শ্রাবন্তীর শরীরে আপত্তিকর স্পর্শ, তেড়ে গেলেন নায়িকা
Published: 26th, March 2025 GMT
লোকে লোকারণ্য। প্রচন্ড ভিড় ঠেলে আয়োজক কর্তৃপক্ষ অভিনেত্রী শ্রাবন্তীকে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। হঠাৎ একটি হাত স্পর্শ করে নায়িকাকে। আপত্তিকর স্পর্শ মোটেও সহ্য করেননি, বরং তেড়ে যান এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়; যা এখন নেট দুনিয়ায় ভাইরাল।
সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভিডিও দেখে নেটিজেনদের অনেকে শ্রাবন্তীকে নিয়ে নোংরা মন্তব্য করছেন। আবার অনেকে বেজায় চটেছেন। একজন লেখেন, “কি ছোটলোক এগুলো, মেয়েদের সম্মান করতে পারে না।” আরেকজন লেখেন, “একদম ঠিক করেছেন। উনি একজন অভিনেত্রী, একজন মানুষ। অনুমতি ছাড়া তার শরীরে হাত দেওয়ার মানে কি?” অন্যজন লেখেন, “ছোট লোকের দেশ।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন স্থানে স্টেজ শো করে থাকেন শ্রাবন্তী। ধারণা করা হচ্ছে, কলকাতার বাইরে কোথাও শো করতে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়েন এই অভিনেত্রী। তবে ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে জানা যায়নি।
আরো পড়ুন:
সমাজের চোখরাঙানিতে কিচ্ছু যায়-আসে না: শ্রাবন্তী
‘মেকআপ ছাড়া শ্রাবন্তীর মতো সুন্দরী ইন্ডাস্ট্রিতে খুবই কম’
কয়েক দিন আগে কলকাতায় অনুষ্ঠিত হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা। এ আসরের রেড কার্পেটে ভুল ইংরেজি বলে ট্রলের শিকার হন তিনি। বিষয়টি নিয়ে কড়া সমালোচনার মুখে পড়েন শ্রাবন্তী।
শ্রাবন্তীর হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। খুব শিগগির উইডোজ প্রোডাকশনের ‘আমার বস’ সিনেমায় দেখা যাবে তাকে। তা ছাড়াও বড় পর্দায় শুভ্রজিৎ মিত্রের পিরিয়ড ড্রামা ঘরানার ‘দেবী চৌধুরানি’ হয়ে হাজির হবেন শ্রাবন্তী। ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘হাঙ্গামা ডটকম’ সিনেমা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ র বন ত চ য ট র জ শ র বন ত
এছাড়াও পড়ুন:
পেনাল্টি পেতে ‘মাটিতে পড়ে অভিনয় করেছে এমবাপ্পে’
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নাটকীয় এক মুহূর্তে পেনাল্টি দাবি করেন কিলিয়ান এমবাপ্পে। তবে সেই দাবি নস্যাৎ হয়ে যাওয়ার পর কী ঘটেছিল মাঠে? ম্যাচ শেষে জানালেন আর্সেনালের মিডফিল্ডার ডেকলান রাইস নিজেই।
প্রথমার্ধে তখনো ৩-০ গোলে এগিয়ে আর্সেনাল। বুকোয়ো সাকার মিস করা পেনাল্টির ঠিক পরেই ডি-বক্সে রাইসের সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে যান এমবাপ্পে। রেফারি সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজিয়ে রাইসকে একটি হলুদ কার্ড দেখান। তবে দীর্ঘ ভিএআর পর্যবেক্ষণের পর দুই সিদ্ধান্তই প্রত্যাহার করা হয়। পেনাল্টি বাতিলের সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলেন রাইসও।
ম্যাচ শেষে টিএন্ডটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রাইস বলেন, ‘আমি জানতাম ওটা পেনাল্টি নয়। ওর শরীরে আমার হাত ছিল, কিন্তু একজন মিডফিল্ডার হিসেবে এটা করতেই হয়। আমি সৎ একজন মানুষ, তাই সঙ্গে সঙ্গেই এমবাপ্পেকে বলেছিলাম, এটা কোনো পেনাল্টি ছিল না। ও নিজেই মাটিতে পড়ে অভিনয় করেছে। শেষ পর্যন্ত আমরা কাজটা ঠিকঠাক শেষ করেছি, এবং এটা ক্লাবের ইতিহাসে স্মরণীয় এক রাত।’
রাইসের এই সততাই হয়তো তাকে ম্যাচসেরার পুরস্কার এনে দিয়েছে। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে সেমিফাইনালে পা রাখে আর্সেনাল, যেখানে তারা মুখোমুখি হবে ফরাসি জায়ান্ট পিএসজির। অন্যদিকে আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও ইন্টার মিলান।