চব্বিশের গণঅভ্যুত্থানকে একক সম্পত্তি বানানোর প্রবণতা চলছে
Published: 26th, March 2025 GMT
গত সাড়ে ১৫ বছর মুক্তিযুদ্ধের ইতিহাসকে একপেশে করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাসকে আওয়ামী লীগ একক সম্পত্তি বানিয়ে ফেলেছিল। আমরা চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেইরকম একটা প্রবণতা লক্ষ্য করছি।”
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আরো পড়ুন:
সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন এনসিপির নেতারা
বিজয় দিবসে নিরাপত্তা ঝুুঁকি নেই: ঢাকা রেঞ্জ ডিআইজি
নাছির উদ্দীন নাছির বলেন, “গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। তারা শুধুমাত্র একটি নির্দিষ্ট শ্রেণিগোষ্ঠীতে আবদ্ধ হয়েছে।”
তিনি আরো বলেন, “আপনারা দেখবেন, নতুন রাজনৈতিক দলের অভিষেক অনুষ্ঠান ও তাদের যে ইফতার পার্টি হয়েছিল, সেখানে গণঅভ্যুত্থানের শহীদ মুগ্ধ ও শহীদ আবু সাঈদের নাম বারবার বলা হয়েছে। শহীদ ওয়াসিমের নামটি বাদ দেওয়া হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। কারণ তিনি ছাত্রদলের নেতা ছিলেন।”
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, “গণঅভ্যুত্থানের মালিকানা দাবি করে যে রাজনৈতিক দল গঠন করা হয়েছে, তারাও চব্বিশের গণঅভ্যুত্থানের যে ইতিহাস সেটিকে বিনষ্ট করছে। যেভাবে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আওয়ামী লীগ ইতিহাসকে একপেশে করেছিল।”
নাছির উদ্দীন নাছির বলেন, “আমরা আজকের এই দিনে মনে করছি, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে যেমন সবার জানা উচিত, একইভাবে চব্বিশের গণঅভ্যুত্থানের যে প্লট, যে ঘটনাগুলো সেগুলোও দেশবাসীকে জানানো উচিৎ। সেই ঘটনা কোনোভাবেই একপেশে হওয়া উচিৎ নয়।”
ঢাকা/সাব্বির/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল গণঅভ য ত থ ন র
এছাড়াও পড়ুন:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন শুরু
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক জেলা থেকে আরেক জেলায় (একই বিভাগের মধ্যে) অনলাইন বদলির আবেদন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষকেরা অনলাইনে বদলির আবেদন করতে পারছেন। ১৯ এপ্রিল পর্যন্ত এ আবেদনপ্রক্রিয়া চলবে। গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুনের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
চিঠিতে জানানো হয়, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই সম্পন্ন করতে হবে। আর ২৪ ও ২৫ এপ্রিল পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২৬ ও ২৭ এপ্রিল পর্যন্ত এবং ২৮ এপ্রিল সিস্টেম থেকে স্বয়ংক্রিয় মনোনয়ন শেষে ২৯ ও ৩০ এপ্রিল পর্যন্ত বিভাগীয় উপপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।
আদেশে আরও বলা হয়, শিক্ষকেরা পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দ করবেন। কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার, আবেদন শুরু১৫ এপ্রিল ২০২৫এদিকে, যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্য কাগজপত্রাদি যাচাই করে পাঠাবেন। যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ করার পর পরবর্তী সময়ে তা পুনর্বিবেচনার আবেদন গ্রহণযোগ্য হবে না।
এর আগে ২১৬টি উপজেলা বা থানায় ১০ শতাংশের বেশি শিক্ষক অন্য উপজেলা থেকে বদলি হয়েছেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলাগুলো আন্তজেলা বদলির আওতাবহির্ভূত থাকবে এবং অবশিষ্ট ২৭১টি উপজেলা বা থানায় বদলি কার্যক্রম চলমান থাকবে।
আরও পড়ুনভারতের উত্তরাখন্ডের ১৭০টির বেশি মাদ্রাসা বন্ধ করে দিল রাজ্য বিজেপি সরকার২ ঘণ্টা আগে