খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজারে ১৮ দিনের ব্যবধানে দোকানে আবারও আগুন লেগেছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডে ১৬  ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, বাজারের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, যুব রেড ক্রিসেন্ট ও স্থানীয়রা অংশ নেয়।

বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো.

আলমগীর হোসেন বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে বাজারের বিভিন্ন ধরনের অন্তত ১৬ দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি জানতে কাজ চলছে। 

এদিকে, চলতি মাসের ৮ মার্চ রাতে দীঘিনালার বোয়ালখালীর লারমা স্কয়ার বাজারে আগুনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ১৮ দিনের মাথায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনায় হতাশ ব্যবসায়ীরা। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ফাঁকা হচ্ছে ঢাকা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ঢাকা ফাঁকা হচ্ছে।
চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে গতকাল বৃহস্পতিবারই ছিল ঈদের আগে শেষ কর্মদিবস।

গতকাল বিকেলে অফিস-আদালত ছুটির পর থেকে রাজধানীর বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখী মানুষদের ভিড় বাড়তে থাকে।

আজ শুক্রবার সকালে দেখা যায়, লোকজন ব্যাগ নিয়ে ঢাকা ছাড়ছেন। এ জন্য তাঁরা ঢাকার বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটের দিকে ছুটছেন।

ইতিমধ্যে ঢাকার রাস্তাগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আজ সকালে ঢাকার রাস্তাগুলোতে যানবাহনের চাপ দেখা যায়নি। তবে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাট এলাকায় বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশার চাপ রয়েছে। এসব স্থানে যাত্রীদের ভিড় আছে।

গতকাল রাত পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনগুলো সময়মতো ছেড়ে গেছে। ঢাকার বাস টার্মিনালগুলো থেকে বাস ও সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ ছাড়ছে।

ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল সূত্রে জানা যায়, গতকাল ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৮টি যাত্রীবাহী লঞ্চ সদরঘাট টার্মিনাল ছেড়ে গেছে। আর টার্মিনালে লঞ্চ এসেছে ৫৩টি।

যাত্রী ও পরিবহন–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এবার ঈদে ৯ দিনের লম্বা ছুটি পাওয়ায় যাত্রীরা তুলনামূলক স্বস্তিতে ঢাকা ছাড়তে পারছেন।

সম্পর্কিত নিবন্ধ