নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতি থামছেই না। একের পর এক ডাকাতির ঘটনায় পুরো উপজেলায় আতঙ্ক বিরাজ করছে। গত সোমবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি গ্রামে আহসান হাবিব, আব্দুল হেকিম ও মজিবুল্লাহর মিয়ার বাড়িতে ডাকাতি হয়েছে।
ভুক্তভোগী আহসান হাবিব জানান, সোমবার রাত দেড়টার দিকে তাঁর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ১০-১২ জন মুখোশধারী ডাকাত একতলা ভবনের দরজার তালা ভেঙে ঢুকে পড়ে। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান আসবাব লুটে নেয়। এর পর ডাকাত দল তাঁর বাড়ির পাশে ব্যবসায়ী আব্দুল হেকিম ভূঁইয়ার বাড়ির দরজা ভেঙে ঢুকে একই কায়দায় নগদ ৪৫ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান আসবাব লুটে নেয়।
সবশেষে ডাকাত দল মজিবুল্লাহ মিয়ার বাড়িতে হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ঢুকে নগদ ১০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
এক রাতে তিনি বাড়িতে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এর আগে বুধবার এক রাতে তিন বাড়িতে ও শুক্রবার রাতে এক বাড়িতে ডাকাতি হয়।
স্থানীয়দের ভাষ্য, ঈদ যতই ঘনিয়ে আসছে ডাকাতরা বেপরোয়া হয়ে উঠছে। পুলিশের টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি চিহ্নিত ডাকাতদের গ্রেপ্তার করার দাবি জানান তারা।
ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
চীনের আগে ভারতে যেতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশের প্রধান উপদেষ্টা সবার আগে ভারত সফরেই যেতে চেয়েছিলেন। কিন্তু নয়া দিল্লি থেকে তিনি এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া পাননি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’কে এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার দ্য হিন্দুকে প্রেস সচিব বলেন, চীন সফর চূড়ান্ত করার অনেক আগে প্রধান উপদেষ্টা ভারতে যেতে চেয়েছিলেন। সেই ইচ্ছা প্রকাশ করে অন্তর্বর্তী সরকার গত ডিসেম্বরেই দিল্লিকে বার্তা পাঠিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ভারত থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি।
তিনি জানান, বাংলাদেশ ওই আগ্রহ প্রকাশ করেছিল চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে।
বুধবার শুরু হচ্ছে ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর। এই সফরে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের বৈঠক হবে।
চীন থেকে ফিরেই প্রধান উপদেষ্টা ব্যাংককে যাবেন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে। ৩ ও ৪ এপ্রিল সেই সম্মেলনে ইউনূস চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে।
প্রেস সচিব এই প্রসঙ্গে বলেন, “থাইল্যান্ডে আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনের সময় আমরা অধ্যাপক ইউনূস এবং মোদির মধ্যে বৈঠকের জন্য আরেকটি অনুরোধ করেছি এবং আমরা ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।”
ঢাকা/শাহেদ