লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতিরা। হুতিদের এক মুখপাত্র দাবি করেছেন, তাঁদের যোদ্ধারা মার্কিন রণতরি ইউএসএস হ্যারি ট্রুম্যানেও হামলা করেছেন।

এ ছাড়া হুতিরা তেল আবিবে ইসরায়েলের একাধিক সামরিক ক্ষেত্রে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানোর দাবিও করেছে।

ওই মুখপাত্র বলেছেন, হুতিরা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দেওয়া অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধির জবাব উত্তেজনা বৃদ্ধির মাধ্যমেই দেওয়া দেবে।

হুতির মুখপাত্র আরও বলেন, হুতিরা ইয়েমেনের কৌশলগত জলসীমায় ইসরায়েলি নৌযান চলাচলে বাধা সৃষ্টি অব্যাহত রাখবে। যত দিন পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে এবং গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়া না হবে, তত দিন পর্যন্ত হুতিরা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে।

চলতি মাসের মাঝামাঝি থেকে হুতিদের নিশানা করে ইয়েমেনে বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

আরও পড়ুনহুতিদের ওপর বড় ধরনের হামলা শুরু যুক্তরাষ্ট্রের১৬ মার্চ ২০২৫

ইয়েমেনের রাজধানী সানা এবং এর আশপাশের এলাকায় নতুন করে হামলার খবর জানিয়েছে হুতি–সংশ্লিষ্ট টেলিভিশন আল মাসিরাহ। সাদা প্রদেশের আল সালেমেও হামলা হয়েছে।

টেলিভিশন চ্যানেলটির খবরে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় সাদা প্রদেশে যুক্তরাষ্ট্র অন্তত ১৭ বার বিমান হামলা চালিয়েছে।

আরও পড়ুনইয়েমেনে হামলার পরিকল্পনা ভুল করে ফাঁস করল যুক্তরাষ্ট্র১৯ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রিশাদ আসলে কতটা ভালো, কতটা খারাপ

টি-টোয়েন্টি ক্রিকেটে সময়টা রিশাদ হোসেনের। যেখানেই হাত দিচ্ছেন, সেখানেই ফলছে সোনা। টি-টোয়েন্টিতে তাঁকে জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার বললেও হয়তো ভুল হবে না।

ফরচুন বরিশালকে বিপিএলে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলা এই অলরাউন্ডার এখন পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারিও। গত এক-দেড় বছর রিশাদের এই উত্থানের সময়ে তিনি আসলে কতটা ভালো করেছেন? পরিসংখ্যান কী বলছে?

বাংলাদেশের ক্রিকেটাররা ভালো না খারাপ, সেটা বিচারের দুটো মানদণ্ড আছে—বিশ্বমান ও দেশি মান। রিশাদকে তাই নতুন করে বিচারের প্রশ্ন এই কারণেই উঠছে। এই লেগ স্পিনার আসলে কোন মানের?

২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮ জন স্পিনার ৫০ বা এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন। রিশাদ তাঁদের মধ্যে একজন। তাঁর উইকেট ৬০টি। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, ৯৬টি। শুধু স্পিনার নয়, এ সময় পেসারদের উইকেটসংখ্যা বিবেচনায়ও হাসারাঙ্গার উইকেট সবচেয়ে বেশি।

৬০২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত রিশাদের টি–টোয়েন্টি উইকেটের সংখ্যা

৬০ উইকেট নেওয়ার পথে রিশাদ ওভারপ্রতি খরচ করেছেন ৭.৯২ করে। কমপক্ষে ৫০ উইকেট নেওয়া স্পিনারদের মধ্যে রিশাদের চেয়ে বেশি ইকোনমি রেটে রান দিয়েছেন শুধু দক্ষিণ আফ্রিকার তাব্রেইজ শামসি ও ভারতের রবি বিষ্ণয়। হাসারাঙ্গা থেকে শুরু করে নূর আহমদ, রশিদ খানরা সবাই রিশাদের চেয়ে ওভারপ্রতি কম রান খরচ করেছেন।

আরও পড়ুনঅবসরের সময় হয়ে গেছে—আইপিএলে ‘সুপার ফ্লপ’ রোহিতকে নিয়ে শেবাগ৪ ঘণ্টা আগে

রিশাদ অবশ্য একটি জায়গায় অনেকের চেয়ে এগিয়ে। সেটি ব্যাটিংয়ে। এই ১৮ জন স্পিনারের মধ্যে ৬ জন রিশাদের চেয়ে বেশি রান করেছেন (২৩২ রান)। মাত্র ৪ জন বেশি ছক্কা মেরেছেন, আর শুধু দুজন—রশিদ খান ও সুনীল নারিন—তাঁর চেয়ে দ্রুতগতিতে রান তুলেছেন। রিশাদ এ সময়ে রান করেছেন প্রায় ১৫০ স্ট্রাইক রেটে।

শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসে ৭টি ছক্কা মারেন রিশাদ হোসেন

সম্পর্কিত নিবন্ধ