সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মুজিবর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে জনতা। গতকাল মঙ্গলবার পৌরসদরে এ ঘটনা ঘটে। শিশুর চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাঁকে পিটুনি দেয়। তিনি উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী শিশু বাড়ির পাশে পানি আনতে গিয়েছিল। এ সময় রাস্তায় একা পেয়ে পেশায় রাজমিস্ত্রি মুজিবর শিশুটির এক প্রতিবেশীর বাড়ি চিনিয়ে দিতে বলে। একপর্যায়ে তার শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেন। এতে ভয় পেয়ে শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে মুজিবরকে আটকে ফেলে।

শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী। মুজিবর রহমানের স্বজন ইউপি সদস্য আশরাফুজ্জামান মন্টু বলেন, ‘মুজিবর সেখানে একটি বাড়িতে কাজের জন্য গিয়েছিলেন। সেখানে বাড়ি চিনতে না পেরে এক শিশুর সঙ্গে কথা বলতে গিয়ে তাঁর শরীরে খারাপভাবে হাত দিতে পারেন।’

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি মো.

হুমায়ুন কবির মোল্যা বলেন, ঘটনার শিকার শিশুর মায়ের করা মামলায় আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ম জ বর

এছাড়াও পড়ুন:

বন্দরে ডাকাত সরদার ভাল্লুক গ্রেপ্তার  

বন্দরে চালক ও হেলপারকে মারধর করে ট্রাকসহ কোটি টাকা মূল্যের কানেকন্টর ডাকাতি করে নিয়ে যাওয়ার মামলায় ডাকাত সরদার নূরে আলম ভাল্লুক (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ডাকাত নূরে আলম ভাল্লুক বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের রামনগর এলাকার শামসুল হক ওরফে সামু ডাকাতের ছেলে। ধৃতকে উল্লেখিত মামলায় মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।  

গত সোমবার (২৪ মার্চ) দুপুরে বন্দর থানার রামনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যার মামলা নং-৯(১)২৫ ধারা- ৩৯৫/ ৩৯৭ পেনাল কোড। এর আগে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর রাতে মদনপুর-মদনগঞ্জ সড়কের বন্দরের তালতাল এলাকায় এ  ডাকাতির ঘটনাটি ঘটে।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, ঢাকার  আশুলিয়া কবিরপুর এলাকায় অবস্থিত গ্রীন ডাইনেস্টি লিমিটেড নামের তাদের এক ফ্যাক্টরি থেকে গত বুধবার রাতে ৪ লাখ ৭৫  হাজার পিছ কানেকন্টর নিয়ে একটি ট্রাক বন্দরের লক্ষনখোলা এলাকায় অবস্থিত ডিজেডিসি চায়না ব্যাটারী ফ্যাক্টরির উদ্দেশে রওনা হয়।

বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে মদনপুর- মদনগঞ্জ সড়কের ইস্পাহানি তালতলা এলাকায় ট্রাকটি এলে  ১২/১৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ট্রাকের গতিরোধ করে। পরে  অস্ত্রের মুখে  জিম্মি করে চালক হেলপারকে মারধর করে কানেকন্টর ভর্তি ট্রাক ছিনিয়ে নিয়ে যায়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে ডাকাত সরদার ভাল্লুক গ্রেপ্তার  
  • শ্যালকের ধাওয়ায় বাড়ি থেকে পালালেন, পরে নদীর চরের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জমি নিয়ে বিরোধে ভাই-ভাতিজার হাতে প্রতিবন্ধীর মৃত্যু