Risingbd:
2025-03-26@12:05:32 GMT

সাজেকে আগুনে পুড়ে মৃত্যু

Published: 26th, March 2025 GMT

সাজেকে আগুনে পুড়ে মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পাড়ায় জুম পুড়াতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে তুহিন ত্রিপুরা (৪০) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে তিনি মারা যান।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, ‍“সাজেক থেকে দগ্ধ রোগীকে আমাদের এখানে আনা হয়। তার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছিল। রাতে তার মৃত্যু হয়।”

এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে সাজেক পর্যটন কেন্দ্রের পাশের একটি পাহাড়ে জুমে আগুন দেন তুহিন ত্রিপুরা। বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনের মাঝে আটকা পড়েন তুহিন ত্রিপুরা। এসময় তিনি দগ্ধ হন। তাকে উদ্ধারে এগিয়ে আসে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যরা। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

বাবাকে ‘হত্যার’ পর ছেলের মৃত্যু

কুড়িগ্রামে খালে ডুবে ২ শিশুর মৃত্যু

এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে ডাকে বিজিবি। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে বিজিবি সদস্যদের সঙ্গে যোগ দেয়। প্রয়োজনী সরঞ্জাম ও পানি সংকটের ফলে আগুন নিয়ন্ত্রণ করতে অনেক সময় লাগে তাদের।

গত ২৪ ফেব্রুয়ারি সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক স্থাপনা পুড়ে যায়।

ঢাকা/শংকর/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন

এছাড়াও পড়ুন:

পারিবারিক গল্পের ‘অন্তরাত্মা’ মুক্তি পাচ্ছে ঈদে, প্রকাশ পেল প্রথম গান

শুরু থেকেই শোনা যাচ্ছিল, এই ঈদে শাকিব খানের একটি সিনেমাই মুক্তি পাবে। কিন্তু শেষ পর্যন্ত সমীকরণ উল্টো হয়ে হলে। মুক্তির মিছিলে যোগ হয়েছে শাকিব অভিনীত আরেক সিনেমা ‘অন্তরাত্মা’। ফলে  ‘বরবাদ’ সিনেমার সঙ্গে নিজেরই প্রতিযোগিতা বাড়ল শাকিবের। আজ মুক্তি পেয়েছে সিনেমার টাইটেল গান ‘অন্তরাত্মা’।

গীতিকবি রবিউল ইসলাম জীবনের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় শিল্পী জুবিন নটিয়াল। ইন্দ্রদীপ দাশগুপ্তের সংগীতায়জনে গানটিতে রীতিমত দেখা গেছে শাকিব খান ও দর্শনা বণিকের প্রেমের কিছু অংশ।

২০২১ সালে অনেকটা ঢাকঢোল পিটিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শুরু হয়। মহরতের আগেই সিনেমাটি সে বছর রোজার ঈদে মুক্তির পরিকল্পনায় ছিল বলে নিশ্চিত করেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। বিভিন্ন কারণে তা হয়ে ওঠেনি। সবশেষে গেল রোববার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনের জন্য পাঠানো হয়। সেখান থেকে ছাড়পত্র পেয়েই এখন ঈদে মুক্তির প্রস্ততি চলছে ‘অন্তরাত্মা’ টিমের।

‘অন্তরাত্মা’ সিনেমাটির মুক্তির প্রসঙ্গে প্রযোজক সোহানী হোসেন বলছেন, ‘দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে। অবশেষে আমরা সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসছি। এটা ঈদুল ফিতরেই মুক্তি পাবে। সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছে। সেইসঙ্গে আমরা মুক্তির অনুমতি পেয়েছি। এখন হলমালিক থেকে শুরু করে সবার সঙ্গে কথা হচ্ছে। আশাকরি ঈদে সবার সঙ্গে অনন্দ ভাগ করে নিতে পারবো।’

সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সোহানী হোসেনের মূল গল্পে ফেরারী ফরহাদের চিত্রনাট্যে ‘অন্তরাত্মা’র অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।

সম্পর্কিত নিবন্ধ