ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে আলাদা করে আগুন জ্বালানোর প্রয়োজন নেই। আগুন লেগেই থাকে। রাফিনিয়ার সম্ভবত ফুঁ দিয়ে সেই আগুন উসকে দেওয়ার ইচ্ছা হয়েছিল। কিন্তু আগুনে উল্টো মুখটাই পুড়ল রাফিনিয়ার!

মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইয়ে আজ আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে হুংকার ছেড়েছিলেন ব্রাজিল ফরোয়ার্ড। বিশ্বকাপজয়ী তাঁর দেশের কিংবদন্তি রোমারিওর সঙ্গে ‘রোমারিও টিভি’ পডকাস্টে বলেছেন, ‘আমরা ওদের গুঁড়িয়ে দেব। কোনো সন্দেহ নেই। একদম গুঁড়িয়ে দেব মাঠের ভেতরে, দরকার পড়লে মাঠের বাইরেও।’

আরও পড়ুনব্রাজিলকে নিয়ে ‘ছেলেখেলা’ আর্জেন্টিনার, চার গোলে ‘সুখবর’ উদ্‌যাপন ১ ঘণ্টা আগে

ম্যাচে কি দেখা গেল? ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে আর্জেন্টিনা। ৩৭ মিনিটের মধ্যে করেছে তিন গোল। বিরতির পর আরও একটি। বাস্তবতা হচ্ছে, আরও তিন-চারটি গোল করতে পারত আর্জেন্টিনা। মিস করেছেন ফার্নান্দেজ-পারেদেসরা। তবু ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের পর এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে ন্যূনতম ৪ গোল হজমের ঘা কি মুছতে পারবে ব্রাজিল? সময় লাগবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বলছেন, রাফিনিয়া অপরিণামদর্শী হয়ে হুংকার না ছাড়লে আর্জেন্টাইনরা এভাবে জ্বলে উঠতেন না!

আর্জেন্টিনার বিপক্ষে গড়পড়তা খেলেছেন রাফিনিয়া.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন

এছাড়াও পড়ুন:

হারের দায় নিয়ে দরিভাল বললেন, ‘হাল ছাড়ব না’ 

আর্জেন্টিনার বিপক্ষে ‘অসহায় আত্মসমর্পন’ করেছে ব্রাজিল। আর্জেন্টিনার মাঠে ৪-১ গোলে হেরেছে সেলেসাওরা। ৪১ বছর পর আর্জেন্টিনার বিপক্ষে এমন হারের স্বাদ পেল দরিভাল জুনিয়রের দল। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের সবচেয়ে বড় হারও এটি। 

ম্যাচের পরে সংবাদ সম্মেলনে এসে অসহায় আত্মসমর্পন করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রও। জানিয়েছেন, ম্যাচের আগে যে পরিকল্পনা তিনি নিয়েছিলেন তা কাজে লাগেনি। প্রথম মিনিট থেকেই আর্জেন্টিনা তাদের চাপে রাখে। এই হারের দায় নিজের কাঁধে নিয়েছেন দরিভাল। তবে হাল ছাড়বেন না এই বার্তাও দিয়েছেন। 

দরিভাল বলেন, ‘বড় হার। এটা স্বীকার করতেই হবে। কত বড় হার তাও আমি জানি। তবে আমার সন্দেহ নেই যে, আমরা একটা উপায় বের করতে পারবো। ফুটবলে আমার এতো বছরে, এতো অভিজ্ঞতার মধ্যে এটা সবচেয়ে কঠিন মুহূর্ত। তবে আমি হাল ছাড়ছি না। কারণ ক্লাব পর্যায়ে দারুণ অর্জন আছে আমার।’ 

হারের পূর্ণ দায় মাথায় নিয়ে দরিভাল জানিয়েছেন, এমন হারের পর ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে সমর্থন আশা করা বোকামি, ‘সব দায় আমার। ম্যাচ নিয়ে আমরা পরিকল্পনা করেছিলাম। কিন্তু প্রথম মিনিট থেকেই তা কাজে দেয়নি। প্রতি পর্যায়ে আর্জেন্টিনা এগিয়ে ছিল। আমি ব্রাজিলের ভক্তদের কাছে ক্ষমা প্রার্থী।’ 

দরিভাল জানিয়েছেন, ম্যাচের শুরুতে গোল খেয়ে যাওয়ায় তারা চাপে পড়ে যায়। নয়তো আর্জেন্টিনার চার মিডফিল্ডার সামলানোর সব পরিকল্পনা হাতে ছিল তার, ‘আমরা সবসময় প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ করি এবং সম্ভাব্য ম্যাচ পরিস্থিতি নিয়ে পরিকল্পনা করি। আর্জেন্টিনার চার মিডফিল্ডারকে মার্ক করার পরিকল্পনাও নেওয়া হয়েছিল। শুরুতে গোল খেয়ে আমরা চাপে পড়ে যাই। এমনকি ২-১ ব্যবধানের সময়ও আমরা ঠিক মতো প্রতিক্রিয়া দেখাতে পারিনি।’

সম্পর্কিত নিবন্ধ

  • ধোনিদের অসহায় আত্মসমর্পণে ফ্লপ ‘শুক্রবার রাতের ব্লকবাস্টার’
  • হারের দায় নিয়ে দরিভাল বললেন, ‘হাল ছাড়ব না’