এক হাজার ৫৩৯ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর স্ত্রী ফারজানা পারভীনের নামে আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামলা দুটি করেন। পরে কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলা দুটি করা হয়েছে।’

গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর ২৪ আগস্ট ব্যবসায়ী সাইফুল আলমের অবৈধ সম্পদের অভিযোগ নিয়ে অনুসন্ধানে নামে দুদক।

মামলায় সাইফুল আলমের বিরুদ্ধে অভিযোগ করা হয়, ৭৯৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা মূল্যের সম্পদ অবৈধভাবে অর্জন করে ভোগদখল করে আসছেন তিনি। এজাহারে আরও বলা হয়, সাইফুল আলম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান একজন পাবলিক সার্ভেন্ট। আয়কর নথি অনুযায়ী করবর্ষ ২০১০-১২ এর রিটার্ন দাখিলের আগ পর্যন্ত তাঁর আগের সঞ্চয় ছিল ৯৭ কোটি ৩৯ লাখ ৮৯ হাজার ৭ টাকা।

২০১১-১২ থেকে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত অতীত সঞ্চয়সহ সাইফুল ইসলামের গ্রহণযোগ্য আয় ২৫৬ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার ৯৭৫ টাকা। এ সময় তাঁর মোট ব্যয় ৯৭ কোটি ৩২ লাখ ৭ হাজার ৯৪০ টাকা।

অনুসন্ধানে দুদক দেখতে পেয়েছে, সাইফুল আলম ৯৫৫ কোটি ৩১ লাখ ৯৩ হাজার ৪৫৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। ব্যয়সহ তাঁর মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৫২ কোটি ৬৪ লাখ ১ হাজার ৩৯৯ টাকা। গ্রহণযোগ্য আয় বাদ দিলে তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ৭৯৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।

অন্যদিকে, সাইফুল আলমের স্ত্রীর বিরুদ্ধে মামলায় অভিযোগ, তিনি ৭৪৩ কোটি ৫৭ লাখ ১ হাজার ৪৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে দেখা যায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালক ফারজানার স্থাবর-অস্থাবর, ব্যয়সহ মোট সম্পদের পরিমাণ ৭৫৯ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ১৩ টাকা। তাঁর অতীত সঞ্চয়সহ গ্রহণযোগ্য আয় ১৬ কোটি ৩০ লাখ ৭৫ হাজার ৫৬৫ টাকা। বাকি ৭৪৩ কোটি ৫৭ লাখ ১ হাজার ৪৫৩ টাকার সম্পদের বৈধ কোনো উৎস নেই, যা তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, সাইফুল আলম ও তাঁর স্ত্রীর নামে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় সম্পদ রয়েছে। সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডসহ অন্যান্য দেশেও স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে আয়কর নথিতে তা অন্তর্ভুক্ত না থাকায় এ সম্পদকে পাচার বলছে দুদক। বিদেশে সম্পদের বিস্তারিত তথ্য পাওয়ার ওপর নির্ভর করে মামলার তদন্তে তা যুক্ত করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এস আলম স থ বর

এছাড়াও পড়ুন:

বিসিএসআইআরে চাকরি, ৯ম গ্রেডসহ পদ ২১

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) রাজস্ব খাতে একাধিক পদে জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ১৩ ক্যাটাগরির স্থায়ী পদে ৯ম থেকে ১১তম গ্রেডে ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সায়েন্টিফিক অফিসার

বিষয়: কেমিস্ট্রি

পদসংখ্যা: ৩

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসিসহ (অনার্স) এমএসসি অথবা প্রথম শ্রেণিতে এমএসসি ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি। শিক্ষাজীবনে পরীক্ষার কোনোটিতেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বয়স: ২৪ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২. পদের নাম: সায়েন্টিফিক অফিসার

বিষয়: অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং

পদসংখ্যা: ১

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসিসহ (অনার্স) এমএসসি অথবা প্রথম শ্রেণিতে এমএসসি ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি। শিক্ষাজীবনে পরীক্ষার কোনোটিতেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বয়স: ২৪ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম: সায়েন্টিফিক অফিসার

বিষয়: বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি

পদসংখ্যা: ১

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসিসহ (অনার্স) এমএসসি অথবা প্রথম শ্রেণিতে এমএসসি ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি। শিক্ষাজীবনে পরীক্ষার কোনোটিতেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বয়স: ২৪ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম: সায়েন্টিফিক অফিসার

