ব্রাজিলের জালে আর্জেন্টিনার চার গোল
Published: 26th, March 2025 GMT
ছন্দময় আর্জেন্টিনার সামনে বিবর্ণ ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় ব্রাজিলকে নিয়ে রীতিমত ছেলেখেলায় মেতে উঠল আর্জেন্টিনা। সাবেক শিরোপাধারীদের জালে গুনেগুনে ৪ গোল দিল বর্তমান শিরোপাধারীরা।ব্রাজিল শোধ দিয়েছে ১ গোল। তাতে শুধু পরাজয়ের ব্যবধানই কমেছে।
নিজেদের মাঠ বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনার এমন আধিপত্যে বড় পরাজয়কে সঙ্গী করেছে ব্রাজিল। মাঠে নামার আগেই অবশ্য আর্জেন্টিনা বিশ্বকাপ খেলার টিকিট পেয়ে যায়। বাছাই পর্বের অন্য ম্যাচে উরুগুয়ে বলিভিয়াকে হারাতে না পারায় আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার মহাদেশের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট পায়। সেই আনন্দটা আর্জেন্টিনা দ্বিগুন করে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে।
লিওনেল স্কোলানির দলের হয়ে একটি করে গোল করেন জুলিয়েন আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ানো সিমেওনে। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ম্যাথুস সুনহা।
১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা বাছাইপর্বে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিলের সমান ম্যাচে সংগ্রহ কেবল ২১ পয়েন্ট। তারা আছে চার নম্বরে।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আর জ ন ট ন
এছাড়াও পড়ুন:
বাস-মোটরসাইকেল সংঘর্ষে একসঙ্গে তিন ভাইয়ের মৃত্যু
বরগুনার পাথরঘাটায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। নিহতরা আপন তিন ভাই। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া ইউনিয়নের টিকিকাটা গ্রামের নাসির খানের ছেলে নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপারকে আটক করেছে পুলিশ। পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা থেকে রাজিব পরিবহন নামে একটি খালি বাস বেপরোয়া গতিতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে মঠবাড়িয়া থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন তিন ভাই। মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ড্রাইভার ও হেলপাকে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের থানা হেফাজতে নেয়।
নিহতদের বাবা নাসির খান জানান, তার বড় ছেলে নাঈমুজ্জামান শুভ শুক্রবার ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে আসেন। শুভর মামাত ভাই তার বাড়ির জন্য কিছু কেনাকাটা করে তার কাছে দেয়। সেগুলো পৌঁছে দিতে তাঁর তিন ছেলে মঠবাড়িয়া থেকে পাথরঘাটায় যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।
পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।