সাধারণত হাইকোর্ট বিভাগের কোনো আদেশ বা রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ কোনো পক্ষ আপিল বিভাগে আবেদন করার সুযোগ পান। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত অনেক সময় ‘নো অর্ডার’ আদেশ দিয়ে থাকেন। এই ‘নো অর্ডার’ আদেশের প্রকৃত অর্থ কী, তা স্পষ্ট করে আজ মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার কোর্ট থেকে প্রদত্ত ‘নো অর্ডার’ বিষয়ে স্পষ্টীকরণ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তির ভাষ্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট থেকে বিভিন্ন মামলায় ‘নো অর্ডার’ মর্মে আদেশ দেওয়া হয়ে থাকে। বিষয়টির প্রকৃত অর্থ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় বিভিন্ন কর্তৃপক্ষ এবং সাধারণ বিচারপ্রার্থীরা অনেক সময় অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন। ফলে ‘নো অর্ডার’–এর প্রকৃত অর্থ স্পষ্টীকরণ প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার কোর্ট থেকে কোনো মামলায় ‘নো অর্ডার’ মর্মে আদেশ দেওয়া হলে আবেদনকারীর প্রার্থিত প্রতিকার (যে বিষয়ে প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছে) মঞ্জুর করা হয়নি এবং চেম্বার কোর্ট তর্কিত আদেশ বা রায়ের বিষয়ে কোনোরূপ হস্তক্ষেপ ছাড়াই আবেদনটি নিষ্পত্তি করেছেন মর্মে গণ্য করতে হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আপ ল ব ভ গ র চ ম ব র

এছাড়াও পড়ুন:

বিয়ের ৮ বছর পর সাগরিকা-জহিরের ঘরে এলো নতুন অতিথি

বিয়ের ৮ বছর সন্তানের মা-বাবা হলেন ‘চাক দে ইন্ডিয়া’খ্যাত অভিনেত্রী সাগরিকা ঘাটগ ও ক্রিকেটার জহির খান। বুধবার (১৬ এপ্রিল) সুখবরটি সামাজিক মাধ্যমে যৌথভাবে শেয়ার করেছেন তারা।

আজ দুপুরে ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন এই দম্পতি। যেখানে দেখা যায়, জহিরের কোলে সদ্যোজাত পুত্রসন্তান। দু’জনকে জড়িয়ে ধরে আছেন সাগরিকা।

পোস্টের ক্যাপশনে লেখা, ‘ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। পরম শক্তিমানের আশীর্বাদে কোল আলো করে এসেছে আমাদের সন্তান ফাতেহসিন খান।’

          View this post on Instagram                      

A post shared by Sagarika Z Ghatge (@sagarikaghatge)

এই দম্পতির মা-বাবা হওয়ার খবরে অভিনন্দনে ভাসিয়েছেন ভক্তরা। এছাড়া তারকারাও বিভিন্ন শুভেচ্ছাবার্তা দিয়েছেন। যেখানে রয়েছেন হুমা কুরেশি, আথিয়া শেঠি, ডায়না পেন্টি থেকে শুরু করে সুরেশ রায়না ও আকাশ চোপড়ার মতো ক্রিকেটাররাও।

ভারতীয় হকি খেলোয়াড়ের চরিত্রে চাক দে ইন্ডিয়া সিনেমায় অভিনয় করেছেন সাগরিকা। তার চরিত্রের নাম ছিল প্রীতি। অন্যদিকে জহির খান ভারতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের নভেম্বরে বিয়ে করেন এই জহির-সাগরিকা। বিয়ের ৮ বছর পর প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পতি।

সম্পর্কিত নিবন্ধ