চার্লি চ্যাপলিনের চরিত্রে অভিনয় করা আমার দীর্ঘদিনের ইচ্ছা: ফারুক আহমেদ
Published: 25th, March 2025 GMT
ক্যারিয়ার নিয়ে আফসোসের শেষ নেই অভিনেতা ফারুক আহমেদের। এর কারণ, মঞ্চে তাঁর যেভাবে যাত্রা শুরু হয়েছিল, সেখানে থেকে একদমই আলাদা চরিত্রে টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। যে কারণে মঞ্চের বাইরে কমেডি নাটকের চরিত্রের কারণে তিনি দর্শকদের কাছে একভাবে পরিচিত। আড়ালেই থেকে গেছে তাঁর শৈল্পিক আরেক সত্তা।
ফারুক আহমেদ আফসোস করে বললেন, ‘নাটকে আমি একধরনের চরিত্র দিয়ে পরিচিতি পেয়েছি। পরে পরিচালকেরা আমাকে একই চরিত্রের জন্য ডেকেছেন। আমাকে ভিন্নভাবে কেউ আবিষ্কারের চেষ্টা করেননি। সিরিয়াস কাজে আমার ওপর আস্থা রাখতে পারেননি। এটা একজন অভিনেতার জন্য কষ্টের কারণ।’
অথচ ক্যারিয়ারের শুরুর দিকে শুধু কমেডি নিয়ে অভিনয়ের কোনো ইচ্ছাই ফারুক আহমেদের ছিল না। তখন বৈচিত্র্যপূর্ণ সব চরিত্রে নাম লিখিয়েছেন। এই অভিনেতা বলেন, ‘এখনো আলোচিত মঞ্চনাটকের মধ্যে “কেরামত মঙ্গল”, “যৈবতী কন্যার মন”সহ একাধিক নাটকের কথা প্রথম দিকে আসে। সেসব মঞ্চনাটকে আমি গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছি। “কেরামত মঙ্গল” নাটকে কেরামত চরিত্রে অভিনয় করেছি। পরে হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছি। সেটাও আমার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। হুমায়ূন ভাইয়ের কাছে কৃতজ্ঞতা। কিন্তু পরবর্তী সময়ে অনেকেই যে আমার ওপর ভরসা রাখতে পারেননি, সেটা খারাপ লেগেছে।’
অভিনেতা ফারুক আহমেদ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ র ক আহম দ
এছাড়াও পড়ুন:
দীঘিনালায় ১৮ দিনের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ড, পুড়ল ১৬ ব্যবসা প্রতিষ্ঠান
খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজারে ১৮ দিনের ব্যবধানে দোকানে আবারও আগুন লেগেছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডে ১৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, বাজারের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, যুব রেড ক্রিসেন্ট ও স্থানীয়রা অংশ নেয়।
বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে বাজারের বিভিন্ন ধরনের অন্তত ১৬ দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি জানতে কাজ চলছে।
এদিকে, চলতি মাসের ৮ মার্চ রাতে দীঘিনালার বোয়ালখালীর লারমা স্কয়ার বাজারে আগুনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ১৮ দিনের মাথায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনায় হতাশ ব্যবসায়ীরা।