৮ দিনের ছুটিতে আখাউড়া স্থলবন্দর, বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
Published: 25th, March 2025 GMT
পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে টানা আট দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার দুপুরে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী শুক্রবার (২৮ মার্চ) থেকে শুক্রবার (৪ এপ্রিল) পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষ্যে বন্দরের সকলপ্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ এপ্রিল শনিবার সকাল থেকে যথারীতি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি ভারতের আগরতলা বন্দরের ব্যবসায়ী সংগঠনকে আমরা চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি।
আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়ীক কার্যক্রম আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরে প্রতিদিন হিমায়িত মাছ, সিমেন্ট, ভোজ্য তেল, প্লাস্টিক, তুলা ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে রপ্তানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ’র ১ম মৃত্যুবার্ষিকী পালিত
সিদ্ধিরগঞ্জে খুশি-ফিরোজ মানবিক স্কুলের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অুনষ্ঠিত হয়েছে।
ইঞ্জিনিয়ার ফিরোজ দ্যা নিউ নেশন প্রত্রিকার বার্তা সম্পাদক ফররুখ খসরু ও নারায়ণগঞ্জ টাইমস এর নির্বাহী সম্পাদক, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মোশতাক আহমেদ শাওনের বাবা।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাঁর রূহের মাগফিরাত কামনা করে খুশি ফিরোজ মানবিক স্কুল প্রাঙ্গনে এ মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন অধ্যাপক মাওলানা আর. কে শাব্বির আহমেদ।
এতে খুশি ফিরোজ মানবিক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, দৈনিক দিনকালের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলাম বাবুল, দৈনিক কালবেলার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আব্দুল কাউয়ুম, এশিয়ার এইজ প্রত্রিকার জেলা প্রতিনিধি আল আমিন, নারায়ণগঞ্জ টাইমস এর স্টাফ রিপোর্টার রনিসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ এপ্রিল বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার ফিরোজ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮৩।