অন্তর্বর্তী সরকার ঢাকার বাইরের মানুষের প্রয়োজন মেটানোর চেষ্টা করছে: উপদেষ্টা ফাওজুল কবির
Published: 26th, March 2025 GMT
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অন্তর্বর্তী সরকার ঢাকা এবং বড় শহরের বাইরে নজর দিয়েছে। ঢাকার বাইরের মানুষের কী প্রয়োজন, সেটা বুঝতে চেষ্টা করছে। সেটা মেটানোর চেষ্টা করা হচ্ছে।
আজ বুধবার ঢাকা-নরসিংদী-ভৈরববাজার-নরসিংদী-ঢাকা রুটে চলাচলকারী নরসিংদী কমিউটার-১ ও নরসিংদী কমিউটার-৪ ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ফাওজুল কবির খান। আজ সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এই গন্তব্যের ট্রেনযাত্রার উদ্বোধন করা হয়।
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, গত পরশু চট্টগ্রাম থেকে সন্দীপ রুটে একটা ফেরিসেবা চালু করা হয়েছে। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সব উপদেষ্টা যাননি। নৌপরিবহন উপদেষ্টা ঘাট উদ্বোধনের জন্য, আর তিনি বিআরটিসি বাস উদ্বোধনের জন্য সেখানে গিয়েছিলেন। অন্যরা নিজ নিজ আওতাধীন বিষয়গুলো দেখতে—যেমন পরিবেশ উপদেষ্টা সেখানে বেড়িবাঁধ দেখেছেন, পরিবেশ দেখেছেন। স্বাস্থ্যের বিশেষ সহকারী হাসপাতাল দেখেছেন। প্রাথমিক শিক্ষা উপদেষ্টা প্রাথমিক শিক্ষার অবস্থা দেখেছেন।
ফাওজুল কবির খান বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশ আছে, ঢাকার বাইরে উন্নয়নকে পৌঁছাতে হবে। এ উন্নয়ন হবে নাম ফলকবিহীন উন্নয়ন। কোনো নাম প্রচার, কারও নাম ফলকে থাকবে না। যে ঘাট উদ্বোধন করা হয়েছে, সেখানে কারও নাম নেই। শুধু সময় আছে।
রেলওয়ে একটা লোকসানের প্রতিষ্ঠান বলে উল্লেখ করেন ফাওজুল কবির খান। তিনি বলেন, এখানে প্রতি এক টাকা রোজগারের জন্য আড়াই টাকার মতো খরচ হয়। এর দুটো কারণ আছে। একটি হচ্ছে রেলওয়ের দুর্নীতি, রেলের অপচয়। দুর্নীতি যাতে কমে, অপচয় যাতে বন্ধ হয়, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরেকটি কারণ হচ্ছে, বিনা টিকিটে অনেক যাত্রী রেলে ভ্রমণ করেন।
যাত্রীসাধারণের প্রতি আহ্বান জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, রেলের সেবার মূল্য তুলনামূলকভাবে অনেক কম। এরপরও কিছু কিছু এলাকার যাত্রী ভাড়া দেন না। এভাবে চলতে থাকলে রেলের সেবা বন্ধ হয়ে যাবে। কাউকে ভাড়া দিতে না দেখলে তা রেলের নজরে আনতে অনুরোধ জানান তিনি।
নতুন গন্তব্যের যাত্রীদের উদ্দেশে ফাওজুল কবির খান বলেন, যাঁরা নরসিংদীর মানুষ, ভৈরবের মানুষ, তাঁরা সামাজিকভাবে উদ্বুদ্ধ করবেন, যাতে মানুষ টিকিট কেটে ভাড়া দিয়ে চলাচল করেন। রেলের লোকসান আরও বাড়লে এটাকে মোকাবিলা করার জন্য সেবা কমানো ছাড়া বিকল্প থাকবে না।
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা কমলাপুর স্টেশনে পৌঁছে দুই নম্বর প্ল্যাটফর্মে ভৈরববাজার থেকে নরসিংদী হয়ে ঢাকা আসা প্রথম যাত্রার ট্রেনটিকে সকাল ৯টা ৬ মিনিটের দিকে স্বাগত জানান। এ সময় তিনি ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন। তিনি ট্রেনটির বগিতে ঢুকে পরিবেশ দেখেন।
এরপর পাশের তিন নম্বর প্ল্যাটফর্মে ঢাকা থেকে ছেড়ে যেতে অপেক্ষায় থাকা রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফাওজুল কবির খান। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন। রংপুর এক্সপ্রেস ট্রেনটি ৯টা ১৩ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে যায়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
বাবর শেষ, পাকিস্তানও শেষ, ২২ রানে নেই ৭ উইকেট
দারুণ খেলছিলেন বাবর আজম। ৮২ বলে ৭৮ রান নিয়ে ব্যাটিং করছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। নিউজিল্যান্ডের ৩৪৪ রান তাড়া করতে জিততে পাকিস্তানের দরকার তখন ৬৯ বলে ৯৬ রান। হাতে ৭ উইকেট। অন্য প্রান্তে ছিলেন ৩৩ বলে ৪৪ রান করা সালমান আগা।
মানে রান তাড়ায় সঠিক পথেই ছিল পাকিস্তান। এমন সময়ে উইল ও রুর্কের বলে পুল করে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দেন বাবর। ব্যস, পাকিস্তানের আশা ভরসা এখানেই শেষ! ৩ উইকেটে ২৪৯ রান পাকিস্তান শেষ ২২ রান তুলতে হারিয়েছে ৭ উইকেট। গুটিয়ে গেছে ২৭১ রানে। তাতে নেপিয়ারে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জুটেছে ৭৩ রানের হার।