দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়া বাছাইপর্বের অন্য ম্যাচে উরুগুয়েকে বলিভিয়া হারাতে না পারায় ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগেই বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়ে যায় লিওনেল স্কালোনির দলের। বুয়েনস এইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় ভোর ৬টায় ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এল আলতোয় উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্বাগতিক বলিভিয়া। এতে শীর্ষ ছয় দলের একটি হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। ২০২৬ সালে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। এর বাছাইয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে। সপ্তম দলটিকে দিতে হবে প্লে অফ পরীক্ষা।

উরুগুয়ের সঙ্গে ড্রয়ের পর ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সাতে বলিভিয়া। শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট। বলিভিয়া বাছাইপর্বে আর চারটি ম্যাচ খেলবে। এই চার ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ১৪ পয়েন্টের ব্যবধান কমানো বলিভিয়ার পক্ষে অসম্ভব। উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া জিততে পারলে তখন ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই চলত আর্জেন্টিনার।

১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট পাওয়া উরুগুয়ে চারে। প্যারাগুয়ে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পাঁচে। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে কলম্বিয়া।

বলিভিয়া-উরুগুয়ে ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফার পোস্টে লেখা হয়, ‘২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা।’ দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের এক্স হ্যান্ডলে করা পোস্টে লেখা হয়, ‘অভিনন্দন আর্জেন্টিনা! ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্রথম কোচ হিসেবে আর্জেন্টিনাকে দুটি বিশ্বকাপে খেলানোর যোগ্যতা অর্জন করালেন স্কালোনি। তাঁর হাত ধরে ২০২২ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে চ্যাম্পিয়নও হয় আর্জেন্টিনা। আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোসহ জাপান, নিউজিল্যান্ড, ইরান ও আর্জেন্টিনা এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন র ১৩ ম য চ বল ভ য়

এছাড়াও পড়ুন:

মাঠে নামার আগেই বিশ্বকাপে খেলার টিকিট পেল আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়া বাছাইপর্বের অন্য ম্যাচে উরুগুয়েকে বলিভিয়া হারাতে না পারায় ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগেই বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়ে যায় লিওনেল স্কালোনির দলের। বুয়েনস এইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় ভোর ৬টায় ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এল আলতোয় উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্বাগতিক বলিভিয়া। এতে শীর্ষ ছয় দলের একটি হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। ২০২৬ সালে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। এর বাছাইয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে। সপ্তম দলটিকে দিতে হবে প্লে অফ পরীক্ষা।

উরুগুয়ের সঙ্গে ড্রয়ের পর ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সাতে বলিভিয়া। শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট। বলিভিয়া বাছাইপর্বে আর চারটি ম্যাচ খেলবে। এই চার ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ১৪ পয়েন্টের ব্যবধান কমানো বলিভিয়ার পক্ষে অসম্ভব। উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া জিততে পারলে তখন ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই চলত আর্জেন্টিনার।

১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট পাওয়া উরুগুয়ে চারে। প্যারাগুয়ে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পাঁচে। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে কলম্বিয়া।

বলিভিয়া-উরুগুয়ে ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফার পোস্টে লেখা হয়, ‘২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা।’ দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের এক্স হ্যান্ডলে করা পোস্টে লেখা হয়, ‘অভিনন্দন আর্জেন্টিনা! ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্রথম কোচ হিসেবে আর্জেন্টিনাকে দুটি বিশ্বকাপে খেলানোর যোগ্যতা অর্জন করালেন স্কালোনি। তাঁর হাত ধরে ২০২২ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে চ্যাম্পিয়নও হয় আর্জেন্টিনা। আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোসহ জাপান, নিউজিল্যান্ড, ইরান ও আর্জেন্টিনা এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

সম্পর্কিত নিবন্ধ

  • আনচেলত্তিকে প্রস্তাব দিয়ে কী জবাব পেল ব্রাজিল 
  • ‘নিষিদ্ধ’ ইরান কি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যেতে পারবে
  • বিশ্বকাপ পাওয়ার র‌্যাঙ্কিং: শীর্ষে আর্জেন্টিনা, জার্মানির উত্থান, তলানিতে ব্রাজিল
  • বিশ্বকাপ পাওয়ার র‌্যাঙ্কিং: শীর্ষে আর্জেন্টিনা, তলানিতে ব্রাজিল-বেলজিয়াম 
  • ‘মেসির সিদ্ধান্ত মেসিই নেবে’—আর্জেন্টাইন অধিনায়কের ২০২৬ বিশ্বকাপে খেলা না–খেলা নিয়ে স্কালোনি
  • আর্জেন্টিনাসহ কোন কোন দলের বিশ্বকাপ নিশ্চিত, আর কারা পথে আছে
  • টানা চতুর্থবার বিশ্বকাপে ইরান, নিশ্চিত করলো আরও যে ছয় দল
  • ২০২৬ বিশ্বকাপের টিকিট পেল ইরান
  • আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত