খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডিইএব গণপূর্ত অধিদপ্তর শাখার দোয়া
Published: 25th, March 2025 GMT
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং দেশে আসার জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) গণপূর্ত অধিদপ্তর শাখা। মঙ্গলবার আইডিইবি ভবনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
মাহফিলে বক্তারা বলেন, আপোসহীন দেশনেত্রী খালেদা জিয়া ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের কাছে মাথানত করেননি। গণতন্ত্র প্রতিষ্ঠায় সারাজীবন সংগ্রাম করে গেছেন। ফ্যাসিবাদী সরকার তার এই আপোসহীনতা সহ্য করতে না পেরে তাকে অসুস্থ অবস্থায় মিথ্যা মামলায় জেলে প্রেরণ করে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য চিকিৎসক ও তার পরিবার বারবার ফ্যাসিস্ট সরকারের কাছে আবেদন করলেও জামিন মেলেনি। দীর্ঘ ছয় বছর খালেদা জিয়া কারান্তরীণ থাকার পরে অভ্যুত্থানের সরকার তাকে জামিন দিলে তিনি চলতি বছরের প্রথম সপ্তাহে চিকিৎসার জন্য লন্ডনে যান। তিনি সুস্থ হয়ে ফিরে আবার দেশ ও জাতির হাল ধরবেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইএব মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। সভায় ডিইএব গণপূর্ত অধিদপ্তর শাখার সদস্য সচিব মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় বিএনপি ও শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভি
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ফতুল্লা আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির ও বিএনপি নেতা নাসিম আবেদীনের বিরুদ্ধে।
একদিকে বিদ্যালয়ের জমি দখলের খবরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও জাফর সাদিক চৌধুরী।
জমি দখলের খবরে ছুটে আসেন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ফতুল্লার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় জাফর সাদিক জমি দখল করে স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের ডেকে বিদ্যালয়ের জমি ছেড়ে দেয়ার নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে সদর ইউএনও জাফর সাদিক চৌধুরী বলেন, আমি জমি দখলদার ডেকে তিনদিনের মধ্যে জমির দখল মুক্ত করে দেয়ার নির্দেশ দিয়েছি। অন্যথায় তাঁদের বিরুদ্ধে মামলা হবে।