বাজারের এক পাশ দিয়ে বেলাব-পোড়াদিয়া সড়ক। এই সড়ক দিয়ে মনোহরদী উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকার হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করে। চলে শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন। ব্যস্ততম এ সড়কে প্রতি বৃহস্পতিবার সড়কে বসে গরু-ছাগলের হাট। ব্যস্ততম সড়কে পশুর হাট বসায় যানজটে তৈরি হচ্ছে জনদুর্ভোগ।
প্রথম দেখায় বোঝার উপায় নেই এটি রাস্তা নাকি পশুর হাট। এমন চিত্র নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের পোড়াদিয়া বাজারের। অভিযোগ রয়েছে, এই বাজারের উন্নয়ন তহবিলে বছরের পর বছর অলস পড়ে আছে কয়েক লাখ টাকা। এই অর্থ পড়ে থাকলেও পশুর হাট সম্প্রসারণ বা নতুন স্থান নির্ধারণে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।
স্থানীয়রা জানান, প্রতি বৃহস্পতিবার বসে পশুর হাট। হাটের ভেতরে জায়গা স্বল্পতার জন্য প্রায় ৪০০ মিটার সড়ক দখল করে চলে গরু-ছাগল বেচাকেনা। যার ফলে সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। সড়কের ওপর পশু রেখে এমনভাবে পথ আটকানো থাকে, যা দেখে যে কারও মনে হতে পারে এটি কোনো সড়ক নয়, বরং পশুর হাট। এ অবস্থায় যানবাহন চলাচলে যেমন ভোগান্তি বাড়ছে, তেমনি দুর্ভোগ বাড়ছে স্থানীয়দের। দীর্ঘদিন ধরে যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ মানুষের এমন দুর্বিষহ অবস্থার কেন অবসান হচ্ছে না, সেটি জানেন না কেউ।
জানা গেছে, বেলাব উপজেলার বিভিন্ন হাটবাজারের মধ্যে পোড়াদিয়া পশুর হাটের ইজারা মূল্য সর্বোচ্চ। অথচ গরু-ছাগলের আলাদা কোনো বাজারের ব্যবস্থা না করে দীর্ঘদিন ধরে দায়সারাভাবে সড়কেই বেচাকেনা চলছে।
সরেজমিন দেখা গেছে, সপ্তাহের বৃহস্পতিবার পোড়াদিয়া বাজারে বসেছে পশুর হাট। হাটের দিন গরু-ছাগলের বর্জ্যে সড়কজুড়ে তৈরি হয় এক নোংরা পরিবেশ। হাটবারে ব্যস্ততম এই সড়কে ভিড় বাড়ে যানবাহনের।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ১৫ কিলোমিটার উত্তরে পোড়াদিয়া বাজার। গরুর হাট হিসেবে আশপাশের কয়েক জেলায় যার সুনাম রয়েছে। কিন্তু বাজারের যথেষ্ট পরিমাণে নির্ধারিত জায়গা না থাকায় গরু বেচাকেনা চলে সড়কে। এই পশুর হাটে মিলিত হয়েছে বেলাব, মনোহরদী, কুলিয়ারচর ও কটিয়াদি এই চার উপজেলা। যার ফলে বাজারটির গুরুত্ব অনেক। বাজারের মধ্য দিয়ে বেলাব উপজেলা সদরে প্রবেশের রাস্তার প্রায় ৪০০ মিটার দখল করে প্রতি  বৃহস্পতিবার চলে গরু বেচাকেনা। হাট বসা সড়ক পারাপারে দুই মিনিটের মতো লাগার কথা, অথচ লাগে ঘণ্টার পর ঘণ্টা। পশুর হাটের জন্য বাধ্য হয়ে প্রতি বৃহস্পতিবার বন্ধ রাখতে হয় সড়কের দু’পাশের দোকানপাট।
অভিযোগ রয়েছে, প্রতি হাটবারে লাখ লাখ টাকা ইজারা নিয়েও বাজারের জন্য কোনো নির্ধারিত জায়গা করতে পারেনি পরিচালনা কমিটি। সড়ক দখল করে পশুর হাট বসানোর কারণে যানজট লেগে থাকে। ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ।
হাটের এক ব্যবসায়ী জানান, পোড়াদিয়া বাজার উপজেলার মধ্যে সবচেয়ে বেশি মূল্যের ইজারার হাট। অথচ দীর্ঘদিন ধরে সড়কে বসছে পশুর হাট। সড়ক ছাড়া যেখানে গরু-ছাগল ও মহিষের হাট সেখানেও বৃষ্টি-বাদলের দিন থাকে হাঁটু পানি। অথচ বাজার উন্নয়ন তহবিলে পরে টাকা। বাজার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তাদের কোনো উদ্যোগই নেই।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাটবারে দোকান খোলা নিয়ে বিপাকে পড়েন তারা। হাট শেষে অপরিচ্ছন্ন, নোংরা বর্জ্যের গন্ধে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। ব্যবসায়ী ও স্থানীয়রা সড়কের জনদুর্ভোগ লাঘবে  প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। তাদের প্রত্যাশা, দ্রুত যাতে গরুর হাটটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
গরু বিক্রেতা আকবর হোসেন বলেন, ‘বাজারে জায়গা নেই, তাই আমরা রাস্তায় দাঁড়িয়েছি। যদি বাজার কমিটি আমাদের জায়গা দেয়, তাহলে আমরা আর রাস্তায় বসব না।’
ট্রাক চালক মনির মিয়া জানান, এখানে গরুর হাটের জন্য তীব্র যানজট লেগে থাকে। ফলে গাড়ি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে।
সড়কের ওপর গরু বাজারের কথা স্বীকার করেছেন ইজারাদার মাহমুদ ফকির। তাঁর ভাষ্য, তাদের বাজারে পর্যাপ্ত খোলা মাঠ না থাকায় বিক্রেতারা মাঝে মধ্যে রাস্তার ওপর বসেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা হয়েছে শিগগিরই খোলা মাঠে বাজার স্থানান্তর হলে সমস্যার সমাধান হবে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন, পোড়াদিয়া গরুর হাটের জায়গা সংকট। যে কারণে মাঝে মধ্যে বিক্রেতারা গরু নিয়ে রাস্তার পাশে দাঁড়ান। এই বিষয়ে নিয়মিত অভিযান চলছে। পাশাপাশি গরু হাটটি খোলা মাঠে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে, তাহলে আর সমস্যা থাকবে না।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গর ব ল ব উপজ ল র জন য সড়ক দ ব যবস সড়ক র য নজট

এছাড়াও পড়ুন:

সাক্ষাৎকারের ২৫ মিনিট আগে আসায় চাকরি হলো না প্রার্থীর

সময়ানুবর্তিতাকে ভালো গুণ হিসেবে দেখা হয়। বিশেষ করে চাকরির সাক্ষাৎকারের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় এই গুণ হিতে বিপরীত হতে পারে। এমন একটি ঘটনা সম্প্রতি পেশাদারদের যোগাযোগমাধ্যম লিংকডইনের একটি পোস্ট ছড়িয়ে পড়েছে, যা বিতর্ক উসকে দিয়েছে।

ওই পোস্টে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক বলেছেন, একজন চাকরিপ্রার্থী নির্দিষ্ট সময়ের আগে সাক্ষাৎকার দিতে আসায় তাঁকে বাদ দিয়েছেন।

ওই ব্যক্তির নাম ম্যাথু প্রিওয়েট। তিনি যুক্তরাষ্ট্রের আটলান্টা রাজ্যে একটি পরিচ্ছন্নতা প্রতিষ্ঠানের মালিক। ঘটনাটি তিনি নিজেই লিংকডইনে শেয়ার করেছেন। তিনি বলেছেন, অফিসের প্রশাসক পদের জন্য একজন চাকরিপ্রার্থী সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগে উপস্থিত হয়েছেন। ওই প্রার্থীকে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে এটি একটি প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

পোস্টটি আলোচিত হওয়া শুরু করলে এর কারণ ব্যাখ্যা করেন প্রিওয়েট। তিনি বলেন, যদিও চাকরির সাক্ষাৎকারে একটু আগে পৌঁছানো প্রশংসনীয় কাজ। তবে সময়ের অনেক আগে পৌঁছানো দুর্বল সময় ব্যবস্থাপনা বা সামাজিক সচেতনতার অভাবকে ইঙ্গিত দিতে পারে।

প্রিওয়েট ব্যাখ্যা করে বলেন, তাঁর অফিসটি ছোট। ওই প্রার্থী আগেভাগে আসায় তাঁকে অস্বস্তিতে পড়তে হয়েছে। কারণ, তিনি ব্যবসাসংক্রান্ত ফোনকল শুনে ফেলতে পারেন।

প্রিওয়েট জোর দিয়ে বলেন, সাক্ষাৎকারের শিষ্টাচার অনুযায়ী সাধারণত প্রার্থীরা ৫ থেকে ১৫ মিনিট আগে পৌঁছাতে পারেন। তবে এর বেশি হলে তাঁকে অবিবেচক মনে হতে পারে।

ওই ব্যবসায়ীর পোস্টটি দ্রুত ভাইরাল হয়। অনেকেই পক্ষে–বিপক্ষে মতামত দেন। কেউ কেউ তাঁর সিদ্ধান্তকে সমর্থন করেন। তবে অনেকে প্রার্থীর পক্ষও নিয়েছেন।

পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন, ‘কাজটি ঠিক হয়নি। কী হাস্যকর মূল্যায়ন! তাঁকে আমার কাছে পাঠিয়ে দিন। আমি তাঁকে এখনি চাকরি দেব।’

আরেকজন লিখেছেন, ‘যদি তাঁর একমাত্র পরিবহন বাস হয়ে থাকে, অথবা আসার সময়ের ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ না থেকে থাকে? তাহলে তিনি দেরি না করার জন্য যা করার ছিল, তাই করতেন।’

সম্পর্কিত নিবন্ধ