শপিংমলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: র্যাব
Published: 25th, March 2025 GMT
র্যাব-২ এর অধিনায়ক মো. খাদিদুল হক হাওলাদার বলেছেন, “রাজধানীর বিপণী-বিতান, মার্কেট, শপিংমল, কমপ্লেক্সগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ঐতিহ্যবাহী মার্কেট, বিপণী বিতানগুলোতে পোশাক পরিহিত র্যাব সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।”
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ঈদে রাজধানীর নিউমার্কেটের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে র্যাব-২ এর অধিনায়ক বলেন, “নিউমার্কেট, গাউছিয়া, চন্দ্রিমাসহ ঐতিহ্যবাহী মার্কেটগুলোতে র্যাবের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।আপনাদের মনে রাখা দরকার, মেগাসিটি রাজধানীতে দুই কোটি লোকের বসবাস। এসব স্থানে আমার এবং আপনার পরিবারের সদস্যরা এই সময় এসে কেনাকাটা বা শপিং করেন। তারা যেন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং আনন্দমুখর পরিবেশে কেনাকাটা করতে পারেন-এসব বিষয় বিবেচনায় রেখে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অপরাধীরা নিরাপত্তা ভেঙে অপরাধ যেন না করতে পারে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে র্যাব। ২৪ ঘণ্টা মোবাইল টিমের মাধ্যমেও এসব স্থানের চারদিকে টহল অব্যাহত রাখা হয়েছে।”
আরো পড়ুন:
রাজশাহীতে ভগ্নিপতিকে হত্যায় সম্বন্ধি গ্রেপ্তার
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
এবার মার্কেটগুলোতে চাঁদাবাজির ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি আরো বলেন, “আমি নিজেও বিভিন্ন দোকানে গিয়েছি, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি।চাদাবাজির শিকার হয়েছেন এমন অভিযোগ কেউ করেননি। আমার আশেপাশে মার্কেট সমিতির নেতারা আছেন। তারাও অভিযোগ করেননি। চাঁদাবাজ হুমকি দিয়েছে আমাদের কাছে এরকম এখনও বলেনি।”
এ সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, মার্কেট, বিপণী-বিতান সমিতির নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এমআর/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রানার অটোর পরিচালকের ৩৪ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক ৩৪ লাখ ৬ হাজার ২০০টি শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, রানার অটোমোবাইলস পিএলসির উদ্যোক্তা পরিচালক মো. মোজাম্মেল হোসাইন ৩৪ লাখ ৬ হাজার ২০০টি শেয়ার হস্তান্তর করার আগ্রহ প্রকাশ করেছেন। কোম্পানিটির এ উদ্যোক্তা পরিচালকের কোম্পানিটির এই পরিচালক তার ছেলে মাহমুদ আল নাহিয়ানকে ২২ লাখ ৭০ হাজার ৮০০টি ও মেয়ে নওশিন ইশরাত প্রমিকে ১১ লাখ ৩৫ হাজার ৪০০টি শেয়ার প্রদান করবেন।
আরো পড়ুন:
‘বি’ ক্যাটাগরিতে উন্নিত কে এন্ড কিউ
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের উদ্যোক্তাদের শেয়ার ক্রয়-বিক্রয়
আগামী ৩০ এপ্রিলের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা সম্পন্ন হবে।
উল্লেখ্য, মাহমুদ আল নাহিয়ান ও নওশিন ইশরাত প্রমি কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডার।
ঢাকা/এনটি/মাসুদ