দীঘিনালায় বাজারে লাগা আগুনে পুড়ল ১৬ প্রতিষ্ঠান
Published: 26th, March 2025 GMT
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজরে আগুন লেগে পুড়ে গেছে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঘটনাটি ঘটে বলে জানান দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া।
ওসি জাকারিয়া বলেন, “রাত পৌনে ২টার দিকে লারমা স্কয়ারের পাশে বোয়ালখালী বাজারে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, তৃপ্তি হোটেল থেকে আগুন লেগেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
আরো পড়ুন:
লাভেলো আইসক্রিমের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর
২৮ কেজির কাতল ৭০ হাজার টাকায় বিক্রি
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন বলেন, “খাগড়াছড়ি, লংগদু ও দীঘিনালা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে পুড়ে যায় কাপড়, হার্ডওয়্যারসহ ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান।”
এর আগে, গত ৭ মার্চ শর্ট সার্কিট ও গত বছরের ১৯ সেপ্টেম্বর সন্ত্রাসীদের দেওয়া আগুনে লারমা স্কয়ারে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
ঢাকা/রূপায়ন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ট্রেন দেখে বাড়ি ফেরা হলো না নানা-নাতনির
ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসেছিল পাঁচ বছরের শিশু মুনতাহা। নানা বাবুল সরদার শখ করে নাতনিকে নিয়ে গিয়েছিলেন ট্রেন দেখাতে। কিন্তু দেখে আর ঘরে ফেরা হলো না তাদের। নানাবাড়িতে ঈদ করা হলো না শিশু মুনতাহার। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ হারিয়েছে দু’জনই।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদী-খুলনা রুটের বাঘইল দোতলা সাঁকোর ওপরে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসেছিল মুনতাহা। বৃহস্পতিবার সন্ধ্যায় নানা বাবুল সরদার তাকে নিয়ে বাঘইল দোতলা সাঁকোর ওপরে ওঠেন।
এ সময় ট্রেনের একটি সান্টিং ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বাবুল সরদার। মুনতাহাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, নাতনিকে ট্রেন দেখাতে এসে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।