আগুনে পুড়েছে সুন্দরবনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের প্রায় আট একর বনভূমি
Published: 25th, March 2025 GMT
সুন্দরবনের ধানসাগর ক্যাম্পের আওতাধীন বনাঞ্চলে আগুন সম্পূর্ণ নিভেছে। সেখানে আগুন না থাকলেও মঙ্গলবার দুপুরের পরও কয়েকটি স্থানে ধোঁয়া দেখা যায়। তাই ফায়ার আউট ঘোষণা করা হয়নি। পর্যবেক্ষণ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বন বিভাগ।
রোববার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ধানসাগর টহল ফাঁড়ির ২৫ নম্বর কম্পার্টমেন্ট এলাকায় আগুনের সূত্রপাত।
স্থানীয়ভাবে এলাকাটি তেইশের ছিলা ও শাপলার বিল হিসেবে পরিচিত। শুরু থেকে পানির অভাবে সেখানে আগুন নেভানোর কাজে বেগ পেতে হয় বন বিভাগ ও ফায়ার সার্ভিসকে। তবে আগুনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তা নিয়ন্ত্রণে ভিটিআরটি ও সিপিজি সদস্যদের নিয়ে দ্রুত ফায়ার লাইন কাটা শুরু করে বন বিভাগ। আর নদীতে জোয়ার এলে পাম্প বসিয়ে রোববার রাত থেকে শুরু হয় পানি ছিটানো।
ভাটায় পানি না থায় প্রতিদিনই প্রায় ১৪-১৫ ঘণ্টা পানি ছিটানো যায়নি বনে। তবে যখনই পানি পাওয়া গেছে, সারাক্ষণ পাম্প চালিয়ে নদী থেকে প্রায় তিন কিলোমিটার দূরের দুর্গম বনে তা নিয়ে আগুন নেভাতে কাজ করে গেছে বন বিভাগ ও ফায়ার সার্ভিস। এভাবে মঙ্গলবার সকালে আগুন নেভানো সম্ভব হয়। তবে এখনো ফায়ার আউট ঘোষণা করা হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবু বক্কর জামান বলেন, ‘সব জায়গায় পানি ছিটিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। কিছু ধোঁয়া দেখতে পাওয়ায় আজও সারা দিন আমরা আগুনের এলাকাটি পর্যবেক্ষণে রাখি। রাতেও গভীরভাবে পর্যবেক্ষণ চলবে।’
আগুন নিয়ন্ত্রণে শুরুতে ফায়ার সার্ভিসের ১০টি এবং বন বিভাগের আশপাশের ২০টি অফিসের লোকজন যোগ দেন। তবে কোথাও আর স্পষ্ট আগুন না থাকায় সকাল থেকে ফায়ার সার্ভিস, বন বিভাগ এবং স্বেচ্ছাসেবকদের সংখ্যা কমাতে থাকে কর্তৃপক্ষ। সকালেই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠিয়ে দেওয়া হয়। সারা দিন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট থাকলেও মঙ্গলবার রাতে কাজ করবে দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিএডি সাকরিয়া হায়দার বলেন, বনের আগুনের ধরন একটু ভিন্ন। এখানে শুকনো পাতার পুরু আস্তরণ থাকে। ওপরে ভিজিয়ে দিলেও কখনো কখনো নিচে আগুন থাকতে পারে। তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ জন্যই দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ।
পুড়ে গেছে প্রায় ৮ একর বন
সুন্দরবনের তেইশের ছিলা এলাকায় আগুন লাগার এক দিন আগে শনিবার সকালে পাশের কলমতেজী বন টহল ফাঁড়ির আওতাধীন স্থানীয়ভাবে টেপার বিল হিসেবে পরিচিত এলাকায় আগুন লাগে। দিনরাত কাজ করে রোববার ওই আগুন যখন প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তখনই ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করার সময় ধরা পড়ে পাশের তেইশের ছিলায় নতুন করে লাগা আগুন।
বন বিভাগ বলছে, সুন্দরবনে আগুন লাগা পাশাপাশি দুটি এলাকাই বনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের আওতাধীন। কলতেজী ও ধানসাগর—দুই এলাকাতেই চার একরের মতো বনভূমি পুড়েছে। তবে স্থানীয় লোকজনের দাবি, আগুনে ওই এলাকার ১০ একরের বেশি বনাঞ্চল পুড়ে গেছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, ‘আজ (মঙ্গলবার) বিকেলেও দুই এক জায়গায় ধোঁয়া মিলেছে। যার কারণে আজও রাতে আমরা পানি ছিটাব। বুধবার সকালেও পর্যবেক্ষণ করা হবে। এর পরে নির্ধারণ করা হবে কখন ফায়ার আউট ঘোষণা করা হবে।’
আগুনে বনের কী পরিমাণ এলাকা পুড়েছে, সে বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে নিশ্চিত করে বলা যাবে জানান নূরুল করিম। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা, কলমতেজী এলাকায় তিন থেকে চার একর এবং ধানসাগর এলাকায় চার একরের মতো পুড়ে থাকতে পারে। ফায়ার আউট ঘোষণার পর তদন্ত কমিটি কাজ শুরু করবে।
