দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়া বাছাইপর্বের অন্য ম্যাচে উরুগুয়েকে বলিভিয়া হারাতে না পারায় ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগেই বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়ে যায় লিওনেল স্কালোনির দলের। বুয়েনস এইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় ভোর ৬টায় ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এল আলতোয় উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্বাগতিক বলিভিয়া। এতে শীর্ষ ছয় দলের একটি হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। ২০২৬ সালে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। এর বাছাইয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে। সপ্তম দলটিকে দিতে হবে প্লে অফ পরীক্ষা।

উরুগুয়ের সঙ্গে ড্রয়ের পর ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সাতে বলিভিয়া। শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট। বলিভিয়া বাছাইপর্বে আর চারটি ম্যাচ খেলবে। এই চার ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ১৪ পয়েন্টের ব্যবধান কমানো বলিভিয়ার পক্ষে অসম্ভব। উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া জিততে পারলে তখন ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই চলত আর্জেন্টিনার।

১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট পাওয়া উরুগুয়ে চারে। প্যারাগুয়ে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পাঁচে। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে কলম্বিয়া।

বলিভিয়া-উরুগুয়ে ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফার পোস্টে লেখা হয়, ‘২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা।’ দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের এক্স হ্যান্ডলে করা পোস্টে লেখা হয়, ‘অভিনন্দন আর্জেন্টিনা! ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্রথম কোচ হিসেবে আর্জেন্টিনাকে দুটি বিশ্বকাপে খেলানোর যোগ্যতা অর্জন করালেন স্কালোনি। তাঁর হাত ধরে ২০২২ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে চ্যাম্পিয়নও হয় আর্জেন্টিনা। আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোসহ জাপান, নিউজিল্যান্ড, ইরান ও আর্জেন্টিনা এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন র ১৩ ম য চ বল ভ য়

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় বিএনপি ও শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভি

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ফতুল্লা আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির ও বিএনপি নেতা নাসিম আবেদীনের বিরুদ্ধে। 

একদিকে বিদ্যালয়ের জমি দখলের খবরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও জাফর সাদিক চৌধুরী। 

জমি দখলের খবরে ছুটে আসেন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ফতুল্লার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় জাফর সাদিক জমি দখল করে স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের ডেকে বিদ্যালয়ের জমি ছেড়ে দেয়ার নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে সদর ইউএনও জাফর সাদিক চৌধুরী বলেন, আমি জমি দখলদার ডেকে তিনদিনের মধ্যে জমির দখল মুক্ত করে দেয়ার নির্দেশ দিয়েছি। অন্যথায় তাঁদের বিরুদ্ধে মামলা হবে।

সম্পর্কিত নিবন্ধ