ছাত্রদল নেতা আশিক খাঁ হত্যাকাণ্ড: দুই বিএনপি নেতাকে বহিষ্কার
Published: 26th, March 2025 GMT
কিশোরগঞ্জের কটিয়াদীতে কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদল নেতা আশিক খাঁ খুনের ঘটনায় দুই বিএনপি নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। সোমবার জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন– কটিয়াদী উপজেলা বিএনপির সহসভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল এবং উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবক।
এদিকে বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতারা। কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন বলেন, জেলা কমিটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কোনো নেতার অপরাধের দায় দল নেবে না। আশিক হত্যায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।
জেলা বিএনপির সিদ্ধান্তে সন্তোষ জানিয়ে কটিয়াদী উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী বলেন, বিএনপি নেতা আশিকুজ্জামান নজরুল ও রিয়াজুল ইসলাম সেবকের নেতৃত্বে ছাত্রদল কর্মী আশিকের ওপর হামলা হয়। পুলিশ ও হাজার হাজার মানুষের সামনেই ওই ছাত্রদল নেতাকে খুন করা হয়।
কটিয়াদী ছাত্রদলের সাধারণ সম্পাদক তহসিবুল হাসিব বলেন, আশিক ছাত্রদলের নেতা ছিলেন। তাঁকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই নেতাকে শাস্তি দেওয়ায় জেলা বিএনপি নেতাদের অভিনন্দন জানান তিনি।
গত শনিবার কটিয়াদীর চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকা শিক্ষা বোর্ডে করা একটি অভিযোগের ভিত্তিতে বোর্ডের কলেজ পরিদর্শক মো.
এ সময় পরিদর্শকদের উপস্থিতিতে বিএনপি নেতা অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবক ও কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলী হায়দার বাবুলের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দনের লোকজনের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক খাঁ নিহত ও ঢাকা শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্তত ১০ জন আহত হন।
এ ঘটনায় নিহত ছাত্রদল নেতা আশিকের মা রিতা আক্তার বাদী হয়ে উপজেলা বিএনপির সহসভাপতি ও চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ২৯ জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
কটিয়াদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ওই মামলার এজাহারভুক্ত আসামি অ্যাডভোকেট আলী হায়দার বাবুল ও আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ছ ত রদল ন ত ব এনপ র স ছ ত রদল র ল ইসল ম উপজ ল
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ইফতার ও দোয়া মাহফিল
হবিগঞ্জের মাধবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ রোববার মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে স্থানীয় একটি কনভেশন সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ মো. শাহজাহান, পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খাঁন, সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী অলিউল্লাহ, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাবেক মেয়র হাবিবুর রহমান, চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সহসভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খাঁন, বাবুল হোসেন প্রমুখ।
সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন, দেশে এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপি এ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। গত ১৭ বছরে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্টা করতে আমাদের অনেক কর্মী শহীদ হয়েছেন। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ নির্বাচন চায়। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
প্রসঙ্গত, গত কয়েক দিনে মাধবপুর উপজেলা ও পৌরসভার ১০৮টি ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার আয়োজন করা হয়েছে।