বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং দেশে আসার জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) গণপূর্ত অধিদপ্তর শাখা। মঙ্গলবার আইডিইবি ভবনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

মাহফিলে বক্তারা বলেন, আপোসহীন দেশনেত্রী খালেদা জিয়া ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের কাছে মাথানত করেননি। গণতন্ত্র প্রতিষ্ঠায় সারাজীবন সংগ্রাম করে গেছেন। ফ্যাসিবাদী সরকার তার এই আপোসহীনতা সহ্য করতে না পেরে তাকে অসুস্থ অবস্থায় মিথ্যা মামলায় জেলে প্রেরণ করে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য চিকিৎসক ও তার পরিবার বারবার ফ্যাসিস্ট সরকারের কাছে আবেদন করলেও জামিন মেলেনি। দীর্ঘ ছয় বছর খালেদা জিয়া কারান্তরীণ থাকার পরে অভ্যুত্থানের সরকার তাকে জামিন দিলে তিনি চলতি বছরের প্রথম সপ্তাহে চিকিৎসার জন্য লন্ডনে যান। তিনি সুস্থ হয়ে ফিরে আবার দেশ ও জাতির হাল ধরবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইএব মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। সভায় ডিইএব গণপূর্ত অধিদপ্তর শাখার সদস্য সচিব মো.

সাখাওয়াত হোসেনের সঞ্চালনায়  সভাপতিত্ব করেন ডিইএব গণপূর্ত অধিদপ্তর শাখার আহ্বায়ক এস,এম, আমিরুজ্জামান বিলাস। এছাড়া ডিইএব কেন্দ্রীয় কমিটি ও গণপূর্ত শাখার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ সরক র

এছাড়াও পড়ুন:

দীঘিনালায় ১৮ দিনের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ড, পুড়ল ১৬ ব্যবসা প্রতিষ্ঠান

খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজারে ১৮ দিনের ব্যবধানে দোকানে আবারও আগুন লেগেছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডে ১৬  ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, বাজারের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, যুব রেড ক্রিসেন্ট ও স্থানীয়রা অংশ নেয়।

বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে বাজারের বিভিন্ন ধরনের অন্তত ১৬ দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি জানতে কাজ চলছে। 

এদিকে, চলতি মাসের ৮ মার্চ রাতে দীঘিনালার বোয়ালখালীর লারমা স্কয়ার বাজারে আগুনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ১৮ দিনের মাথায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনায় হতাশ ব্যবসায়ীরা। 

সম্পর্কিত নিবন্ধ