বিষয়: মাইক্রোবায়োলজি

পদসংখ্যা: ১

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসিসহ (অনার্স) এমএসসি অথবা প্রথম শ্রেণিতে এমএসসি ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি। শিক্ষাজীবনে পরীক্ষার কোনোটিতেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বয়স: ২৪ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৫. পদের নাম: সায়েন্টিফিক অফিসার

বিষয়: ফার্মেসি

পদসংখ্যা: ১

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসিসহ (অনার্স) এমএসসি অথবা প্রথম শ্রেণিতে এমএসসি ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি। শিক্ষাজীবনে পরীক্ষার কোনোটিতেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বয়স: ২৪ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৬. পদের নাম: সায়েন্টিফিক অফিসার

বিষয়: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

পদসংখ্যা: ১

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসিসহ (অনার্স) এমএসসি অথবা প্রথম শ্রেণিতে এমএসসি ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি। শিক্ষাজীবনে পরীক্ষার কোনোটিতেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বয়স: ২৪ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে বড় নিয়োগ, পদ ১৩৩০চীনের সেরা ১০ স্কলারশিপ: টিউশন ফি মওকুফ-আবাসন-চিকিৎসার সঙ্গে মিলবে মাসিক ভাতাও৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন, আওতার বাইরে যাঁরা

৭. পদের নাম: সায়েন্টিফিক অফিসার

বিষয়: ফুড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

পদসংখ্যা: ১

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসিসহ (অনার্স) এমএসসি অথবা প্রথম শ্রেণিতে এমএসসি ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি। শিক্ষাজীবনে পরীক্ষার কোনোটিতেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বয়স: ২৪ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৮. পদের নাম: সায়েন্টিফিক অফিসার

বিষয়: জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি

পদসংখ্যা: ১

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসিসহ (অনার্স) এমএসসি অথবা প্রথম শ্রেণিতে এমএসসি ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি। শিক্ষাজীবনে পরীক্ষার কোনোটিতেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বয়স: ২৪ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৯. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

বিষয়: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং

পদসংখ্যা: ১

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

বয়স: ২৪ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

১০. পদের নাম: রিসার্চ কেমিস্ট

বিষয়: কেমিস্ট্রি

পদসংখ্যা: ৬

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণিতে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।

বয়স: ২৪ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

১১. পদের নাম: রিসার্চ ফিজিসিস্ট

বিষয়: ফিজিকস

পদসংখ্যা: ১

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণিতে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।

বয়স: ২৪ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

১২. পদের নাম: রিসার্চ বোটানিস্ট

বিষয়: বোটানি

পদসংখ্যা: ১

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণিতে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।

বয়স: ২৪ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

আরও পড়ুনবিসিআইসিতে বড় নিয়োগ, পদ ৬৮৯২১ মার্চ ২০২৫

১৩. পদের নাম: রিসার্চ ফার্মাকোলজিস্ট

বিষয়: ফার্মেসি

পদসংখ্যা: ২

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়সহ কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণিতে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।

বয়স: ২৪ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

আরও পড়ুনরেশম উন্নয়ন বোর্ডে চাকরি, তিন ক্যাটাগরিতে পদ ৫০২১ ঘণ্টা আগে

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (http://bcsir23.teletalk.com.bd) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে (https://bcsir.gov.bd/sites/default/files/files/bcsir.portal.gov.bd/notices/d33ee8a0_b5ae_4186_bd4a_122e8ca143c3/2025-03-24-09-24-5d813617cbf53540e740acbcb8f9122c.pdf) জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করা যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে (https://www.facebook.com/alljobsbdteletalk) মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। গত ১ আগস্ট ২০২৪ তারিখে প্রকাশিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তির (নং ৩৯.০২.০০০০.০০৭.১১.১১৭.২৪-২৪১, তারিখ ২৯.০৭.২০২৪) পরিপ্রেক্ষিতে আবেদনকারী প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আবেদনকারী প্রার্থীদের আবেদন সংরক্ষণ করা হয়েছে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১ থেকে ৯ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা; ১০ থেকে ১৩ নম্বর পদের জন্য ১৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৫, বিকেল পাঁচটা পর্যন্ত।

আরও পড়ুনবাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরি, পদ ২৭, আবেদন করতে পারবেন যাঁরা২৪ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বিসিএসআইআরে চাকরি, ৯ম গ্রেডসহ পদ ২১
  • সারজিসের শতাধিক গাড়ির বহর নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা
  • পঞ্চগড়ে সারজিসের গাড়িবহর নিয়ে ‘পরিষ্কার ব্যাখ্যা’ চাইলেন এনসিপি নেত্রী তাসনিম জারা
  • জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন, মহাসচিব পদে মামুনকে স্বীকৃতির আবেদন