“দেশে ভালো চিকিৎসা নেই, ভারত ছাড়া উন্নত চিকিৎসা সম্ভব নয়। বিগত সময়ে এমন মানসিকতা পূর্বপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছিল” বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, “দেশের চিকিৎসা ব্যবস্থার কাঠামোগত উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং চিকিৎসকদের আন্তরিকতা বৃদ্ধি করা হলে বাংলাদেশেই উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে রোগিরা আসবে।”

সোমবার (২৫ মার্চ) বিকেলে রংপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “শিশু-কিশোরদের রক্ত পান করেও শেখ হাসিনার রক্ত তৃষ্ণা না মেটায় নেতাকর্মীদের প্রতিশোধ নেওয়ার নির্দেশ দিচ্ছেন। শেখ হাসিনা এখনও হিংসা ও প্রতিশোধ পরায়নতায় ভুগছেন।”

ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা.

মাহমুদুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শরিফুল ইসলাম, ইফতার কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. জাভেদ আখতারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঢাকা/আমিরুল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের কাছে মোবাইল, কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষক বহিষ্কার

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা এই বহিষ্কার আদেশ দেন।

এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের কাছে মোবাইল ফোন পাওয়াসহ নানা অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ৫ বছর তারা কোনও পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।

বহিষ্কৃতরা হলেন- ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব মো. বিল্লাল হোসেন এবং উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের ঠাকুর বাকাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুর রহমান, নিলুফার ইয়াসমীন এবং গোলাম রেজুয়ান।

ইউএনও সাদিয়া ইসলাম সীমা জানান, পরীক্ষার হলে কয়েকজন শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেছে। এটি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সুস্পষ্ট দায়িত্বে অবহেলা।

ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রের হল সুপার সিকদার জানান, ভোকেশনাল শাখার কয়েকজন ছাত্র সম্ভবত জানালা দিয়ে জব্দ হওয়া মোবাইলগুলো পরীক্ষার হলে নিয়েছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে এসব ধরা পড়ে।

সম্পর্কিত নিবন্ধ