দুটি আগুনের ঘটনায় বন বিভাগ সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাসকে প্রধান করে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুনে পোড়া বনে প্রধানত বলাগাছই বেশি। অল্প কিছু সুন্দরী ও বাইনগাছ ছাড়া বলা বা বলই আর লতাগুল্মজাতীয় গাছই বেশি দেখা যায়। আগুনে এসব গাছের প্রায় সবই শুকিয়ে গেছে। বলাগাছ থেকে এরই মধ্যে পাতা শুকিয়ে ঝরে পড়ছে। গোড়া পুড়ে যাওয়াতে বাইন, সুন্দরীর মতো বড়গুলোও একটু বাতাসে বা বৃষ্টিতে হেলে পড়তে পারে, বলছে বন বিভাগের স্থানীয় স্বেচ্ছাসেবীরা।
বন বিভাগের খুলনা বিভাগীয় কার্যালয়ের অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, মঙ্গলবার সকালে পুরো এলাকার কোথাও আগুনের চিহ্ন ছিল না। দুপুরের আগে নতুন করে কয়েকটি স্থানে ছোট ছোট ধোঁয়া দেখা যায়। তাই আরও দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ চলবে
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বন ব ভ গ র স ন দরবন এল ক য়
এছাড়াও পড়ুন:
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে
সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের তেইশের ছিলা এলাকায় নতুন করে লাগা আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বন বিভাগকে। শনিবার (২২ মার্চ) লাগা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলার মধ্যেই রবিবার (২৩ মার্চ) সকালে এই নতুন অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসে বন বিভাগের। পানির উৎস কাছাকাছি না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বন বিভাগ ও ফায়ার সার্ভিসকে।
বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে সারা দিনেও আগুনের এলাকায় পানি ছিটানো সম্ভব হয়নি।
ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দেবনাথ বলেন, ‘‘নতুন করে লাগা আগুনের ব্যাপ্তি তুলনামূলক বেশি। চারপাশে ফায়ার লাইন কাটা হয়েছে, তবে আগুন কতটা এলাকা জুড়ে ছড়িয়েছে, তা এখনো হিসাব করা হয়নি।’’
তিনি আরো জানান, ‘‘এলাকার পাশের নদীতে জোয়ার ছাড়া পানি থাকে না। তাই পাম্প মেশিন বসাতে দেরি হয়েছে। জোয়ার এলে আমরা পাইপ স্থাপনের কাজ শুরু করেছি। তবে এখনো আগুনে পানি ছেটাতে পারিনি।’’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু বক্কর জামান জানান, সন্ধ্যার আগে পাম্প স্থাপন ও পাইপ টানার কাজ শুরু হয়। রাত ৮টার দিকে তিনি বলেন, ‘‘আগুনের এলাকা থেকে পানির উৎস অনেক দূরে। বন বিভাগের সহযোগিতায় আমরা ইতোমধ্যে আড়াই কিলোমিটার পাইপ স্থাপন করেছি। আরও প্রায় আধা কিলোমিটার পাইপ খাটাতে হবে, তারপর আগুনের এলাকায় পানি দেওয়া সম্ভব হবে।’’
রাত সাড়ে ৮টার পর সুন্দরবনের নতুন করে লাগা আগুনের এলাকায় পানি ছিটানো শুরু হয়েছে বলে দাবি করেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম। তিনি বলেন, ‘‘বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে। তবে ভাটার সময় নদীতে পানি না থাকায় আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে।’’
তবে রাত সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবু বক্কর জামান বলেন, ‘‘ভাটার কারণে নদীর পানি শুকিয়ে যাওয়ায় পাম্প বন্ধ করতে হয়েছে। জোয়ার না এলে পানি সরবরাহ সম্ভব হবে না।’’
শনিবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ি সংলগ্ন বনে আগুন লাগে। সেটি নিয়ন্ত্রণে আসার আগেই রবিবার সকালে পাশের তেইশের ছিলা এলাকায় নতুন করে আগুন দেখা যায়। পরপর দুই দিনে দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় বন বিভাগ ও পরিবেশবিদরা উদ্বেগ প্রকাশ করেছেন।
গত ২৩ বছরে সুন্দরবনে ২৭ বার আগুন লাগার ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বিভিন্ন এলাকায় হয়েছে। প্রতিবারই তদন্ত কমিটি গঠন হলেও বেশিরভাগ ক্ষেত্রে আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হয়নি।
ঢাকা/শহিদুল/বকুল