ঢাকার রাস্তায় রিকশা আটকাতে বসানো ‘ট্র্যাপার’ কতটা কাজ দিচ্ছে
Published: 26th, March 2025 GMT
রিকশা নিয়ন্ত্রণে রাজধানীর একটি সড়কের উভয় পাশে পরীক্ষামূলকভাবে দুটি লোহার খাঁজ (রিকশা ট্র্যাপার) স্থাপন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গত শনিবার শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে এই ট্র্যপার বসানো হয়। তবে গতকাল মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ট্র্যাপারের ওপর দিয়েই পার হচ্ছে রিকশা। ট্র্যাপার পার হওয়ার জন্য চালক সোজাসুজি না গিয়ে রিকশাকে আড়াআড়িভাবে একটু ঘুরিয়ে নিচ্ছেন। আর তাতে অনায়াসে ট্র্যাপারের ওপর দিয়ে চলে যাচ্ছে রিকশা।
ঘটনাস্থলে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা রিকশাচালক মো.
আশরাফুলের আশপাশে থাকা অন্য রিকশাচালকেরা এগিয়ে এসে একই কথা বললেন।
গত শনিবার পরীক্ষামূলকভাবে ট্র্যাপার বসানোর পর পুলিশ বলেছিল, ইতিবাচক ফলাফল এলে ধীরে ধীরে রাজধানীর অন্য সড়কেও এমন খাঁজ বসানো হবে।
এই ট্র্যাপার স্থাপনের উদ্দেশ্য হলো রাজধানীর যেসব সড়কে রিকশা নিষিদ্ধ, সেগুলোতে এই বাহনের চলাচল নিয়ন্ত্রণ। রিকশার চলাচল আটকানোর মাধ্যমে যানজট নিয়ন্ত্রণ করা।
সাম্প্রতিক সময় রাজধানীতে প্যাডেলচালিত (পায়ে চালিত) রিকশার পাশাপাশি ব্যাপকভাবে বেড়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। রিকশার প্রকৃত সংখ্যা জানতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ডিএমপির মিডিয়া বিভাগে যোগাযোগ করা হলে তারা কোনো তথ্য জানাতে পারেনি।
রাজধানীর নির্দিষ্ট সড়কে প্যাডেল ও ব্যাটারিচালিত উভয় ধরনের রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণ উদ্যোগের অংশ হিসেবে গত শনিবার শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে পরীক্ষামূলকভাবে ট্র্যাপার বসানো হয়। কিন্তু ডিএমপির এই উদ্যোগ কাজে আসছে না বলে জানিয়েছেন রিকশাচালক, পথচারী ও কর্মরত পুলিশ সদস্যরা।
শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক আ. মালেকের সঙ্গে হয় প্রথম আলোর। তিনি বলেন, দুটি ট্র্যাপার পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে। তবে রিকশাগুলো ট্র্যাপারের ওপর দিয়েই চলে যাচ্ছে। এটার কার্যকারিতা দেখা যাচ্ছে না।
ট্র্যাপার বসিয়েও রিকশা ঠেকাতে না পারার বিষয়টিকে কর্তৃপক্ষের দূরদর্শিতার অভাব হিসেবে দেখছেন পথচারীরা। তাঁরা বলছেন, এই ট্র্যাপার রিকশা ঠেকানোর জন্য যথেষ্ট নয়।
মাহমুদুল হাসান নামের এক পথচারীর সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি বলেন, ট্র্যাপার বসানোর পর রাস্তার একটা অংশ ফাঁকা আছে। সেখান দিয়ে রিকশার সামনের ও পেছনের একটি চাকা যেতে পারছে। বাকি এক চাকা আড়াআড়িভাবে ট্র্যাপারের ওপর ওঠালে তখন রিকশা আর আটকায় না।
এই পথচারী আরও বলেন, যেভাবে ট্র্যাপারগুলো বসানো হয়েছে, দেখে মনে হচ্ছে, খুবই অদূরদর্শিতার পরিচয় দিয়েছে কর্তৃপক্ষ। এই লোহার খাঁজের ওপর দিয়ে রিকশা যেতে পারবে, এটা দেখেই বোঝা যায়। এর জন্য পরীক্ষা করার দরকার হয় না।
ট্র্যাপার বসানোর পরও রিকশা পার হয়ে যাওয়ার বিষয়টি নজরে এসেছে বলে জানিয়েছে ডিএমপির ট্র্যাফিক বিভাগ।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, এই ট্র্যাপারের প্রাথমিক ফলাফল যাচাই–বাছাই চলছে। ফলাফলের ওপর ভিত্তি করে দ্রুত সময়ে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট র য প র র ওপর র ওপর দ য় প রথম আল এই ট র য পর দ য় ড এমপ পথচ র
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে অপহৃত শিক্ষককে উদ্ধার, গ্রেপ্তার ৪
অপহরণের শিকার এক মাদরাসা শিক্ষককে রাজশাহী থেকে উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মো. রিফাতুল ইসলাম (২৫) নামে ওই শিক্ষককে উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এ তথ্য জানায়।
আরো পড়ুন:
শরিয়তপুরে ককটেল বিস্ফোরণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
ঈদে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
গ্রেপ্তারকৃতরা হলেন- রবিউল ইসলাম (২৭), রুবেল চৌধুরী (২৭), নাজমুল হোসেন (৪২) ও নাহিদ মিয়াজ (৩৫)। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।
র্যাব জানায়, গত ৫ এপ্রিল রাতে ঢাকার আশুলিয়া থেকে কর্মস্থল হাজারিবাগে যাচ্ছিলেন রিফাতুল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গত ৭ এপ্রিল রিফাতুলের পরিবারকে ফোন করে অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রিফাতুলের পরিবার বিকাশের মাধ্যমে অপহরণকারীদের দফায় দফায় টাকা পাঠান। সর্বমোট দেড় লাখ টাকার বেশি পরিশোধ করেন তারা। এরপরও রিফাতুলকে মুক্তি দেওয়া হয়নি।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার র্যাব-৪-এ অভিযোগ করে। গোয়েন্দা তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৪ ও র্যাব-৫-এর যৌথ অভিযানে রিফাতুলকে উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে র্যাব।
ঢাকা/কেয়া/মাসুদ