বালুতে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার
Published: 26th, March 2025 GMT
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালুতে পুঁতে রাখা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ধরলা সেতু থেকে দেড় কিলোমিটার দূরে নির্জন বালুচর থেকে লাশটি উদ্ধার করা হয়।
কৃষক রফিকুল ইসলাম ও আব্দুল খালেক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কাজে যাওয়ার সময় বালুর নিচে চাপা পরা দুটি পা দেখেন তারা। বিষয়টি অন্যদের জানালে তারা থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি রংপুর পুলিশের ক্রাইম টিমকে জানানো হয়েছে। তারা এসে বিষয়টি তদন্ত করবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি।
বুধবার (২৬ মার্চ) রূপালী ব্যাংকের পক্ষে ঢাকা উত্তর-পশ্চিম জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মুক্তার হোসেন ও মো. ফজলুর রহমান চৌধুরী স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের মার্কেটিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আবদুল মান্নান মিয়াসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বুধবার ভোরে প্রধান কার্যালয়সহ দেশের সকল শাখা, জোনাল অফিস ও বিভাগীয় কার্যালয় সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রধান কার্যালয়সহ সকল শাখা/কার্যালয়ের দর্শনীয় স্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ব্যানার স্থাপন করা হয়। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ সন্ধ্যা থেকে প্রধান কার্যালয় ভবনে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মঙ্গলবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহিদদের স্মরণে প্রধান কার্যালয়ে দোয়ার আয়োজন করা হয়।
ঢাকা/এনএইচ