৭১ ও ২৪ এর উদ্দেশ্য সাধারণ মানুষের জীবন জীবিকা সুষ্ঠু করা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের আত্মত্যাগের কারণেই আমাদের আজকের স্বাধীনতা। নতুন বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে হবে, যাতে বিশ্ব সমাজে আমাদের কদর আরো বাড়ে।” 

আরো পড়ুন:

জনগণের আস্থা আনতে ঐকমত্যে না পৌঁছানোর উপায় নেই: সৈয়দা রিজওয়ানা

দুর্নীতিমুক্ত হওয়া ছাড়া দেশের কোনো গতি নেই: প্রধান উপদেষ্টা

তিনি বলেন, “২০২৪-এ যে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে, এটাও কিন্তু আরেকটা বিশেষ দিন। অতএব এই দুইটা দিনই কিন্তু আমাদের বাংলাদেশের জাতির সর্বশ্রেষ্ঠ দিন। এই দুইটা দিনের উদ্দেশ্য হলো, সাধারণ মানুষের জীবন জীবিকা সুষ্ঠু করা। আমরা যতদূর সম্ভব তা নিশ্চিতে চেষ্টা করব। সেজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি।” 

ঢাকা/সাব্বির/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

ট্রেন দেখে বাড়ি ফেরা হলো না নানা-নাতনির

ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসেছিল পাঁচ বছরের শিশু মুনতাহা। নানা বাবুল সরদার শখ করে নাতনিকে নিয়ে গিয়েছিলেন ট্রেন দেখাতে। কিন্তু দেখে আর ঘরে ফেরা হলো না তাদের। নানাবাড়িতে ঈদ করা হলো না শিশু মুনতাহার। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ হারিয়েছে দু’জনই।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদী-খুলনা রুটের বাঘইল দোতলা সাঁকোর ওপরে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসেছিল মুনতাহা। বৃহস্পতিবার সন্ধ্যায় নানা বাবুল সরদার তাকে নিয়ে বাঘইল দোতলা সাঁকোর ওপরে ওঠেন। 

এ সময় ট্রেনের একটি সান্টিং ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বাবুল সরদার। মুনতাহাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।  

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, নাতনিকে ট্রেন দেখাতে এসে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। 


 

সম্পর্কিত নিবন্ধ