ফাইল ছবি: রয়টার্স

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হলো ৯১৬১ মোটরসাইকেল

ঢাকা-টাঙ্গ‌াইল-যমুনা সেতু মহাসড়‌কে যানবাহ‌নের চাপ কম। ফ‌লে, এবার ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানু‌ষদের ঈদযাত্রা বেশ স্ব‌স্তিদায়ক হয়ে‌ছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু দি‌য়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হ‌য়ে‌ছে। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা৷

এ সময়ে মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ৯ হাজার ১৬৩টি, ‌ছোট যানবাহন ১৭ হাজার ২৭১‌টি, গণপ‌রিবহন ১২ হাজার ৬৭৫‌টি এবং ট্রাক পারাপার হ‌য়ে‌ছে ৯ হাজার ২২৬‌টি। 

এদি‌কে, গণপরিবহ‌ন সংক‌টের কারণে ঈদে ঘ‌রমুখো মানুষদের অনেকে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে সওয়ার হয়েছেন। ঝুঁকি থাক‌লেও বাধ‌্য হ‌য়ে এভাবে যে‌তে হচ্ছে তাদের। ত‌বে, বরাবরের মতোই বাড়‌তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। 

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কের এলেঙ্গা থেকে সেতু-পূর্ব পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার সড়‌কের সা‌র্ভিস লেন খু‌লে দেওয়ায় চার‌ লে‌নের সু‌বিধা পাওয়া যাচ্ছে। ফলে, যানজটের সৃ‌ষ্টি হয়‌নি। 

হাইওয়ে পু‌লিশ জানিয়েছে, মহাসড়‌কে গণপ‌রিবহন স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল কর‌ছে। কোথাও যানজট বা চাপ নে‌ই।

ঢাকা/কাওছার/রফিক

সম্পর্কিত নিবন্ধ