রাজধানীর ফুটপাতে নারীকে হেনস্তা, সেই যুবককে ধরে আনল পুলিশ
Published: 25th, March 2025 GMT
রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফুটপাতে বসা ভাসমান বিক্রেতার কাছ থেকে জুতা কিনতে গিয়ে এক নারী হেনস্তার শিকার হয়েছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ওই নারীকে চড়-থাপ্পড় দিচ্ছেন একজন। তাঁর হাত ধরে টানাটানিও করা হচ্ছিল। কয়েকজন ওই নারীকে চোর, চোর বলছিলেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রুমন প্রথম আলোকে বলেন, ঘটনাটি ঘটেছে গত রোববার বিকেলে। এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি এখন থানায় আছেন। হেনস্তার শিকার নারীকেও থানায় ডাকা হয়েছে। এখন ওই নারী যদি আইনি ব্যবস্থা নেন, সেই অনুযায়ী পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে। ওই নারী আসার পর হেফাজতে নেওয়া ব্যক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পুলিশ জানায়, মূলত জুতা কেনা নিয়ে ভাসমান বিক্রেতার সঙ্গে ওই নারীর ঝগড়া হয়। একপর্যায়ে এ ঘটনা ঘটে।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ওই ন র
এছাড়াও পড়ুন:
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর শহীদ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার সকাল ৬টার দিকে তিনি ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি।
প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর একে একে বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক–সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।