জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে নতুন ওয়েবসাইট উদ্বোধন
Published: 25th, March 2025 GMT
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ সংরক্ষণ ও জনসাধারণের জন্য উন্মুক্ত করতে নতুন একটি ওয়েবসাইট উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে (পিআইডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ওয়েবসাইটটির (inauguration.julyuprising.com) আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তথ্য অধিদপ্তরের উদ্যোগে এটি তৈরি করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন তথ্যের ভিত্তিতে সময়ানুক্রমিকভাবে এই ওয়েবসাইটে উপস্থাপন করা হয়েছে।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই ওয়েবসাইট থেকে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং গবেষণার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরো বলেন, ওয়েবসাইটে আন্দোলন-সম্পর্কিত সম্পাদকীয়, শহীদ ও আহতদের সংবাদের পাশাপাশি ভিডিও কনটেন্ট যুক্ত করার জন্য তথ্য অধিদপ্তরকে পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে এই ওয়েবসাইট তৈরির উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম আন্দোলনের ইতিহাস জানতে পারবে।” তিনি ওয়েবসাইটটিকে আরও তথ্যসমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে প্রধান তথ্য অফিসার মো.
ওয়েবসাইটটিতে চারটি ক্যাটাগরিতে তথ্য আপলোড করা হয়েছে:
স্ক্যান নিউজপেপার: গণঅভ্যুত্থানকালীন বিভিন্ন সংবাদপত্রের সম্পূর্ণ স্ক্যান কপি।
নিউজ ক্লিপিং: আন্দোলন চলাকালীন প্রকাশিত সংবাদ প্রতিবেদনের ক্লিপিং।
ফটো অ্যালবাম: পত্রিকায় প্রকাশিত ও অন্যান্য উৎস থেকে সংগৃহীত আন্দোলন-সম্পর্কিত স্থিরচিত্র।
রিজিওনাল নিউজপেপার: বিভাগীয় ও জেলা পর্যায়ের পত্রিকার স্ক্যান কপি।
ঢাকা/আসাদ/এনএইচ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ল ই গণঅভ য ত থ ন র
এছাড়াও পড়ুন:
অধ্যাপক জিনাত হুদাকে গ্রেপ্তারের দাবি ঢাবি সাদা দলের
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. জিনাত হুদার বিচার দাবি করেছেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
রবিবার (২৩ মার্চ) সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারকে নিঃশর্ত সমর্থন ও গণহত্যায় উৎসাহিত করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ ঢাবি শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ড. জিনাত হুদাকে প্রত্যাখ্যান করে।
আরো পড়ুন:
গণঅভ্যুত্থানের পর কিছু গোষ্ঠী নারীর ওপর নির্যাতন চালাচ্ছে: আনু মুহাম্মদ
যে নৌকা চলে গেছে, তা ফিরিয়ে আনা যাবে না: আখতার
তিনি শিক্ষক সমিতির নাম ব্যবহার করে বিভিন্ন ইস্যুতে বক্তব্য ও বিবৃতি দিয়ে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলের পক্ষ থেকে আমরা ফ্যাসিস্টের দোসর জিনাত হুদার এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সাদা দলের নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের দ্বারা প্রত্যাখাত। এছাড়া ঢাবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় জিনাত হুদা আর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নন। এরপরও সাধারণ সম্পাদক পরিচয়ে বক্তব্য ও বিবৃতি দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল এবং প্রশাসনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছেন।
এ অবস্থায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে নিয়ে বিষোদগার, নেতিবাচক মন্তব্য, গণঅভ্যুত্থানের বিরোধিতা এবং শিক্ষক সমিতির প্রতিনিধি হয়ে গণভবনে উপস্থিত হয়ে খুনি শেখ হাসিনার গণহত্যাকে সমর্থন দেওয়ায় ফ্যাসিবাদের এ দোসরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
ঢাকা/সৌরভ/মেহেদী