বুথে সাক্ষাৎকার ও টাকা জমা নেওয়া হবে। প্রথম বর্ষে হলে উঠতে শিক্ষার্থীদের সর্বোচ্চ ২৭ হাজার ৮৫০ টাকা দিতে হবে।
আরও পড়ুনচীনে আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে মাস্টার্স-পিএইচডির সুযোগ৫ ঘণ্টা আগেএ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেভেল-১, টার্ম-১ (নবাগত) শিক্ষার্থীদের সাক্ষাৎকার ৯ এপ্রিল ও ১০ এপ্রিল সংশ্লিষ্ট হল অফিসে নেওয়া হবে। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এবার আবাসিক শিক্ষার্থীদের ২৫ হাজার ৩৫০ এবং অনাবাসিক শিক্ষার্থীদের ১২ হাজার ৭৫০ টাকা সংশ্লিষ্ট হল অফিস বুথে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবাসিক শিক্ষার্থী হিসেবে ছাত্রদের হলে ভর্তির জন্য ২৫ হাজার ৩৫০ টাকা এবং এর সঙ্গে এক মাসের মেসচার্জ বাবদ ২ হাজার ৪০০ টাকাসহ মোট ২৭ হাজার ৭৫০ টাকার প্রয়োজন হবে।
আরও পড়ুনপ্রাথমিকের ৩১ লাখের বেশি শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের আওতায় আসছে এপ্রিলেই৩ ঘণ্টা আগেছাত্রীদের সাবেকুন নাহার সনি ও স্বাধীনতা হলের আবাসিক হিসেবে ভর্তির জন্য ২৭ হাজার ৮৫০ টাকা প্রয়োজন হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তাঁদের হলে ভর্তির ফির টাকার প্রকৃত পরিমাণসহ অফিস বুথে উপস্থিত হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
হলে সংযুক্তি–সংক্রান্ত যাবতীয় তথ্যাদির জন্য সংশ্লিষ্ট হল অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। শনি থেকে বুধবার (বিশ্ববিদ্যালয় ছুটির দিন ব্যতীত) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।