গত সাড়ে ১৫ বছর মুক্তিযুদ্ধের ইতিহাসকে একপেশে করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাসকে আওয়ামী লীগ একক সম্পত্তি বানিয়ে ফেলেছিল। আমরা চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেইরকম একটা প্রবণতা লক্ষ্য করছি।”

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন এনসিপির নেতারা

বিজয় দিবসে নিরাপত্তা ঝুুঁকি নেই: ঢাকা রেঞ্জ ডিআইজি

নাছির উদ্দীন নাছির বলেন, “গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। তারা শুধুমাত্র একটি নির্দিষ্ট শ্রেণিগোষ্ঠীতে আবদ্ধ হয়েছে।”

তিনি আরো বলেন, “আপনারা দেখবেন, নতুন রাজনৈতিক দলের অভিষেক অনুষ্ঠান ও তাদের যে ইফতার পার্টি হয়েছিল, সেখানে গণঅভ্যুত্থানের শহীদ মুগ্ধ ও শহীদ আবু সাঈদের নাম বারবার বলা হয়েছে। শহীদ ওয়াসিমের নামটি বাদ দেওয়া হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। কারণ তিনি ছাত্রদলের নেতা ছিলেন।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, “গণঅভ্যুত্থানের মালিকানা দাবি করে যে রাজনৈতিক দল গঠন করা হয়েছে, তারাও চব্বিশের গণঅভ্যুত্থানের যে ইতিহাস সেটিকে বিনষ্ট করছে। যেভাবে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আওয়ামী লীগ ইতিহাসকে একপেশে করেছিল।” 

নাছির উদ্দীন নাছির বলেন, “আমরা আজকের এই দিনে মনে করছি, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে যেমন সবার জানা উচিত, একইভাবে চব্বিশের গণঅভ্যুত্থানের যে প্লট, যে ঘটনাগুলো সেগুলোও দেশবাসীকে জানানো উচিৎ। সেই ঘটনা কোনোভাবেই একপেশে হওয়া উচিৎ নয়।” 

ঢাকা/সাব্বির/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল গণঅভ য ত থ ন র

এছাড়াও পড়ুন:

‘অভ্যুন্থানে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব’

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘‘যারা নিহত হয়েছেন, আমরা তাদের আর ফিরে পাব না। তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সর্বদা তাদের সার্বিক সহায়তা ও সহযোগিতার জন্য পাশে থাকব।’’

বৃহস্পতিবার (২৭ মার্চ) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আড়াইহাজার উপজেলায় নিহত-আহতদের পরিবারে মাঝে আর্থিক সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আড়াইহাজার উপজেলা পরিষদে অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জেলা প্রশাসক। সেখানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তঅ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং আড়াইহাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

আরো পড়ুন:

কিশোরগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১

রাঙ্গুনিয়ায় আহত আ.লীগ নেতার মৃত্যু

একইদিন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ইউনাইটেড স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ক্লাব ‘ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাব’ আয়োজিত ‘স্বপ্নের দোকানের’ শুভ উদ্বোধন করেন।

এ উদ্যোগের মাধ্যমে মাত্র ১০ টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হবে। সেখানে উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘‘মানুষ তখনই আশরাফুল মাখলুকাত হিসেবে পরিগণিত হবে, যখন সে তার মানবতার হাত প্রসারিত করবে।’’ 

এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আড়াইহাজার শহর বাইপাস সড়কের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি জেলা প্রশাসনের গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশ সংরক্ষণে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন। 

ঢাকা/অনিক/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • এ সপ্তাহের রাশিফল (২৯ মার্চ-৪ এপ্রিল)
  • ভারতীয়দের বিদেশে পড়াশোনায় আগ্রহ কমছে, কারণ কি শুধুই রাজনীতি
  • ‘ছাত্র-জনতার ভোটের অভ্যুত্থানে জুলুমবাজের দল পালিয়ে যাবে’
  • নির্বাচনের পরে সংস্কার হবে না: নাহিদ ইসলাম
  • ফ্যাসিস্ট সরকার আর এক বছর থাকলে আমাকে ঝুলিয়ে দিত: বাবর
  • ঈদের ছুটিতে সুস্থ থাকতে এই পাঁচ কাজ করবেন না
  • ‘বৈষম্য দূরীকরণে আর কাউকে যেন রক্ত দিতে না হয়’
  • গণঅভ্যুত্থান বৃথা হতে দেওয়া যাবে না: গিয়াস উদ্দিন
  • আমরা ছুটি চাই...
  • ‘অভ্যুন্থানে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব’