আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মঙ্গলবার (২৫ মার্চ) রাতে গুজরাট টাইটান্সকে ১১ রানে হারিয়ে ‘আইপিএল-২০২৫’ আসর শুরু করলো পাঞ্জাব কিংস। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দারুণ সূচনা করলো দলটি। প্রথম ম্যাচেই তিনি ৪২ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। আর শশাঙ্ক সিং মাত্র ১৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। তাতে পাঞ্জাব কিংস ৫ উইকেট হারিয়ে তাদের দলীয় সর্বোচ্চ ২৪৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে। জবাবে দিতে নেমে গুজরাট টাইটান্স ৫ উইকেট হারিয়ে ২৩২ রানে থামে।
২৪৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট অবশ্য দুর্দান্ত সূচনা করেছিল। ওপেনার সাই সুদর্শন ও অধিনায়ক শুভমান গিল মিলে ৬১ রানের জুটি গড়েন। তবে গ্লেন ম্যাক্সওয়েল গিলকে ব্যক্তিগত ৩৩ রানে আউট করে পাঞ্জাবকে প্রথম সাফল্য এনে দেন। তবে সুদর্শন তার বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান। কিন্তু ত্রয়োদশ ওভারের তৃতীয় বলে দলীয় ১৪৫ রানের মাথায় আউট হন তিনি। যাওয়ার আগে ৫টি চার ও ৬ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলে যান। তার উইকেটটি নেন অর্শদীপ সিং।
এরপর জস বাটলার ও শেরফানে রাদারফোর্ড ৫৪ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখার চেষ্টা করেন। কিন্তু বদলি খেলোয়াড় বৈশাক বিজয়কুমার ১৫তম ওভারে এসে মাত্র ৫ রান দিয়ে পাঞ্জাবকে এগিয়ে দেন।
বাটলার হাফ সেঞ্চুরি করলেও মার্কো জানসেনের বলে বোল্ড হয়ে ফেরেন। এরপর রাহুল তেওটিয়া মাত্র ৬ রান করেই রান আউট হলে আরও পিছিয়ে পড়ে গুজরাট। জেতার জন্য শেষ দিকে অবশ্য দ্রুত রান তোলার দরকার ছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত রাদারফোর্ড ২৮ বলে ৪৬ রান করেও দলকে জেতাতে পারেননি। অর্শদীপ তাকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন এই পেসার। এছাড়া জানসেন ও ম্যাক্সওয়েলও ১টি করে উইকেট নেন।
তার আগে পাঞ্জাব ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে। প্রিয়াংশ আর্য ২৩ বলে ৪৭ রান করে গুজরাটের বোলারদের ওপর চড়াও হন। ৩.
কাগিসু রাবাদা প্রথম ব্রেকথ্রু এনে দেন প্রভসিমরান সিংকে আউট করে। এরপর নতুন অধিনায়ক আইয়ার মাঠে নামেন এবং দুর্দান্ত ব্যাটিং করেন। আর্য তার সঙ্গে জুটি গড়লেও রশিদ খানের স্পিনে পরাস্ত হয়ে আউট হন।
সাই কিশোর পাঞ্জাবের আজমতুল্লাহ ওমরজাই, গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টয়েনিসকে আউট করলেও আইয়ার ও শশাঙ্ক সিংয়ের ব্যাটিং তাণ্ডব থামেনি। আইয়ার ৯টি ছক্কা ও ৫টি চারের মাধ্যমে ৯৭ রান করে ৩ রানের আক্ষেপে পোড়েন। শেষ ওভারে শশাঙ্ক ২৩ রান নিয়ে পাঞ্জাবের স্কোর ২৪৩ পর্যন্ত নিয়ে যান। তিনি ৬টি চার ও ২টি ছক্কা হাঁকান।
গুজরাটের শেষ দিকের বোলিং ছিল হতাশাজনক। শেষ ৮ ওভারে তারা ১৩৫ রান দিয়ে বসে। ফিল্ডিংও তেমন ভালো ছিল না। যার ফলে পাঞ্জাব কিংস তাদের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নেয়।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট প রথম
এছাড়াও পড়ুন:
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল আয়ারল্যান্ড
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি টিম টাইগ্রেস। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বাংলাদেশের বিপক্ষে বড় পুঁজি পেয়েছে আয়ারল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রানের সংগ্রহ করেছে আইরিশরা। জিততে হলে বাংলাদেশের লক্ষ্য ২৩৬ রান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে বোলিং পেয়ে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। দলীয় ৬ রানেই ৮ বল খেলে ৪ রান করে রান আউটে কাটা পড়েন সারা। এই ওপেনারের বিদায়ে চতুর্থ ওভারে মাত্র ৬ রানের মাথায় ভাঙে উদ্বোধনী জুটি। ৮ বল খেলে ৪ রান করে রান আউটে কাটা পড়েন সারা। এই ওপেনারের বিদায়ে চতুর্থ ওভারে মাত্র ৬ রানের মাথায় ভাঙে উদ্বোধনী জুটি।
তবে শুরুর সেই ধাক্কা সামাল দেন লুইস ও অ্যামি হান্টার। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৫০ রান। ১৪তম ওভারে জান্নাতুল ফেরদৌসকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৪৩ বলে ২৪ রান করেছেন লুইস। অধিনায়কের বিদায়ের পর হান্টারের সঙ্গে যোগ দেন ওরলা পেন্ডারগেস্ট। তবে এরপর বেশিক্ষণ টিকতে পারেননি হান্টার। ভালো শুরুর পর ফিরেছেন দুর্ভাগ্যজনক রান আউটে। সাজঘরে ফেরার আগে ৩৮ বলে ৩৩ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার।
এরপর ৪র্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে ৭২ রানের জুটি গড়েন পেন্ডারগেস্ট ও লরা ডেলানি। দলীয় ১৪৯ রানে রাবেয়া খানের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ৪১ রানে ফেরেন পেন্ডারগেস্ট। এরপর লিহ পলকে নিয়ে ৩৩ রানের জুটি গড়েন ডেলানি। তার বিদায়ে ভাঙে এই জুটি। সাজঘরে ফেরার আগে ৭৫ বলে ৬৩ রান করেন ডেলানি। এরপর ছোট ছোট জুটিতে দলীয় স্কোর ২৩৫ রানে নিয়ে যায় আইরিশদের লোয়ার অর্ডার। ক্রিস্টিনা ১০, ক্যানিং ৪ রান করেন। ২৪ রানে কেলি ও ৭ রানে অপরাজিত থাকেন মাগুইরে।
বাংলাদেশের হয়ে ৩টি উইকেট শিকার করেন রাবেয়া। ২টি ফাহিমার ও ১টি নেন জান্নাতুল ফেরদৌস
বাংলাদেশ একাদশ: ইশমা তানজিম, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সুবহানা মুস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও মারুফা আক্তার।