বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিয়মিত বৈঠক সম্পর্কিত ইন্ডিয়া টুডের প্রতিবেদনের তথ্য নাকচ করে বলেছে, সংবাদমাধ্যমটি মিথ্যা ও বানোয়াট তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার আইএসপিআরের এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এসেছে যে ইন্ডিয়া টুডে আবারও বাংলাদেশ সেনাবাহিনীর অনুষ্ঠিত একটি নিয়মিত বৈঠক সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্যের ওপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।’

এতে বলা হয়েছে, আজ (২৫ মার্চ ২০২৫) প্রকাশিত ‘প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভ্যুত্থানের সম্ভাবনার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী জরুরি বৈঠক করেছে’ শীর্ষক প্রতিবেদনটি অপসাংবাদিকতার চর্চা এবং একসময়ের খ্যাতিমান সংবাদমাধ্যমটির বিভ্রান্তিকর তথ্য সরবরাহকারী হিসেবে পতিত হওয়ার একটি উজ্জ্বল নজির।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, কোনো নির্ভরযোগ্য সূত্র বা যাচাইযোগ্য প্রমাণবিহীন এই প্রতিবেদন বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ভিত্তিহীন গুজব ছড়ানোর আরেকটি প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। এতে উপস্থাপিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘আসন্ন অভ্যুত্থান’ সম্পর্কিত দাবি সম্পূর্ণ বিভ্রান্তিমূলক।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ‘ইন্ডিয়া টুডে’ বারবার দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা উপেক্ষা করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে যাচ্ছে, যা গভীর উদ্বেগের বিষয়।

আইএসপিআরের প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ইন্ডিয়া টুডে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা এটিই প্রথম নয়। এর আগে ‘২০২৫ সালের ১১ মার্চ আমরা এক প্রতিবাদলিপিতে এই ধরনের বিভ্রান্তিকর ও তথ্যগতভাবে ভুল প্রতিবেদনের বিষয় উন্মোচন ও খণ্ডন করেছি।’

প্রতিবাদলিপিতে আরও বলা হয়েছে, এই ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে যাওয়া ইন্ডিয়া টুডের সম্পাদকীয় নীতির ব্যাপারে উদ্বেগজনক ইঙ্গিত দেয়, যা সত্য প্রচারের পরিবর্তে চাঞ্চল্য সৃষ্টির দিকে ধাবিত হয়েছে বলে মনে হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সেবায় এবং গণতন্ত্র ও শান্তি রক্ষার নীতি সমুন্নত রাখার জন্য তাদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়েছে, ‘আমরা ইন্ডিয়া টুডেসহ সকল সংবাদমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করতে এবং দুই দেশের জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভেদ ও অবিশ্বাস তৈরি করে এমন ভিত্তিহীন ও ক্ষতিকর প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইন ড য়

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২৫ মার্চ ২০২৫)

এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ।

এশিয়ান কাপ ফুটবল: বাছাইপর্ব

বাংলাদেশ-ভারত
সন্ধ্যা ৭-৩০ মি., টি স্পোর্টস

ঢাকা প্রিমিয়ার লিগ

লিজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স
সকাল ৯টা, টি স্পোর্টস টিভি ও ইউটিউব

গাজী গ্রুপ-গুলশান
সকাল ৯টা, টি স্পোর্টস টিভি ও ইউটিউব

ব্রাদার্স-পারটেক্স
সকাল ৯টা, টি স্পোর্টস টিভি ও ইউটিউব

আইপিএল

গুজরাট -পাঞ্জাব
রাত ৮টা, স্টার স্পোর্টস ১, টি স্পোর্টস টিভি/অ্যাপ

বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব: ইউরোপ

মলদোভা-এস্তোনিয়া
রাত ১১টা, সনি স্পোর্টস ২

উত্তর মেসিডোনিয়া-ওয়েলস
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ১

ইসরায়েল-নরওয়ে
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ২

জিব্রাল্টার-চেক প্রজাতন্ত্র
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ৫

বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব: আফ্রিকা

নাইজেরিয়া-জিম্বাবুয়ে
রাত ১০টা, ফিফা প্লাস ওয়েবসাইট

বেনিন-দক্ষিণ আফ্রিকা
রাত ১০টা, ফিফা প্লাস ওয়েবসাইট

ক্যামেরুন-লিবিয়া
রাত ১টা, ফিফা প্লাস ওয়েবসাইট

মিসর-সিয়েরা লিওন
রাত ১টা, ফিফা প্লাস ওয়েবসাইট

আলজেরিয়া-মোজাম্বিক
রাত ৩টা, ফিফা প্লাস ওয়েবসাইট

সেনেগাল-টোগো
রাত ৩টা, ফিফা প্লাস ওয়েবসাইট

মরক্কো-তানজানিয়া
রাত ৩-৩০ মি., ফিফা প্লাস ওয়েবসাইট

সম্পর্কিত নিবন্ধ

  • দাখিল পরীক্ষা ২০২৫–এর নতুন রুটিন, বদলে গেল বাংলা প্রথম পত্র–উচ্চতর গণিত পরীক্ষার তারিখ
  • আজ টিভিতে যা দেখবেন (২৬ মার্চ ২০২৫)
  • সেনাবাহিনীতে ‘ক্যু’ নিয়ে ইন্ডিয়া টুডের খবর মিথ্যা ও বানোয়াট: আইএসপিআর
  • নারীর প্রতি সহানুভূতি, নাকি অনুভূতির রাজনীতি
  • স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
  • ব্যান্ডউইডথের দাম কমানোর সুবিধা গ্রাহক কতটা পাবেন
  • আজ টিভিতে যা দেখবেন (২৫ মার্চ ২০২৫)
  • ইন্টারনেটের দাম কমার সুফল কম পাবে গ্রাহক
  • অবৈধ স্যাটেলাইট পে চ্যানেল বন্ধে বিটিআরসির নির্দেশ